পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৮.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০ w) ৪। কাউন্সিলের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে এবং ইহা প্রয়োজনবোধে কাউন্সিলের প্রধান যে কোন স্থানে শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে। কার্যালয় ৫। (১) নিম্নলিখিত সদস্য-সমন্বয়ে কাউন্সিল গঠিত হইবে, যথা :- কাউন্সিলের গঠন (ক) চেয়ারম্যান; ് (খ) ভাইস-চেয়ারম্যান; ് (গ) কার্যনির্বাহী পরিচালক o (ঘ) অনূ্যন আট এবং অনধিক দশ জন অন্যান্য সদস্য। o (S) ८छ्बमान ७ जुड़ेग-छबातमान बाक्लेशडि कडूक भीड इंडेवन (C এবং তাহারা তাহদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য নূতন ব্যক্তি মনোনীত না হওয়া" পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন। o (৩) কাৰ্যনিৰ্বাহী পরিচালক ব্যতীত কাউন্সিলের অন্যান্য সদস্য সরকার কর্তৃক সরকারী কর্মকর্তা এবং কমপিউটার প্রযুক্তি ও তারবার্তা যোগাযোগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল, বাণিজ্য, আইন, শিল্প এবং ব্যাংকিং ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিগণের মধ্য হইতে মনােনীত হইবেন এবং তাঁহারা তাঁহাদের না দৰ্শাইয়া উক্তরূপ যে কোন সদস্যকে যে কোন সময় তাহার পদ হইতে অপসারণ করিতে পারিবে । SS (৪)কার্যনিৰ্বাহী পরিচালক পদাধিকার বলে কাউন্সিলের সচিবও হইবেন। (৫) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে যে কোন সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। o ৬। কাউন্সিলের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- কাউন্সিলের কার্যাবলী -- o ( () দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কমপিউটার ও তথ্য § প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দান করা: & (খ) জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতে কমপিউটারের ব্যবহারিক কাঠামোর § উন্নয়ন করা এবং কমপিউটার সংক্রান্ত শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত ost মান উন্নীত করা; (গ) তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতার মোকাবেলা করার জন্য বাংলাদেশী নাগরিকগণকে উপযোগী করিয়া গড়িয়া তোলা;