বিষয়বস্তুতে চলুন

পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& о আনন্দ-গান উঠুক তবে বাজি এবার আমার ব্যথার বাশিতে । অশ্রজলের ঢেউয়ের পরে আজি পারের তরী থাকুক ভাসিতে । যাবার হাওয়া ঐ যে উঠেচে,—ওগে। ঐ যে উঠেচে, সারারাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেচে । হৃদয় আমার উঠচে দুলে দুলে অকুল জলের অট্টহাসিতে, কে গো তুমি দাও দেখি তান তুলে এবার আমার ব্যথার বাশিতে । হে অজানা, অজানা স্বর নব বাজাও আমার ব্যথার বাঁশিতে, হঠাৎ এবার উজান হাওয়ায় তব পাবুের তরী থাক না ভাসিতে । বলাক৷