পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о লেবীয় পুস্তক। ২৭ রক্ত ভোজন করিও না । যে কেহ কোন প্রকারের রক্ত ভোজন করে, সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। ২৮,২৯ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েলসন্তানগণকে বল, যে ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলি উৎসর্গ করে, সেই ব্যক্তি আপন মঙ্গলার্থক বলি হইতে সদাপ্রভুর উদ্দেশে নিজ উপহার আনিবে। ৩• ফলতঃ সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার অর্থাৎ বক্ষের সহিত মেদ স্বহস্তে আনিবে ; তাহাতে সেই বক্ষঃ দোলনীয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর সম্মুখে দোলায়িত ৩১ হইবে। আর যাজক বেদির উপরে সেই মেদ দগ্ধ করবে, কিন্তু বক্ষঃ হারোণের ও তাহার পুত্ৰগণের ৩২ হইবে। আর তোমরা আপন আপন মঙ্গলার্থক বলির দক্ষিণ জজা উত্তোলনীয় উপহাররূপে যাজককে দিবে। ৩৩ হারোণের পুত্ৰগণের মধ্যে যে কেহ মঙ্গলার্থক বলির রক্ত ও মেদ উৎসর্গ করে, সে আপন অংশরূপে তাহার ৩৪ দক্ষিণ জজা পাইবে। কেননা ইস্রায়েল-সন্তানগণ হইতে আমি মঙ্গলার্থক বলির দোলনীয় নৈবেদ্যার্থে বক্ষঃ ও উত্তোলনীয় নৈবেদ্যার্থে জঙ্ঘা লইয়। ইস্রায়েল-সন্তানগণের দেয় বলিয়া চিরস্থায়ী অধিকাররূপে তাহ হারোণ যাজক ও তাহার পুত্রগণকে দিলাম। ৩৫ যে দিনে তাহারা সদাপ্রভুর যাজনকৰ্ম্ম করিতে নিযুক্ত হয়, সেই দিনবিধি সদাপ্রভুর অগ্নিকৃত উপহার হইতে ইহাই হারোণের ও তাহার পুত্ৰগণের অভিষেক ৩৬ জন্ত অধিকার। সদাপ্রভু তাহদের অভিষেক দিনে পুরুষানুক্রমে ইস্রায়েল-সন্তানগণের দেয় বলিয়া চিরস্থায়ী অধিকাররূপে ইহা তাহাদিগকে দিতে আজ্ঞা ৩৭ করিলেন । হোমের, ভক্ষ্য-নৈবেদ্যের, পাপার্থক বলির, দোষার্থক বলির, হস্তপূরণের ও মঙ্গলার্থক বলির এই ৩৮ ব্যবস্থা । সদাপ্রভু যে দিন সীনয় প্রান্তরে ইস্রায়েলসন্তানগণকে সদাপ্রভুর উদ্দেশে আপন আপন উপহার উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন, সেই দিন সীনয় পৰ্ব্বতে মেশিকে এই বিষয়ের আজ্ঞা দিলেন। হারোণ ও র্তাহার পুত্ৰগণের হস্তপূরণ । bp : *** মোশিকে কহিলেন, তুমি হারোণকে ও তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল ও পাপার্থক বলির গোবৎস, দুই মেষ ও তাড়ীশূন্ত রুটীর ডালি ৩ সঙ্গে লও, আর সমাগম তাম্বুর দ্বারসমীপে সমস্ত মণ্ড৪ লীকে একত্র কর । তাহাতে মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন ; এবং সমাগম-তাম্বুর দ্বার৫ সমীপে মণ্ডলী সমবেত হইল। তখন মোশি মণ্ডলীকে কহিলেন, সদাপ্রভু এই কৰ্ম্ম করিতে আজ্ঞা করিলেন। ৬ পরে মোশি হারোণ ও তাহার পুত্রগণকে নিকটে ৭ আনিয়া জলে স্নান করাইলেন । আর হীরোণকে অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, তাহার গাত্রে পরিচ্ছদ ও র্তাহার উপরে এফোদ [ ৭ ; ২৭ – ৮ ; ২৩ ৷ দিলেন, এবং