পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[1 وه لا ; نه لا -ـــــه ; ¢ د ৫ পরে তিনি তাহাকে বাহিরে অনিয়া কহিলেন, তুমি আকাশে দৃষ্ট করিয়া যদি তারা গণিতে পার, তবে গণিয়া বল ; তিনি তাহাকে আরও বলিলেন, ৬ এইরূপ তোমার বংশ হইবে। তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার ৭ পক্ষে তাহ ধাৰ্ম্মিকতা বলিয়া গণনা করিলেন। আর তাহাকে কহিলেন, যিনি তোমার অধিকারার্থে এই দেশ দিবার জন্য কল্দীয় দেশের উর হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সদাপ্রভু আমি । ৮ তখন তিনি কহিলেন, হে প্ৰভু সদাপ্রভু, আমি যে ইহার অধিকারী হইব, তাহ কিসে জানিব ? ৯ তিনি তাহাকে কহিলেন, তুমি তিন বৎসরের এক গাভী, তিন বৎসরের এক ছাগী, তিন বৎসরের এক মেষ এবং এক ঘুঘু ও এক কপোতশাবক ১ • আমার নিকটে আন । পরে তিনি ঐ সকল তাহার নিকটে আনিয়া দুই দুই খণ্ড করিলেন, এবং এক এক খণ্ডের অগ্ৰে অন্য অন্য খণ্ড রাখিলেন, ১১ কিন্তু পক্ষিগণকে দ্বিখণ্ড করিলেন না। পরে হিংস্র পক্ষিগণ সেই মৃত পশুদের উপরে পড়িলে আব্রাম ১২ তাহাদিগকে তাড়াইয়া দিলেন। পরে স্থয্যের অস্তগমন সময়ে অব্রাম ঘোর নিদ্রাগত হইলেন ; আর ১৩ দেখ, তিনি ত্রাসে ও অন্ধকারে মগ্ন হইলেন । তখন তিনি অব্রামকে কহিলেন, নিশ্চয় জানিও, তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে, এবং বিদেশী লোকদের দাস্ত্যকৰ্ম্ম করিবে, ও লোকে তাহাদিগকে ১৪ দুঃখ দিবে—চারি শত বৎসর পয্যন্ত; আবার তাহার যে জাতির দাস হইবে, আমিই তাহার বিচার করিব : তৎপরে তাহারা যথেষ্ট সম্পত্তি লইয়া বাহির হইবে । ১৫ আর তুমি শান্তিতে আপন পূৰ্ব্বপুরুষদের নিকটে ১৬ যাইবে, ও শুভ বৃদ্ধাবস্থায় কবর প্রাপ্ত হইবে । আর [তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে ফিরিয়া আসিবে ; কেননা ইমোরীয়দের অপরাধ এখনও ১৭ সম্পূর্ণ হয় নাই। পরে স্বৰ্য্য অস্তগত ও অন্ধকার হইলে দেখ, ধূমযুক্ত চুল ও অগ্নিময় উল্কা ঐ দুই ১৮ খণ্ডশ্রেণীর মধ্য দিয়া চলিয়া গেল। সেই দিন সদাপ্রভু অব্রামের সহিত নিয়ম স্থির করিয়া কহিলেন, আমি মিসরের নদী অবধি মহানদী, ফরাৎ নদী পৰ্য্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম : ১৯২০ কেনীয়, কনিষীয়, কদমোনীয়, হিৰ্ত্তীয়, পরিষীয়, ২১ রফায়ীয়, ইমোরীয়, কনানীয়, গিগাশীয় ও যিবুৰীয় লোকদের দেশ দিলাম । ইশ্মায়েলের জন্ম । S\b অব্রামের স্ত্রী সারী নিঃসন্তানী ছিলেন, এবং হাগার নামে তাহার এক মিশ্ৰীয়া দাসী ২ ছিল। তাহাতে সারা অব্রামকে কহিলেন, দেখ, সদাপ্রভু আমাকে বন্ধ্যা করিয়াছেন ; বিনয় করি, আদিপুস্তক। 