বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ; రి- రిని ! ) হীরোণের বিপরীতে বচস করিল, ও সমস্ত মণ্ডলী তাহাদিগকে কহিল, হায় হয়, আমরা কেন মিসর দেশ ৩ মার নাই ; এই প্রান্তরেই বা কেন মরি নাই ? সদাপ্রভু আমাদিগকে খড়গ-ধারে নিপাত করাইতে এ দেশে কেন আনিলেন? আমাদের স্ত্রী ও বালকগণ ত লুটিত হইবে। ৪ মিসরে ফিরিয়া যাওয়া কি আমাদের ভাল নয় ? পরে তাহার। পরস্পর বলবিলি করিল, আইস, আমরা এক ৫ জনকে সেনাপতি করিয়। মিসরে ফিরিয়৷ যাই । তাঁহাতে মোশি ও হারোণ ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর সমস্ত ৬ সমাজের সম্মুখে উবুড় হইয় পড়িলেন । আর যাহার দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন, উহাদের মধ্যে লুনের পুত্র বিহোশূয় ও যিফুল্লির পুত্র কলেব আপন ৭ আপন বস্ত্র চিরিলেন, এবং ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করি:ে ৮ গিয়াছিলাম, সে যার পর নাই উত্তম দেশ। সদাপ্রভু যদি আমাদিগেতে প্রীত হন, তবে তিনি আমদিগক সেই দেশে প্রবেশ করাইবেন, ও সেই দুগ্ধমধুপ্রবাহী ৯ দেশ অমাদিগকে দিবেন। কিন্তু তোমরা কোন মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না, ও সে দেশের লোকদিগকে ভয় করেও না ; কেননা তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ, তাহীদের আশ্রয়-ছত্র তাহদের উপর হইতে নীত হইল, সদাপ্রভু আমাদের সহবত্তাঁ ; তাহাদিগকে ভয় করিও ১০ না। কিন্তু সমস্ত মণ্ডলী সেই দুই জনকে প্রস্তরাঘাতে বধ করিতে বলিল । তখন সমাগম-তাম্বুতে সদাপ্রভুর প্রতাপ সমস্ত ইস্রায়েল-সন্তানের প্রত্যক্ষ হইল । আর সদাপ্রভু মোশিকে কহিলন, এই লোকেরা কত কাল আমাকে অবজ্ঞা করিবে ? এবং আমি ইহাদের মধ্যে যে সকল চিহ্ন কাৰ্য্য করিয়াছি, তাহা দেখিয়াও ইহার কত কাল আমার প্রতি আবি১২ শ্বাসী থাকিবে ? আমি মহামারী দ্বারা ইহাদিগকে আঘাত করিব, ইহাদিগ-ক অধিকার-বঞ্চিত করিব, এবং তোমাকেই ইহাদের অপেক্ষ বৃহৎ ও বলবান ১৩ জাতি করিব। তাঁহাতে মোশি সদাপ্রভুকে কহিলন, তাহা করিলে মিশ্ৰীয়ের তাহ শুনিবে, কেননা তাহtদেরই মধ্য হইতে তুমি আপন শক্তি দ্বারা এই লোক১৪ দিগকে আনিয়াছ ; আর তাহার এই দেশনিবাসী লোকদিগকেও তাহার সংবাদ দিবে। তাহারা শুনিয়াছে যে, তুমি সদাপ্রভু এই লোকদের মধ্যবৰ্ত্ত, কারণ তুমি সদাপ্রভু ইহুদিগকে প্রত্যক্ষে দর্শন দিয়া থাক, আর তোমার মেঘ ইহীদের উপরে অবস্থিতি করিতেছে, এবং তুমি দিবাতে মেঘস্তন্তে ও রাত্রিতে অগ্নিস্তন্তে থাকিয়া ইহাদের অগ্ৰে অগ্রে গমন করি১৫ তেছ। এখন যদি তুমি এই লোকদিগকে এক ব্যক্তির দ্যায় বধ কর, তবে ঐ যে জাতিগণ তোমার খাতি ১৬ শুনিয়াছে, তাহার বলিবে, সদাপ্রভু এই লোকদিগকে যে দেশ দিতে শপথ করিয়াছিলেন, সেই দেশে তাইদিগকে প্রবেশ করাইতে অপারক হইলেন ; এই জন্ত ১৭ প্রান্তরে তাহাদিগকে সংহার করিলেন। এখন নিবে > y গণনাপুস্তক ।

