পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিরস্ত্র করিতে, অস্ত্র আটক করিতে এবং অস্ত্র ও ক্ষেত্রমত, বিস্ফোরক দ্রব্য è বাজেয়াপ্ত করিতে পারিবেন। o জনসমাবেশ বা মিছিল ৩০। শান্তি-শৃংখলা ও জননিরাপত্তার জন্য প্রয়ােজন মনে করলে, পুলিশ ಕ್ಗಶ್ಗ কমিশনার যে কোন স্থানে যে কোন নির্দিষ্ট মেয়াদের জন্য লিখিত নির্দেশ জারী - - করিয়া জনসমাবেশ ওলিন্ধিবােল করতে পরিক ও ം് তবে শর্ত থাকে যে, অনুরূপ কোন নিষেধাজ্ঞা সরকারের অনুমোদন ব্যতিরেকে ত্রিশ দিনের বেশি বহাল থাকিবে না। o o জনস্বার্থে কোন রাস্তা ৩১। পুলিশ কমিশনার প্রকাশ্য বিজ্ঞপ্তি জারী করিয়া যে কোন রাস্তা বা স্থান জনস্বার্থে অস্থায়ীভাবে সংরক্ষিত রাখার আদেশ দিতে পারবেন এবং উক্ত কমিশনারের ক্ষমতা সংরক্ষিত রাস্তা বা স্থানে তৎকর্তৃক আরোপিত শর্তাধীনে প্রবেশ করা যাইবে। QN যানবাহন সরবরাহের ৩২। আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, বাহিনীর - - যানবাহন সরবরাহকরতে উহার মালিককে নির্দেশ দিতে পারবেন। o তবে শর্ত থাকে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়ােজনীয় পরিস্থিতি ಕರಾ। গান-বাজনা, ইত্যাদি ৩৩। কোন এলাকার জনসাধারণ বা কোন ব্যক্তি বিশেষের অসুবিধ বা :... বিক্তি দুীকরণের জন্য প্রয়ােজন মনে করিলে পুলিশ কমিশনার লিখিত নির্দেশ কমিশনকোড জারী করিয়া নিম্নবর্ণিত বিষয়ের উপর নিষেধাজ্ঞা বা শর্ত আরোপ করিতে বা উক্ত @് বিষয় নিয়ন্ত্রণ করিতে পারিবেন, যথা:§ (ক) কোন প্ৰাংগণ বা বাড়ীতে মুখে বা বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা করা: o (খ) গান-বাজনা বা অন্যান্য শব্দ বড় করিয়া শুনাইবার জন্য মাইক্রোফোন, e$ লাউডস্পীকার বা অন্য কোন যন্ত্র ব্যবহার করা: ২৬৮ রাজশাহী মহানগরী পুলিশ আইন, ১৯৯২ (চ) শালীনতা ও নৈতিকতাবিরোধী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী কোন কিছু প্রদর্শন বা প্ল্যাকার্ড বহন বা ছবি, ইত্যাদি প্রদর্শনী। (২) উপ-ধারা (১) এর অধীন নিষেধাজ্ঞা অমান্য করিয়া কোন ব্যক্তি অস্ত্রশস্ত্র, বিস্ফোরক বা অনুরূপ কোন দ্রব্য বহন করিলে, পুলিশ কর্মকর্তা তাহাকে (গ) অন্য কোন প্রক্রিয়ায় শব্দ করা; অথবা (ঘ) কোন প্ৰাংগণ বা ব্যবসাকেন্দ্রে এমন কিছু ব্যবহার করা যাহাতে বিকট শব্দ হয়।