পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১ جرت رعا ৬। প্রতিবন্ধিতার কারণ নির্ণয় ও উহার চিকিৎসার জন্য তথ্য সংগ্রহ, জরিপ ও গবেষণার ব্যবস্থা করা। ৭। শব্দ দূষণ প্রতিরোধে সহায়ক কর্মসূচী গ্রহণ করা। ৮। ক্রটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে সহায়ক কর্মসূচী গ্রহণ করা। o ×2 ‘খ’ অংশ so প্রতিবন্ধী চিহ্নিতকরণ è ১। আদমশুমারীতে প্রতিবন্ধিগণকে চিহ্নিতকরণ এবং তাহাদের একটি পৃথক তালিকা প্রণয়নের ব্যবস্থা করা। o ২। প্রতিবন্ধিতার শিকার হইতে পারে এমন শিশুকে সনাক্তকরণের ব্যবস্থা করা। ‘গ’ অংশ Q, अउिनकलतेवाःै .സC) ১। হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং পুনর্বাসন কেন্দ্রে বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রতিরিনবাসেফ কনসাকে। ২ । প্রতিবন্ধী শিশু শারীরিক ও মানসিক বিকাশ সাধনকল্পে শিক্ষা ও কর্মের সুযোগ সম্পর্কে পরামর্শ (Counseling) প্রদানের ব্যবস্থা করা। o ৩। প্রতিবদীদের দৈনদিন ব্যবহারযোগ্য উপকরণ এবং শিক্ষা উপকরণ প্রস্তুত ও বিতরণে সহায়তা করা। ৪ । প্রতিবন্ধীদের ব্যবহারযোগ্য উপকরণাদি আমদানীর ক্ষেত্রে প্রযোজ্য কর রেয়াতের ব্যবস্থা করা। O “श' ് প্রতিবন্ধীগণের শিক্ষা ১। বিশেষ ধরনের প্রতিবন্ধী শিশুদের প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখিয়া বিশেষায়িত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠায় উৎসাহ দান, তাহাদের জন্য বিশেষ পাঠক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন এবং ক্ষেত্রমত বিশেষ পরীক্ষা পদ্ধতি চালুর ব্যবস্থা করা। ২। অনধিক আঠার বৎসর বয়স্ক প্রতিবন্ধীদের জন্য বিনা বেতনে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টিসহ তাহাদিগকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে শিক্ষা উপকরণ সরবরাহের ব্যবস্থা করা। ৩। সম্ভাব্য ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সহিত একই শ্রেণী কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ সৃষ্টি করা।