  • १ G

দন করি, ভোমার বাক্যানুসারে প্রভুর প্রভাব মহিমা১৮ দ্বিত হউক ; তুমি ত বলিয়াছ, সদাপ্রভু ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অধৰ্ম্মের ও অপরাধের ক্ষমাকারী, তথাপি অব পাপের দণ্ড দেন, তিনি তৃতীয় ও চতুর্থ পুরুষ পৰ্যন্ত সন্তানদের উপরে পিতৃগণের অপরাধের প্রতিফল বৰ্ত্তান। বিনয় করি, তোমার দয়ার মহত্বাতুসারে, এবং মিসর দেশ হইতে এ পৰ্য্যন্ত এই লোকদিগকে যেমন ক্ষমা করিয়া আসিতেছ, তদনুসারে এই ২০ লোকদের অপরাধ ক্ষমা কর । তখন সদাপ্রভু কহিলেন, তোমার বাক্যানুসারে আমি ক্ষম। করিলাম । ১ সত্যই আমি জীবন্ত, এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর ২২ প্রতাপে পরিপূর্ণ হুইবে । তাই যত লোক আমার প্রতাপ এবং মিসরে ও প্রান্তরে কুত আমার চিহ্ন-কাৰ্য্যসমূহ দেখিয়াছে, তথাচ এই দশ বার আমার পরীক্ষা ২৩ করিয়াছে ও আমার রবে মনোযোগ করে নাই ; আমি তাহীদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয়ে দিব্য করিয়াছি, তাহার। সেই দেশ দেখিতে পাইবেই ন ; যাহারা আমাকে অবজ্ঞা করিয়াছে, তাহীদের মধ্যে কেহই তাহ দেখিতে পাইবে না । কিন্তু আমার দাস কলেবের অন্তরে অন্ত আত্মা ছিল, এবং সে সম্পূর্ণরূপে আমার অনুগত হইয়া চলিয়াছে, এই নিমিত্তে সে যে দেশে গিয়াছিল, সেই দেশে আমি তাহাকে প্রবেশ করাইব, ও তাহার বংশ তাই অধিকার করিবে । পরন্তু আমালেকীয়ের ও কনানীয়েরা তলভূমিতে রহিরছে ; কল্য তোমরা ফিরিয়া স্থফসাগরের পথ দিয়া প্রান্তরে গমন কর । পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, ৭ আমার প্রতিকূলে বচসকারী এই দুষ্ট মণ্ডলীর ভার আমি কত কাল সহ করিব ? ইস্রায়েল সন্তানগণ আমার প্রতিকূলে যে যে বচস করে, তাহ আমি শুনিয়াছি। তুমি তাহাদিগকে বল, সদাপ্রভু কহেন, আমি জীবন্ত, আমার কর্ণগোচরে তোমরা যাহা বলিয়াছ, তাহাই আমি তোমাদের প্রতি করিব ; এই প্রান্তরে তোমাদের শব পতিত হইবে ; তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচস! করিয়াছ, আমি তোমাদিগকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, সেই দেশে তোমরা প্রবেশ করিবে না, কেবল যিফুল্লির পুত্র কালেব ও ৩: লুনের পুত্ৰ যিহোশূয় প্রবেশ করবে। কিন্তু তোমর আপনাদের যে বালকদের বিষয়ে বলিয়াছিলে, ইহার লুটিত হইবে, তাহাদিগকে আমি তথায় প্রবেশ করাহব ; ও তোমরা যে দেশ অগ্রাহ করিয়াছ, তাহারা তাহার পরিচয় পাইবে । কিন্তু তোমাদের শব এই প্রান্তরে পতিত হইবে । আর তোমাদের সন্তানগণ চল্লিশ বৎসর এই প্রাস্তরে পশু চরাইবে, এবং এই প্রান্তরে তোমাদের শবের সংখ্যা যে পৰ্য্যন্ত সম্পূর্ণ ন হয়, সে পর্যন্ত তাহার তোমাদের ব্যভিচারের ফল సె S

  • @

ご 3. <? ο "రిఫి. 33) 125