পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১ (ঞ) বিদ্যমান সিলেট পৌরসভার চেয়ারম্যান ও কমিশনারগণ দফা (ক) এর অধীন কর্পোরেশনের মেয়র ও কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে সিলেট পৌরসভা বিলুপ্ত হইবে।] ১৭৪। এই আইনে কোন কিছু করিবার জন্য বিধান থাকা সত্ত্বেও যদি উহা নির্ধারিত পদ্ধতিতে কোন কর্তৃপক্ষ কর্তৃক বা, কি পদ্ধতিতে করা হইবে এই সম্পর্কে কোন বিধান না ಫ್ಲೆཀྱཱ་ཁི་མཚ༢ o থাকে, তাহা হইলে, উক্ত কাজ নির্ধারিত পদ্ধতিতে এবং নির্ধারিত কর্তৃপক্ষ èst কর্তৃক সম্পাদিত হইবে। * ১৭৫। এই আইনের বিধানাবলী কার্যকর করিবার ক্ষেত্রে কোন অসুবিধা অসুবিধা দূরীকরণ দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থ, আদেশ দ্বারা, প্রয়োজনীয় যে - ം് & তবে শর্ত থাকে যে, এই আইনের বিধান অনুযায়ী কর্পোরেশন গঠিত - - হইবার তারিখ হইতে দুই বৎসর অতিক্রান্ত হইবার পর উক্তরূপ কোন আদেশ দেওয়া যাইবে না। o [ধারা ২(থ) দ্রষ্টব্য ് সিলেট মহানগর o ^ নিম্নবর্ণিত এলাকাসমূহ সিলেট মহানগরের অন্তর্ভুক্ত হইবে, যথা: So © সীমানা ঃ S উত্তরে ৪ মৌজা তারাপুর, জে, এল, নং-৭৬, মৌজা কুমারগাও, জে, এল, নং ৮০, মৌজা লাক্কাতুরা, জে, এল নং-৭৫, মৌজা ব্রাহ্মণছড়া, - জে, এল, নং-৭৮। দক্ষিণে ৪ মৌজা ধরাধরপুর, জে, এল, নং-১১৫, মৌজা পিরিজপুর, জে, --এল, নং-১১৪, মৌজা আলমপুর, জে, এল, নং-১০৭, মৌজা s বরইকান্দি, জে, এল, নং-১১৬, মৌজা মনিপুর, জে, এল, নংസ് >○br | পূর্বে ৪ মৌজা খাদিমনগর, জে, এল, নং-৬৩, মৌজা দেবপুর, জে, এল, eS নং-৯৬ | § পশ্চিমে ৪ মৌজা আখলিয়া, জে, এল, নং-৮৮, মৌজা খানুয়া, জে, এল, নং-২৭, মৌজা সাধারখলা, জে, এল, নং-৮৯ । CŞ

  • দফা (এঃ) সিলেট সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ২০০২ (২০০২ সনের ১৭নং আইন) এর ২৪ ধারা কর্তৃক

প্রতিস্থাপিত।