পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা তুমি পথ হ’তে নেমে যেখানে দাড়ালে সেখানেই আছ থেমে । এই তৃণ, এই ধূলি—ওই তারা, ওই শশী-রবি ஒ সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি । কি প্রলাপ কহে কবি ? তুমি ছবি ? নহে, নহে, নও শুধু ছবি ! কে বলে রয়েচ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্ৰন্দনে ? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গবেগ ; এই মেঘ মুছিয়া ফেলিত তা’র সোনার লিখন । তোমার চিকণ চিকুরের ছায়াখানি বিশ্ব হ’তে যদি মিলাইত তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত ఇe