বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন, ১৯৯১ Ꮌ8Ꮤy ১০। (১) প্রতিষ্ঠানের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা: (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বিদেশী সরকার বা সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত অনুদান; (ঘ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত কোন ঋণ; (চ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) এই তহবিল প্রতিষ্ঠানের নামে কোন তফসিলি ব্যাংকে ੋ হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত ཀ་ཝ་རྨ་བྱ་ཕུ་ཐག་བཅོད་བྱ་ཤ་(sའུ་ཀྲ་མ་ | (5) এই তহবিল হইতে প্রতিষ্ঠানের প্রয়ােজনীয় ব্যয় নিৰ্বাহ করা হইবে। (৪) প্রতিষ্ঠান উহার তহবিল সরকার কর্তৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করিতে পারিবে । so ১১। প্রতিষ্ঠান প্রতি বৎসর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী অর্থ বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করবে এবং উহাতে উক্ত অর্থ বৎসরে সরকারের নিকট হইতে প্রতিষ্ঠানের কি পরিমাণ আদালত করে। ১২। (১) প্রতিষ্ঠান যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। so (S) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বৎসর প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও প্রতিষ্ঠানের নিকট পেশ করিবেন। No. o (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা-হিসাব ```` প্রতিষ্ঠানের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা কোন সদস্য বা যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। প্রতিষ্ঠানের তহবিল হিসাব রক্ষণ ও নিরীক্ষা
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/১৪১
অবয়ব