পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾ কোম্পানী আইন, ১৯৯৪ কোম্পানীর সদস্য-সূচী ৩৫। (১) কোম্পানীর সদস্য-বহি সূচীপত্রের ন্যায় কোন ছকে সাজানো না ಸಿ. হইয়া থাকিলে, পঞ্চাশের অধিক সদস্য লইয়া গঠিত প্রত্যেক কোম্পানী উহার সদস্যগণের নামের একটি সূচীপত্র রাখিবে এবং যে তারিখে সদস্য-বহিতে কোন পরিবর্তন হয় সেই তারিখের পরবর্তী চৌদ্দ দিনের মধ্যে উক্ত সূচীপত্রে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করিবে। o (২) টাগ কৰে সজল বাইতে পারে জর হতে একে সদস্যের বিবরণের পর্যাপ্ত ইংগিত থাকিতে হইবে, যাহাতে তাৎড়ণিকভাবে যে কোন সদস্যের বিবরণ খুঁজিয়া পাওয়া যায়। ് (৩) এই ধারার বিধান লংঘন করিলে কোম্পানী অনধিক পাঁচশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে এবং উহার প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত লংঘনের জন্য দায়ী তিনিও, ཨལ་བྷེར་ཊ ཝཱ་ཀི་ཊ་མ་ཐག །

  • * সদস্যগণের বার্ষিক ৩৬। (১) শেয়ার-মূলধন বিশিষ্ট প্রত্যেক কোম্পানী, নিগমিত হওয়ার :"*" আঠার মাসের মধ্যে, এবং উহার পর প্রতি বৎসর অন্ততঃ একবার, এইরূপ ব্যক্তিগণের একটি তালিকা তফসিল ১০ অনুযায়ী ছকে প্রণয়ন করিবে যাহারা উক্ত বৎসরের প্রথম সাধারণ সভা বা বৎসরের একমাত্র সাধারণ সভার দিনে কোম্পানীর সদস্য ছিলেন, এবং যাহারা সর্বশেষ বিবরণী (return) দাখিলের তারিখের পরে বা প্রথম বিবরণীর ড়েঙ্গত্রে কোম্পানী নিগমিত হওয়ার পরে সদস্য পদ হারাইয়াছেন। co

o (S) অনাদিতি থাকিবে, যথা: (ক) অতীত ও বর্তমান সকল সদস্যদের নাম ঠিকানা, জাতীয়তা এবং o পেশা; এবং o (খ) বিবরণী দাখিলের তারিখে বর্তমান সদস্যগণের প্রত্যেকে যতগুলি o শেয়ারের মালিক উহার সংখ্যা, এবং কোম্পানী নিগমিত হওয়ার পর ·o প্রথম বিবরণী দাখিলের পর হইতে কিংবা সর্বশেষ বিবরণী দাখিলের

  • N পর হইতে শেয়ার হস্তান্তরের পর বর্তমানে যাহারা এখনও সদস্য

Q - আছেন এবং যাহারা সদস্যপদ হইতে বাদ পড়িয়াছেন তাহদের শেয়ার § হস্তান্তর নিবন্ধনের তারিখ; এবং N (গ) নগদ অর্থের বিনিময়ে প্রদত্ত শেয়ার এবং নগদ অর্থ ব্যতীত অন্যভাবে § সম্পূর্ণ বা আংশিক পরিশোধকৃত শেয়ারের মধ্যে পার্থক্য প্রদর্শনপূর্বক - O একটি সার-সংড়েপি থাকিতে হইবে, যাহাতে নিম্নবর্ণিত বিষয়াদির উলেস্নখ থাকিবে: (১) কোম্পানীর শেয়ার-মূলধনের পরিমাণ এবং যতগুলি শেয়ারে উক্ত মূলধন বিভক্ত করা হইয়াছে উহার সংখ্যা;