এফেীদের বুনানি করা পটুকাতে গাত্র বেষ্টন করিয়া তাহার সঙ্গে এফোদখানি বদ্ধ ৮ করিলেন। আর তাহার বক্ষে বুকপাট দিলেন, এবং ৯ বুকপাটায় উরম ও তুৰ্ম্মীম বদ্ধ করিলেন। আর তাহার মস্তকে উষ্ণীষ দিলেন, ও তাহার কপালে উর্ষীষের উপরে স্বর্ণময় পাতের পবিত্র মুকুট দিলেন : ১• যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন। পরে মোশি অভিষেকাৰ্থ তৈল লইয়। আবাস ও তাহার মধ্যস্থিত সকল বস্তু অভিষেক করিয়া পবিত্র করি১১ লেন। আর তাহার কিছু লইয়। বেদির উপরে সাত বার ছিটাইয়া দিলেন, এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র, প্রক্ষালন-পাত্র ও তাহার খুর পবিত্র করণার্থে ১২ অভিষেক করিলেন। পরে অভিষেকাৰ্থ তৈলের কিঞ্চিৎ হীরোণের মস্তকে ঢালিয়া তাহাকে পবিত্র করণার্থে ১৩ অভিষেক করিলেন। পরে মোশি হারোণের পুত্রগণকে নিকটে আনিয় তাহাদিগকেও অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, ও তাহীদের মাথায় শিরোভূষণ বাধিয়া দিলেন ; যেমন সদাপ্রভু মৌশিকে আজ্ঞা দিয়াছিলেন। ১৪ পরে মোশি পাপার্থক বলির গোবৎস আনিলেন, এবং হারোণ ও তাহার পুত্ৰগণ সেই পাপার্থক বলির ১৫ গোবৎসের মস্তকে হস্তাপণ করিলেন । তখন তিনি তাহা হনন করিলেন, এবং মোশি তাহার রক্ত লইয়া, অঙ্গুলি দ্বারা বেদির চারিদিকে শৃঙ্গে দিয়া বেদিকে মুক্তপাপ করিলেন, এবং বেদির মূলে রক্ত ঢালিয়৷ দিলেন, ও তাহার জন্ত প্রায়শ্চিত্ত করণার্থে তাহ পবিত্র ১৬ করিলেন। পরে তিনি অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ, ও যকৃতের অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া ও তাহার মেদ লইলেন, ও মোশি তাহ বেদির উপরে দগ্ধ করি১৭ লেন । আর তিনি চৰ্ম্ম, মাংস ও গোময়শুদ্ধ গোবৎসট লইয়া গিয়া শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন ; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন। ১৮ পরে তিনি হোমার্থক মেষটী আনিলেন ; আর হারোণ ও তাহার পুত্ৰগণ সেই মেষের মস্তকে হস্তাপণ ১৯ করিলেন। আর তিনি তাহ হনন করিলেন, এবং মোশি বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ ২• করিলেন। আর তিনি মেষটা খণ্ড খণ্ড করিলেন, এবং মোশি তাহার মস্তক, মাংসখণ্ডসমূহ ও মেদ দগ্ধ ২১ করিলেন। পরে তিনি তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিলেন, এবং মোশি সমস্ত মেধটী বেদির উপরে দগ্ধ করিলেন ; ইহা সৌরভার্থক হোমবলি : ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার ; যেমন সদাপ্রভু মেশিকে আজ্ঞা দিয়াছিলেন। ২২ পরে তিনি দ্বিতীয় মেষ অৰ্থাৎ হস্তপূরণার্থক মেষট আনিলেন ; এবং হারোণ ও তাহার পুত্ৰগণ ঐ মেষের ২৩ মস্তকে হস্তপণ করিলেন । আর তিনি তাহাকে হনন করিলেন, এবং মোশি তাহার কিঞ্চিৎ রক্ত লইয়। হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে ও দক্ষিণ হস্তের 90