পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిరి ; &- &ఆ | ] তাহাঁদের মধ্যে যাহাদিগকে সদাপ্রভু আঘাত করিয়াছিলেন, সেই সমুদয় প্রথমজাতকে কবর দিতেছিল : আর সদাপ্রভু তাহাদের দেবগণকেও দণ্ড দিয়াছিলেন। ৫ রামিষধ হইতে যাত্রা করিয়া ইস্রায়েল-সন্তানগণ ৬ স্বন্ধোতে শিবির স্থাপন করিল। কুক্কোৎ হইতে যাত্র। কfরয় প্রান্তরের সীমাস্থিত এথমে শিবির স্থাপন ৭ করিল। এথম হইতে যাত্রা করিয়া বাল-সফোনের সন্মুখস্থ পী-হহীরোতে ফিরিয়া মিগৃদোলের সম্মুখ শিবির ৮ স্থাপন করিল। হহীরোতের সম্মুখ হইতে যাত্রা করিয়া সমুদ্রের মধ্য দিয়া প্রান্তরে প্রবেশ করিল, এবং এথম প্রান্তরে তিন দিবসের পথ গিয়া মারাতে শিবির ৯ স্থাপন করিল। মারা হইতে যাত্রা করিয়া এলীমে উপস্থিত হইল ; এলীমে জলের বারটা উলুই ও সত্তরটা খর্জুর বৃক্ষ ছিল ; তাহার সে স্থানে শিবির ১• স্থাপন করিল। এলীম হইতে যাত্রা করিয়া সুফ১১ সাগরের সমীপে শিবির স্থাপন করিল। সূফসাগর হইতে যাত্রা করিয়া সীন প্রান্তরে শিবির স্থাপন ১২ করিল। সৗন প্রান্তর হইতে যাত্রা করিয়া দপ্‌কাতে ১৩ শিবির স্থাপন করিল। দপ্‌কা হইতে যাত্রা করিয়া ১৪ আলুশে শিবির স্থাপন করিল। আলুশ হইতে যাত্র। করিয়া রফীদীমে শিবির স্থাপন করিল ; সে স্থানে ১৫ লোকদের পানার্থে জল ছিল না। তাহার রফীদৗম হইতে যাত্রা করিয়া সীনয় প্রান্তরে শিবির স্থাপন ১৬ করিল। সৗনয় প্রান্তর হইতে যাত্রা করিয়া কিব্রোৎ১৭ হত্তবীতে শিবির স্থাপন করিল। কিব্রোৎ-হত্তাব হইতে যাত্রা করিয়া হৎসেরোতে শিবির স্থাপন করিল। ১৮ হৎসেরোৎ হইতে যাত্রা করিয়া রিৎমাতে শিবির স্থাপন ১৯ করিল। রিৎম হইতে যাত্রা করিয়া রিন্মোণ-পেরসে ২০ শিবির স্থাপন করিল। রিস্মোণ-পেরস হইতে যাত্র। ২১ করিয়া লিবৃনাতে শিবির স্থাপন করিল। লিবন হইতে ২২ যাত্রা করিয়া রিসসাতে শিবির স্থাপন করিল। রিস্স হইতে যাত্রা করিয়া কহেলাথায় শিবির স্থাপন করিল। ২৩ কহেলাথা হইতে যাত্রা করিয়| শেফর পববতে শিবির ২৪ স্থাপন করিল। শেফর পর্বত হইতে যাত্রা করিয়া ২৫ হরাদাতে শিবির স্থাপন করিল। হরদী হইতে যাত্র। ২৬ করিয়া মখেলোতে শিবির স্থাপন করিল। মুখেলোৎ হইতে যাত্র করিয়া তহতে শিবির স্থাপন করিল। ২৭ তহৎ হইতে যাত্রা করিয়া তেরহে শিবির স্থাপন করিল। ২৮ তেরহ হইতে যাত্রা করিয়া মিৎকাতে শিবির স্থাপন ২৯ করিল। মিৎক৷ হইতে যাত্রা করিয়া হশমোনাতে ৩০ শিবির স্থাপন করিল। হশমোন হইতে যাত্রা করিয়া ৩১ মোষেরোতে শিবির স্থাপন করিল । মোষেরোৎ হইতে যাত্রা করিয়া বনে-য়াকনে শিবির স্থাপন করিল। ৩২ বনে-য়াকন হইতে যাত্রা করিয়া হোর-হগিদগদে শিবির ৩৩ স্থাপন করিল। হোর হগিদগদ হইতে যাত্র করিয়া যট্‌৩৪ বাথাতে শিবির স্থাপন করিল। যট্‌বাথা হইতে যাত্র ৩৫ করিয়া অব্রোণীতে