CŞ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ \Oلاما (খ) ভাইস-চ্যান্সেলর; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) কোষাধ্যক্ষ; (ঙ) রেজিস্ট্রার; (চ) উীনবৃন্দ; (ছ) পরিচালকগণ; (জ) গ্রন্থাগারিক (ঞ) আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকগণ; ക്ക് (ট) বিশ্ববিদ্যালয় প্রকৌশলী: o (ঠ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা। ംര് ১১। (১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হইবেন এবং তিনি একাডেমিক ডিগ্রী ও সম্মানসূচক ডিগ্রী প্রদানের সভাপতিত্ব করার জন্য অন্য কোন ব্যক্তিকে মনোনয়ন দিতে পরিবেন। (২) চালের তাহার উপর এই আইন ও সংবিধ দ্বারা অর্পিত ক্ষমতার (৩) সম্মানসূচক ডিগ্রী প্রদানের প্রতিটি প্রস্তাবে চান্সেলরের অনুমোদন থাকিতে হইবে। (8) ভাইস-চ্যান্সেলরের নিকট হইতে রিপোর্ট প্রাপ্তির ভিত্তিতে চ্যান্সেলরের তই বিঘ্নিত হওয়ার মত অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করিতেছে তাহা হইলে তিনি নির্দেশ দিতে পারবেন এবং অনুরূপ আদেশ ও নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলক হইবে এবং ভাইস-চ্যান্সেলর উক্ত আদেশ বা নির্দেশ কার্যকর করিবেন।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৬২
অবয়ব