বিষয়বস্তুতে চলুন

পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক এমন একান্ত করে' চাওয়া ७७ अ७] १७ এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মত। এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চনা হাসিমুখে এতকাল কিছুতে বহিতে পারিত না। সব তা’র আলে| কীট-কাটা পুষ্পসম এতদিনে হয়ে যেত কালো। ২৯শে পৌষ, 》)》 মুকুল