2 o' তুমি আমার দাসীর কাছে গমন কর ; কি জানি, ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব। তখন ৩ অব্রাম সারীর বাক্যে সম্মত হইলেন । এইরূপে কনান দেশে অব্রাম দশ বৎসর বাস করিলে পর অব্রামের স্ত্রী সারী আপন দাসী মিশ্ৰীয়া হাগারকে লইয়া আপন স্বামী অব্রামের সহিত বিবাহ দিলেন । ৪ পরে অব্রাম হাগারের কাছে গমন করিলে সে গৰ্ত্তবতী হইল ; এবং আপনার গৰ্ত্ত হইয়াছে দেখিয়া নিজ কত্রীকে তুচ্ছজান করিতে লাগিল। ৫ তাহাতে সারী অব্রামকে কহিলেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক ; আমি আপনার দাসীকে তোমার ক্রোড়ে দিয়াছিলাম, সে আপনাকে গৰ্ত্তবতী দেখিয়া আমাকে তুচ্ছজান করিতেছে ; সদাপ্রভুই তোমার ও আমার বিচার ৬ করুন ! তখন আব্রাম সারীকে কহিলেন, দেখ, তোমার দাসী তোমারই হাতে ; তোমার যাহ! ভাল বোধ হয়, তাহার প্রতি তাহাই কর । তাহাতে সারী হাগারকে দুঃপ দিলেন, আর সে তাহার নিকট ৭ হইতে পলায়ন করিল। পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উলুইয়ের নিকটে, শূরের পথে যে উলুই আছে, তাহার নিকটে তাহাকে ৮ পাইয়া কহিলেন, হে সারীর দাসি হাগার, তুমি কোথা হইতে আসিলে ? এবং কোথায় যাইবে ? তাহাতে সে কহিল, আমি আপন কত্রী সারীর ৯ নিকট হইতে পলাইতেছি। তখন সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন, তুমি আপন কত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্র ভাবে তাহার হস্তের বশীভূত ১• হও। সদাপ্রভুর দূত তাহাকে আরও বলিলেন, আমি তোমার বংশের এমন বৃদ্ধি করিব যে, বাহুল্য প্রযুক্ত ১১ অগণ্য হইবে। সদাপ্রভুর দূত তাহাকে আরও কহিলেন, দেখ, তোমার গৰ্ত্ত হইয়াছে তুমি পুত্ৰ প্রসব করিবে, ও তাহার নাম ইশ্মায়েল ঈশ্বর শুনেন] রাখিবে, কেননা সদা প্ৰভু তোমার দুঃখ ১২ শ্রবণ করিলেন । আর সে বনগর্দভস্বরূপ মনুষ্য হইবে ; তাহার হস্ত সকলের বিরুদ্ধ ও সকলের হস্ত তাহার বিরুদ্ধ হইবে ; সে তাহার সকল ভ্রাতার সম্মুখে ১৩ বসতি করিবে । পরে হাগার, যিনি তাহার সহিত কথা কহিলেন, সেই সদাপ্রভুর এই নাম রাখিল, তুমি দর্শনকারী ঈশ্বর ; কেননা সে কহিল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানেই তাহার ১৪ অনুদৰ্শন করিয়াছি । এই কারণ সেই কুপের নাম বের লহয়-রোয়ী জীবৎ মদর্শকের কূপ হইল : দেখ, তাহা কাদেশ ও বেরদের মধ্যে রহিয়াছে । পরে হাগার অব্রামের নিমিত্তে পুত্র প্রসব করিল ; আর অব্রাম হাগারের গৰ্ত্তজাত আপনার ১৬ সেই পুত্রের নাম ইশ্মায়েল রাখিলেন। অব্রামের ছিয়াশী বৎসর বয়সে হাগার অব্রামের নিমিত্তে ইশ্মায়েলকে প্রসব করিল। > ○ 11