বিষয়বস্তুতে চলুন

পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరిల8 জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ তহবিল, সম্পদ ও হিসাব নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দান করিবে: (গ) সংবিধি দ্বারা নির্ধারিত বা ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে। è পরিকল্পনা ও উন্নয়ন ৩২। (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং ১৫ Q (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; ് (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; N o, (গ) ট্রেজারার; ve (ঘ) সকল উন; (ঙ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চདྲྭ་མང་། ལཱ་ཨཱི་ཨཱ་ཙཱརྨ་ (চ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনােনীত দুইজন অধ্যক্ষ, যাঁহাদের মধ্যে অন্ততঃ একজন স্নাতক-সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হইবেন; _Q(ছ) সরকার কর্তৃক মনােনীত দুইজন বিশেষজ্ঞ যাহাদের মধ্যে একজন স্থপতি বা প্রকৌশলীদের মধ্য হইতে এবং অন্যজন শিক্ষা, পরিকল্পনা থব ব্যবসা, শিল্প বা লোক প্রশাসন পেশা হইতে মনোনীত হইবেন; (জ) রেজিস্ট্রার; (ཝ) so (ঝ) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, যিনি উহার সচিবও হইবেন। - O -২ (২) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির মনােনীত কোন সদস্য দুই বৎসর

  • N

No. - Q তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত S- ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন। SN * (৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত e$ করিবে এবং অনুমোদনের জন্য সিন্ডিকেটের নিকট পেশ করবে। নির্বাচনী বোর্ড ৩৩। (১) শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ সুপারিশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী বোর্ড থাকিবে।