বিষয়বস্তুতে চলুন

পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరి\Lo বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (প) রেগুলেশন দ্বারা নির্ধারিত শর্তে অন্য কোন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কোন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরূপে স্বীকৃতি প্রদান করা: (ফ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাঠ্যক্রমে ছাত্র ভর্তির উদ্দেশ্যে পরীক্ষা, মূল্যায়ন এবং অন্য যে কোন পরীক্ষা-পদ্ধতিসহ মান নির্ধারণ এবং তৎসম্পর্কে 。 সুনির্দিষ্ট শর্তাবলী আরোপ করা: & སི། ཀྭ་༼ སི་--- (ব) বিশ্ববিদ্যালয়ের সকল বা যে কোন উদ্দেশ্য সফল করার লক্ষ্যে প্রয়ােজনীয় বা প্রসদিক সকল বা,যে কেন ক্ষমতা প্রয়ােগ্রকল্পে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক যে কোন কার্য করা। ○ এখতিয়ার ৭। বিশ্ববিদ্যালয় এই আইন বাবা বা ইহার অধীন অতি সমুদয় ক্ষমতা প্রয়োগ করিবে । so. ు Rಘೀ ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রী পুরুষ ও মালার জন্ম ীিউদত বিশ্ববিদ্যালয় ് (২) উপ-ধারা (১) এর কোন কিছুই নারী বা সমাজের অনগ্রসর শ্রেণীর কোন ব্যক্তির নিয়োগ বা ভর্তির ক্ষেত্রে কোন বিশেষ ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে দিল্লিশে হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ৯। (১) শিক্ষাদানের বিভিন্ন কার্যক্রম সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রণালী বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হইবে এবং করেস্পনডেন্স প্যাকেজ, ফিল্ম, সেমিনার, পরিদর্শন, প্রদর্শন এবং ল্যাবরেটরী, ওয়ার্কশপ ও কৃষি জমিতে ব্যবহারিক শিক্ষাসহ বাস্তব শিক্ষা ও প্রশিক্ষণের অন্যান্য মাধ্যমে শিক্ষাদান ও প্রশিক্ষণ উক্ত পদ্ধতির অন্তর্ভুক্ত হইবে। , (২) অনুরূপ শিক্ষাদান কার্য পরিচালনার দায়িত্ব পালনকারী ব্যক্তিগণ তিনি লে। o (৩) বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও পাঠ্যসূচীসমূহ যথাক্রমে রেগুলেশন ও তে প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। o SN (৪) প্রয়োজনীয় ক্ষেত্রে শিক্ষাদান কার্যের সম্পূরক হিসাবে প্রবিধান দ্বারা so ব্যবস্থিত শর্তানুসারে টিউটরিয়ালের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা যাইতে -് পারে । జ్గా ১০। বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তাগণ থাকিবেন, যথা: (ক) চ্যান্সেলর;