পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○や কোম্পানী আইন, ১৯৯৪ লিকুইডেটর কর্তৃক । ৩১০। (১) লিকুইডেটর তাহার নিয়োগ-প্রাপ্তির পর একুশ দিনের মধ্যে ༄།ཨཱ་ཨཱི་ཨཱ་ཨཱུ། ། * নির্ধারিত ফরমে তাহার নিয়োগের একটি নোটিশ নিবন্ধনের জন্য রেজিষ্ট্রারকে প্রদান করিবেন। (২) লিকুইডেটর এই ধারার বিধান পালন করিতে ব্যর্থ হইলে যতদিন এই ব্যর্থতা চলিতে থাকে ততদিনের প্রতিদিনের জন্য অনধিক একশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। o পাওনাদারগণের উপর ৩১১। (১) যে কোম্পানীর অবলুপ্তির আসন্ন কিংবা অবলুপ্তির প্রক্রিয়া x) চলিতেছে সেই কোম্পানী এবং উহার পাওনাদারগণের মধ্যে কোন বন্দোবস্ততা (arrangement) হইলে এবং কোম্পানীর অসাধারণ সিদ্ধান্ত দ্বারা অনুমোদিত হইলে, উক্ত বন্দোবস্ত কোম্পানীর উপর এবং পাওনার মূল্যের ভিত্তিতে পাওনাদারগণের তিন-চতুর্থাংশ সম্মতি দিলে, সকল পাওনাদারের উপর বাধ্যতামূলক হইবে, তবে উক্ত বন্দোবস্তোর বিরম্নদ্ধে উপ-ধারা (২) অনুসারে আপীল করা যাইবে। o (২) বন্দোবস্ত হওয়ার তিন সপ্তাহের মধ্যে কোন পাওনাদার অথবা প্রদায়ক উহার বিরম্নদ্ধে আদালতে আপীল করিতে পরিবেন, এবং আদালত ন্যস্ত কেলি উক্ত দেবত্ৰ সশোধন পরিবর্তন কিংবা অনুমোদন করিতে পারিবে । o প্রয়োগকৃত ভুগমতা ৩১২। (১) কোন কোম্পানীর যে কোন প্রকারের অবলুপ্তির ড়োত্রে ខ្ទឹ অবলুপ্তির প্রক্রিয়া হইতে উদ্ভূত কোন প্রশ্ন শেয়ার মূল্য বা অন্যান্য অর্থ তলব "ণ কার্যকরী করা, কোন কার্যধারা স্থগিত করা অথবা অন্য যে কোন বিষয়ে আদালত আদেউলির তৎকর্তৃক কোম্পানী অবলুপ্তির বেলায় যে ড়ামত প্রয়োগ করতে পারিত সেই ড় গমতা প্রয়োগ সংক্রান্তা কোন প্রশ্ন এর উপর সিদ্ধান্তা প্রদানের জন্য লিকুইডেটর বা যে কোন প্রদায়ক যা পাওনাদার আদালতের নিকট আবেদন করিতে পারিবেন। on so (২) অবলুপ্তির আরম্ভ হওয়ার পর কোম্পানীর কোন সম্পত্তি বা মালপত্রের o ব্যাপারে প্রদত্ত আটক, ক্রোক বা ডিক্রি জারী বা অন্য কোন প্রতিকারের আদেশ Q প্রদত্ত হইলে বা বলবৎ হইতে থাকিলে, উহা রদ করার জন্য লিকুইডেটর কিংবা § কোন পাওনাদার বা প্রদায়ক আদালতের নিকট আবেদন করিতে পারিবেন। o (৩) যদি উপ-ধারা (২) তে উলিস্নখিত আটকাদেশ, ক্রোকাদেশ, ডিক্রি বা e$ অন্যবিধ প্রতিকার – (ক) হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত হয় বা বলবৎকরণের প্রক্রিয়াধীন থাকে, তবে হাইকোর্ট বিভাগের নিকট আবেদন পেশ করিতে হইবে; এবং NQo