পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ \రి8ఫి (গ) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উন; (ঘ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের উন; (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দশজন কলেজ অধ্যাপক বা সহযোগী অধ্যাপক যাহারা এইরূপে মনোনীত হইবেন যাহাতে দেশের NONপ্রত্যেক প্রশাসনিক বিভাগে অবস্থিত কলেজসমূহ হইতে যথাসম্ভব sে সুমু প্ৰতুন স্থিত হইবে এবং কেন একটি বিষয় হইতে ১ একাধিক শিক্ষক মনোনীত হইবেন না; § (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষক -- e. (৫) এই বোর্ড অব ষ্টাডিজের সদস্যগণ দুই বৎসর মেয়াদের জন্য তাঁহাদের সাপেক্ষে, সদস্য পদে বহাল থাকিবেন। ༄་་་ o (৬) বোর্ড অব ষ্টাডিজ বিশেষ করিয়া পাঠক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ, পরীক্ষকদের প্যানেল সুপারিশকরণ এবং বিভিন্ন কোর্সে ভর্তি, পরীক্ষায় অংশগ্রহণ ও ডিগ্রীর জন্য পালনীয় একাডেমিক শর্তাবলী সম্পর্কে একাডেমিক কাউন্সিলের বিবেচনার জন্য প্ৰবন্ধনপ্রণয়ন করবে। (৭) কোন বিশেষ বিষয় বা বিষয়সমূহের জন্য পাঠক্রম ও পাঠ্যসূচী প্রণয়নের উদ্দেশ্যে সহযোগিতা ও পরামর্শ দানের জন্য বোর্ড বিভিন্ন কমিটি অব কেলে এভটাডিজনিয়াগ করতে পারবে। স্নাতকোত্তর শিক্ষা, ৮। (১) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র সিন্ডিকেট এবং প্রশিক্ষণ ও శాక్తేశాর সাধারণ তত্ত্বাবধানের আওতায়: o இ অধিভুক্ত কলেজগুলিতে সম্মান ও স্নাতকোত্তর শিক্ষা সংগঠনের জন্য দায়ী O থাকিবে; ള് (খ) একাডেমিক উন্নয়ন কার্যক্রম, কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ এবং SS বিশ্ববিদ্যালয়ে প্রাগ্রসর শিক্ষা ও গবেষণার জন্য দায়ী থাকিবে; Q - (গ) কলেজসমূহের স্বীকৃতি ও মঞ্জুরী দান প্রক্রিয়ার সহিত যুক্ত থাকিবে; § (ঘ) স্কুল, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র এবং কলেজ পরিদর্শন দপ্তরের o সহযোগিতায় কলেজগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দান করিবে এবং - N -- একাডেমিক ব্যবস্থাপনা তত্ত্বাবধান করিবে । e$ (২) এই কেন্দ্রের প্রশাসন একটি বোর্ড অব ডাইরেক্টরস্ এর উপর ন্যস্ত থাকিবে এবং উহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা: (ক) স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;