শিবির স্থাপন করিল। অব্রোণী হইতে যাত্রা করিয়া ইৎসিয়োন-গেবরে শিবির স্থাপন O. T. 10] গণনাপুস্তক । > 8 ○ ৩৬ করিল। ইৎসিয়োন-গেবর হইতে যাত্রা করিয়া সিন ৩৭ প্রান্তরে অর্থাৎ কাদেশে শিবির স্থাপন করিল। কাদেশ হইতে যাত্রা করিয়া ইদোম দেশের প্রান্তস্থিত হোর ৩৮ পৰ্ব্বতে শিবির স্থাপন করিল। আর হারোণ যাজক সদাপ্রভুর আজ্ঞানুসারে হোর পর্বতে উঠয় মিসর হইতে ইস্রায়েল সন্তানগণের বাহির হইবার চল্লিশ বৎসরের পঞ্চম মাসে, সেই মাসের প্রথম দিনে সে ৩৯ স্থানে মরিলেন। হোর পর্বতে হারোণের মৃত্যুকালে তাহার এক শত তেইশ বৎসর বয়স হইয়াছিল । আর কনান দেশের দক্ষিণ অঞ্চলনিবাসী কনানীয় আরীদের রাজ ইস্রায়েল-সন্তানগণের আগমন সংবাদ ৪১ শুনিলেন। পরে তাহারা হোর পর্বত হইতে যাত্র। ৪২ করিয়া সল্মোনাতে শিবির স্থাপন করিল। সলমোন হইতে যাত্রা করিয়া পুনোনে শিবির স্থাপন করিল। ৪৩ পুনোন হইতে যাত্র করিয়া ওবোতে শিবির স্থাপন ৪৪ করিল। ওবোৎ হইতে যাত্রা করিয়া মোয়াবের প্রান্ত৪৫ স্থিত ইয়ী-আবারীমে শিবির স্থাপন করিল। ইয়াম হইতে যাত্রা করিয়৷ দীবোন-গাদে শিবির স্থাপন ৪৬ করিল। দীবোন-গাদ হইতে যাত্রা করিয়া অল্মোন৪৭ দিরাথয়িমে শিবির স্থাপন করিল । অলমোন-দিব্রাথয়িম হইতে যাত্রা করিয়া নবোর সম্মুখস্থিত পৰ্ব্বতময় ৪৮ অবারীম অঞ্চলে শিবির স্থাপন করিল। পৰ্ব্বতময় আবারীম অঞ্চল হইতে যাত্রা করিয়া যিরীহের নিকটবৰ্ত্তী যদনসমীপস্থ মোয়াবের তলভূমিতে শিবির ৪৯ স্থাপন করিল ; আর তথায় যদিনের নিকটে বৈৎযিশীমোৎ অবধি আবেল-শিটীম পর্যান্ত মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিয়া রহিল। ৫০ তখন ফিরহের নিকটবত্তী যদন-সমীপস্থ মোয়াবের ৫১ তলভূমিতে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তোমর যখন যদিন পার হইয৷ কনান দেশে উপস্থিত হইবে, ৫২ তখন তোমাদের সম্মুখ হইতে সেই দেশনিবাসী সকলকে অধিকারচু্যত করিবে, এবং তাহীদের সমস্ত প্রতিম। ভগ্ন করবে, সমস্ত ছাচে ঢাল বিগ্রহ বিনষ্ট করিবে, ও ৫৩ সমস্ত উচ্চস্থলী উচ্ছিন্ন করিবে । তোমরা সেই দেশ অধিকার করিয়া তাহার মধ্যে বাস করিবে ; কেনন। আমি অধিকারার্থে সেই দেশ তোমাদিগকে দিয়াছি । ৫৪ আর তোমরা গুলিবাট দ্বারা আপন আপন গোষ্ঠী অনুসারে দেশাধিকার বিভাগ করিয়া লইবে ; অধিক লোককে অধিক অংশ, ও অল্প লোককে অল্প অংশ দিবে ; যাহার অংশ যে স্থানে পড়ে, তাহার অংশ সেই স্থানে হইবে ; তোমরা আপন আপন পিতৃ৫৫ বংশানুসারে অধিকার পাইবে । কিন্তু যদি তোমরা আপনাদের সম্মুখ হইতে সেই দেশনিবাসীদিগকে অধিকারচু্যত না কর, তবে যাহাদিগকে অবশিষ্ট রাখিবে, তাহার তোমাদের চক্ষে কণ্টক ও তোমাদের কক্ষে অঙ্কুশস্বরূপ হইবে, এবং তোমাদের সেই নিবাস৫৬ দেশে তোমাদিগকে ক্লেশ দিবে। আর আমি তাহ 8 о 135