পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেচে তরঙ্গিয়৷ কুল উল্লঙ্ঘিয়া, উদ্ধ আকাশেরে ব্যঙ্গ করি । তবু বেয়ে তরী সব ঠেলে হ’তে হবে পীর, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে নিয়ে উন্মত্ত দুদিন, চিত্তে নিয়ে অাশা অন্তহীন, হে নিৰ্ভীক, দুঃখ-অভিহত । ওরে ভাই, কার নিন্দ কর তুমি ? মাথা কর নত । এ আমার এ তোমার পাপ । বিধাতার বক্ষে এই তাপ বহু মুগ হ’তে জমি বায়ুকোণে আজিকে ঘনায়,— ভারুর ভীরুতাপুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায়, লোভার নিষ্ঠুর লোভ, বঞ্চিতের নিত্য চিত্তক্ষোভ, জাতি-অভিমান, . = به ج و نیمه صحتمحیح ناه بر মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান, বিধাতার বক্ষ আজি বিদারিয়া ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া । SN2