পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, こののX ○○○ 8 | Go || や)| প্রতিবন্ধীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের কর্মসূচী গ্রহণ করা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষক বা অন্যান্য কর্মীকে প্রশিক্ষণদানের কর্মসূচী গ্রহণ করা। প্রতিবন্ধীদের জীবন ধারা এবং সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজ পরিচিতি বিষয়ক পাঠ্যপুস্তকে যথাযথ প্রবন্ধ ও আনুষংগিক বিষয়াদি সংযোজনের ব্যবস্থা করা। CŞ ৭। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য সহায়ক ব্যবস্থা করা। ് |g o ১। প্রতিবন্ধীদের জন্য সরকারী ও বেসরকারী পর্যয়ে স্বাস্থ্যসেবা কর্মসূচী গ্রহণ করা । സം N o ২। সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য চিকিৎসা উপকরণের ব্যবস্থাসহ চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা । ാ ○ | প্রতিবীদ জনা পুষ্ট উপক সালেরখকা। 8 | পল লিলি সম্পর্ক দিলে করা o ব্যবস্থা | > "ק". পুনিও কর্মসংস্থান S | বুলি নির ঋণ সহায়তা কর্মসূচীসহ যথাযথ কর্মসূচী গ্রহণ করা & ২। সরকারীবী বা বেসরকারীরী পর্যায়ে পুনর্বাসন কেন্দ্র স্থাপন ও উহা রক্ষণাবেক্ষণ করা। ৩। প্রতিবদীদের প্রশিক্ষণের জন্য মানুয়েল প্রণয়ন এবং উক্ত মানুয়েল ২২ অনুসারে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা। S\ ৪। প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র সনাক্তকরণ ও এইরূপ কর্মক্ষেত্রে -് প্রতিবন্ধীদের চাকুরীর সুযোগ সৃষ্টি করা। ৫। সরকারী, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের যথাযথ চাকুরীতে যোগ্যতাসম্পন্ন প্রতিবন্ধীদের জন্য সমান নিয়োগের সুযোগ সৃষ্টি করা।