পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 ; ) - రిని | ] বিশ্রাম বৎসর ও যোবেল বৎসরের নিয়ম। _ಿ সীনয় পৰ্ব্বতে মেশিকে কহি૨. লেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, আমি তোমাদিগকে যে দেশ দিব, তোমরা সেই দেশে প্রবেশ করিলে সদাপ্রভুর উদ্দেশে ভূমি ৩ বিশ্রাম ভোগ করবে। ছয় বৎসর কাল তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিবে, ছয় বৎসর কাল আপন দ্রাক্ষালত ঝুড়িবে, ও তাহার ফল সংগ্রহ করবে। ৪ কিন্তু সপ্তম বৎসর ভূমির বিশ্রামার্থক বিশ্রামকাল, সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামকাল হইবে ; তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিও না, ও আপন দ্রাক্ষালত ৫ ঝুড়িও না ; তুমি আপন ক্ষেত্রের স্বতঃ উৎপন্ন শস্ত কাটিবে না, ও আঝোড়। দ্রাক্ষালতার ফল সংগ্ৰহ করিবে না ; উহ ভূমির বিশ্রামার্থক বৎসর হইবে। ৬ আর ভূমির বিশ্রাম তোমাদের ভক্ষ্যের জন্য হইবে ; ভূমির সমস্ত দ্রব্যই তোমার, তোমার দাসের ও দাসীর তোমার বেতনজীবী ভূত্যের ও তোমার সহবাসী বিদে৭ শীর, এবং তোমার পশুর ও তোমার দেশের বনপশুর ভক্ষ্যের জন্ত হইবে । ৮ আর তুমি আপনার জন্য সাত বিশ্রামবৎসর, সাত গুণ সাত বৎসর, গণনা করিবে ; তাহাতে তোমার গণিত সেই সাত গুণ সাত বিশ্রামবৎসরে উনপঞ্চাশ ৯ বৎসর হইবে। তখন সপ্তম মাসের দশম দিনে তুমি জয়ধ্বনির তুরীবাদ করিবে ; প্রায়শ্চিত্তদিনে তোমা দের সমস্ত দেশে তুরী বাজাইবে । আর তোমরা পঞ্চাশত্তম বৎসরকে পবিত্র করিবে, এবং সমস্ত দেশে তথাকার সমস্ত নিবাসীর কাছে মুক্তি ঘোষণা করিবে ; উহ! তোমাদের জন্য যোবেল [ তুরীধ্বনির মহোৎসব] হইবে ; এবং তোমর প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে, ও প্রতিজন অপেন অপেন গোষ্ঠীর নিকটে ফিরিয়া যাইবে । তোমাদের নিমিত্ত পঞ্চাশত্তম বৎসর যোবেল হইবে ; তোমরা বীজ বুনিও না, স্বতঃ উৎপন্ন শস্ত ছেদন করিও না, এবং আঝোড়। ১২ দ্রাক্ষালতার ফল সংগ্ৰহ করিও না । কেনন। উহাই যোবেল, উহা তোমাদের পক্ষে পবিত্র হইবে ; তোমর। ১৩ ক্ষেত্রে ত্বপন্ন শস্ত্যাদি ভক্ষণ করিতে পরিবে । ঐ যোবেল বৎসরে তোমরা প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে । যদি তুমি সজাতীয়ের নিকটে কোন কিছু বিক্রয় কর, কিম্ব। আপন সজাতীয়ের হস্ত হইতে ক্রয় কর, তবে তোমরা পরস্পর অন্তায় করিও না । তুমি যোবেলের পরে বৎসর-সংখ্যানুসারে সজাতীয় হইতে ক্রয় করিবে, এবং ফলোৎপত্তির বৎসর-সংখ্যানুসারে ১৬ তোমার কাছে সে বিক্রয় করিবে। তুমি বৎসবের আধিক্য অনুসারে তাহার মূল্য অধিক করিবে, ও বৎসরের নূ্যনত অনুসারে মূল্য নুনি করিবে ; কেনন। ... o. লেবীয় পুস্তক । * o o সে তোমার কাছে ফলেtৎপত্তি-কালের সংখ্যানুসারে ১৭ বিক্রয় করে । তোমরা তোমাদের সজাতীয়ের প্রতি অন্যায় করিও না, কিন্তু আপন ঈশ্বরকে ভয় করিও, কেনন। