পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ ২৬৭ ২৭। (১) যদি পুলিশ কমিশনার এই মর্মে প্রয়োজনবোধ করেন যে, কোন পুলিশ কমিশনার রাস্তায় অস্থায়ীভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা সমীচীন, তাহা হইলে তিনি "... প্রতিবন্ধক নির্মাণ করার ক্ষমতা দান করিতে পারেন। (২) অনুরূপ প্রতিবন্ধক কিভাবে ব্যবহার করা হইবে তজ্জন্য পুলিশ ് কমিশনার প্রয়োজনীয় নির্দেশ দিতে পারিবেন। ് ২৮। পুলিশ কমিশনার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন পুলিশ কর্মকর্তা, পুলিশ কমিশনার ও ধারা ২৬ এর অধীন প্রণীত প্রবিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, "" নিম্নবর্ণিত বিষয়ে লিখিত বা মৌখিক নির্দেশ দিতে পারিবেন, যথা:- জনসাধারণকে নির্দেশ দানের ক্ষমতা (ক) রাস্তায় জনসমাবেশ বা মিছিলকারীদের শৃংখলাপূর্ণ আচরণ নিশ্চিতকরণ" (খ) অনুরূপ মিছিল কোন কোন রাস্ত দিয়া বা কোন কোন সময়ে যাইতে পারিবে বা পারিবে না; o (*) কোন স্থান বা উপাসনাস্থলে বা উহার সন্নিকটে অনুরূপ মিছিল গমন বা জনসমাবেশ অনুষ্ঠান নিষিদ্ধ থাকিবে; ംര് (ঘ) রাস্তা, জনসাধারণের গোসল করার জায়গা, ইত্যাদি এবং সর্বসাধারণের ব্যবহার্য অন্যান্য স্থানে শান্তি শৃংখলা বজায় রাখা o (ঙ) রাস্ত বা সর্বসাধারণের ব্যবহার্যস্থান বা উহার নিকটে গান-বাজনা, ঢাক-ঢোল ইত্যাদি বাজানে নিয়ন্ত্রণ (চ) বাস্ত সাধারণের ব্যবহার্য স্থন বা জনসাধারণ প্রমােদাগরে লাউড o ২৯। (১) জনশৃংখলা, শান্তি ও নিরাপত্তা রক্ষার খাতিরে পুলিশ কমিশনার বিশৃংখলা রোধে পুলিশ যখনই যে স্থানে প্রয়োজন মনে করবেন তখনই সেই স্থানে প্রকাশ বিজ্ঞপ্তি প্রচার "প" করিয়া নিম্নবর্ণিত বিষয়গুলি নিষিদ্ধ করিতে পারবেন, যথা: N n് হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, § বন্দুক, ছোরা বা লাঠি বহন; & (খ) বিস্ফোরক দ্রব্য বহন; ് (গ) ইট, পাথর, ইত্যাদি সংগ্রহ ও বহন; (ঘ) মানুষ, মৃতদেহ বা মূর্তি ও কুশপুত্তলিকা প্রদর্শনী; (ঙ) সর্বসাধারণের শ্রুতিগোচরে চিৎকার করা, গান-বাজনা করা: