পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, こののX \9צס ব্যাখ্যা।- এই ধারায় (ক) “কোম্পানী” বলিতে কোন সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষ, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সমিতি বা সংগঠনও অন্তর্ভুক্ত; (খ) বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে “পরিচালক” বলিতে উহার কোন NON অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্যকেও বুঝাইবে। ് o ২১। এই আইন বা বিধির অধীন সরল বিশ্বাসে কোন কৃত কাজের ফলে দায়মুক্তি § কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য CŞ সরকার, সমন্বয় কমিটি, নির্বাহী কমিটি বা জেলা কমিটির কোন সদস্য, o কর্মকর্তা বা কর্মচারী বা উক্ত কমিটির নিকট হইতে ক্ষমতা বা দায়িত্বপ্রাপ্ত কোন <o ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত ও কার্যধারা গ্রহণ করা যাইবে না। o, ২২। এই আইনের উদেশ্য পূরণকল্পে সরকার, সরকার গেজেট প্রজ্ঞাপন কিয়নের ক্ষমতা দ্বারা, বিধি প্রণয়ন করিতে পরিবে। & ২৩। এই আইনের কোন বিধানে কোন প্রকার অস্পষ্টতা থাকিলে উহা অসুবিধা দূরীকরণ দূরীকরণ বা উক্ত বিধান বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ দিতে পারিবে। o Q অলিত (ধারা ২(খ) এবং৬(২) দ্রঃ) ‘ক’ অংশ প্রতিবন্ধিতা প্রতিরোধ - No. S | গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবন্ধিতার কারণ ও উহা এড়ানোর উপায় সম্পর্কে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা। സ് ২। প্রতিবন্ধিতা প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে উৎসাহিত ও সংগঠিত করা। ৩। প্রতিবন্ধিতা প্রতিরোধের উদ্দেশ্যে সংশ্লিষ্ট টিকাদান কর্মসূচী বাস্তবায়নে so সহায়তা করা। es : প্রতিবন্ধিতা সৃষ্টিকারী দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্যে তথ্য প্রচার করা। ৫। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর মাতৃ ও শিশু সেবা বিষয়ক তথ্য প্রচার এবং প্রতিবন্ধিতা প্রতিরোধের উদ্দেশ্যে প্রযোজ্য ক্ষেত্রে গর্ভবতী মায়ের জন্য যথাযথ উপকরণাদি সরবরাহের ব্যবস্থা করা।