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। আর তোমরা আমার বিধি অনুসারে অীচরণ করিবে, আমার শাসন সকল মানিবে, ও তাহ পালন ১৯ করিবে ; তাহতে দেশে নির্ভয় বাস করবে। আর ভূমি নিজ ফল উৎপন্ন করবে, তাহাতে তোমরা তৃপ্তি পৰ্য্যন্ত ভোজন করিবে, ও দেশ নিৰ্ভয়ে বাস করিবে । ২• আর যদি তোমরা বল, দেখ, আমরা সপ্তম বৎসরে কি খাইব ? দেখ, আমরা ত ক্ষেত্রে বপন করিব না, ও ২১ উৎপন্ন ফল সংগ্ৰহ করিব না ; তবে আমি ষষ্ঠ বৎসরে তোমাদিগকে আশীৰ্ব্বাদ করিব ; তাহতে তিন বৎ২২ সরের জন্ত শস্ত উৎপন্ন হইবে। পরে অষ্টম বৎসরে তোমরা বপন করিবে, ও নবম বৎসর পর্য্যন্ত পুরাতন শস্ত ভোজন করিবে ; যাবৎ ফল না হয়, তাবৎ ও পুরাতন শস্ত ভোজন করবে। আর ভূমি চিরকালের নিমিত্ত বিক্রীত হইবে না, কেননী ভূমি আমারই ; ২৪ তোমরা ত আমার সহিত বিদেশী ও প্রবাসী। আর তোমরা আপনাদের অধিকৃত দেশের সর্বত্র ভূমি মুক্ত করিতে দিও। তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া আপন অধিকারের কিঞ্চিৎ বিক্রয় করে, তবে তাহার মুক্তিকৰ্ত্ত নিকটস্থ জ্ঞাতি আসিয়া আপন ভ্রাতার বিক্রীত ভূমি মুক্ত করিয়৷ ২৬ লইবে । যাহার মুক্তিকৰ্ত্ত নাই, সে যদি ধনবান হইয়৷ ২৭ আপনি তাহ মুক্ত করিতে সমর্থ হয়, তবে সে তাহার বিক্রয়ের বৎসর গণনা করিয়৷ তদনুসারে অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফিরাইয় দিবে ; এইরূপে সে আপন ২৮ অধিকারে ফিরিয়া যাইবে । কিন্তু যদি সে তাহ ফিরাইয়া লইতে অসমর্থ হয়, তবে সেই বিক্রীত অধিকার যোবেল বৎসর পর্য্যন্ত ক্রেতার হস্তে থাকিবে ; যোবেলে তাহ। মুক্ত হইবে, এবং সে আপন অধিকারে ফিরিয়৷ যাইবে । আর যদি কেহ প্রাচীরবেষ্টিত নগরের মধ্যস্থিত বাসগৃহ বিক্রয় করে, তবে সে বিক্রয়-বৎসরের শেষ পৰ্য্যন্ত তাই মুক্ত করিতে পরিবে, পুর্ণ এক বৎসরের মধ্যে ৩• তাহ মুক্ত করিবার অধিকারী থাকিবে । কিন্তু যদি সম্পূর্ণ এক বৎসর কালের মধ্যে তাহ মুক্ত না হয়, তবে প্রাচীরবেষ্টিত নগরে স্থিত সেই গৃহ পুরুষপরম্পরায় ক্রয়কর্তার চিরস্থায়ী অধিকার হইবে ; তাহ যোবেলে ৩১ মুক্ত হইবে না। কিন্তু প্রাচীরহীন গ্রামে স্থিত গৃহ দেশের ভূমির মধ্যে গণ্য হইবে ; তাই মুক্ত করা ৩২ যাইতে পারে, এবং যোবেলে তাহ মুক্ত হইবে । কিন্তু লেবায়দের নগর সকল, তাহদের অধিকৃত নগরের গৃহ সকল মুক্ত করিবার অধিকার লেবীয়দের সব দাই 3 5 থাকিবে। যদি লেবীয়দের কেহ মুক্ত করে, তবে সেই বিক্রীত গৃহ এবং তাহার অধিকারস্থ নগর যোবেলে মুক্ত হইবে ; কেনন। ইস্রায়েল-সন্তানগণের মধ্যে >b* 《: ఫిసె 107