পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ ; ১৭ – ৪৫ ৷ ] প্রতি সদাচরণ করিয়া থাক, ও উহার হস্তকৃত উপকারানুসারে তাহার প্রতি ব্যবহার করিয়৷ থাক ;– ১৭ কারণ আমার পিতা তোমাদের নিমিত্ত যুদ্ধ করিয়াছিলেন, ও প্রাণপণ করিয়া মিদিয়নের হস্ত হইতে ১৮ তোমাদিগকে উদ্ধার করিয়াছিলেন ; কিন্তু তোমরা অদ্য আমার পিতৃকুলের বিরুদ্ধে উঠিয় এক প্রস্তরের উপরে তাহার সত্তর জন পুত্রকে বধ করিলে, ও তাহার দাসীপুত্র অবীমেলককে আপনাদের ভ্রাত বলিয়৷ ১৯ শিখিমর গৃহস্থদের উপরে রাজা করিলে ;–অদ্য যদি তোমরা ঘিরুত্ববালের ও তাহার কুলের প্রতি সত্য ও যথাথ আচরণ করিয়া থাক, তবে অবীমেলকের বিষয় আনন্দ কর, এবং সেও তোমাদের বিষয় আনন্দ ২• করুক। কিন্তু তাহ যদি না হয়, তবে অবী মলক হইতে অগ্নি নির্গত হইয়। শিখিমের গৃহস্থদিগকে ও মিল্লোর লোকদিগকে গ্রাস করুক ; আবার শিখিমের গৃহস্থগণ হইতে ও মিল্লার লোকদের হইতে অগ্নি ২১ নিগত হইয়। অীমেলককে গ্রাস করুক। পরে যোথম দৌড়িয়া পলায়ন করিল, সে বেরে গেল, এবং তাহার ভ্রাতা অবীমেলকের ভয়ে সেই স্থানে বাস করিল। ২২ অবৗমেলক ইস্রায়েলের উপরে তিন বৎসর কর্তৃত্ব ২৩ করিল। পরে ঈশ্বর অধীমেলকের ও শিখিমের গৃহস্থদের মধ্যে এক মন্দ আত্মা প্রেরণ করিলেন, তাহাতে শিখিমের গৃহস্থের অবমেলকের প্রতি বিশ্বাসঘাতকতা ২৪ করিল ; যেন যিক্লকবালের সত্তরট পুত্রের প্রতি কুত অত্যাচারের প্রতিফল ঘটে, এবং তাহাদিগকে বধ করিয়ছিল যে তাহদের ভ্রাতা অবীcমলক, তাহার উপরে, এবং ভ্রাতৃবধে যাহার। তাহার হস্ত সবল করিয়াছিল, সেই শিথিমস্থ গৃহস্থদের উপরে ঐ রক্তপাতের ২৫ অপরাধ যেন বৰ্ত্তে। আর শিখিমের গৃহস্থেরা তাহার নিমিত্তে কোন কোন পৰ্ব্বত-শৃঙ্গে গোপনে লোক বসাইয়৷ দিল, তাহাতে যত লোক তাহদের নিকটস্থ পথ দিয়া গেল, সকলেরই দ্রব্যাদি তাহার লুটিয়া লইল ; আর ২৬ অীমেলক তাহার সংবাদ পাইল। পরে এবদের পুত্ৰ গাল আপন ভ্রাতৃগণকে সঙ্গে লইয়। শিখিমে আসিল ; ২৭ আর শিথিমর গৃহস্থেরা তাহাকে বিশ্বাস করিল। আর তাহার। বাহির হইয় আপন আপন দ্রাক্ষাক্ষেত্রে ফল চয়ন করিল ও তাহ মাড়িল এবং উৎসব করিল, আর আপনাদের দেবতার মন্দিরে গিয়া ভোজন পান করিয়া ২৮ অবীমেলককে শাপ দিল । অার এবদের পুত্র গাল কহিল, অবামেলক কে, সে শিথিমীয় কে, যে আমরা তাহার দাসত্ব করিব ? সে কি যিরববালের পুত্ৰ নহ ? সবুল কি তাহার সেনাপতি নািহ ? তোমর বরং শি খমের পিতা হ-মারের লোকদের দাসত্ব কর ; ২৯ আমরা উহার দাসত্ব কেন স্বীকার করিব ? আহা, এই সকল লোক আমার হস্তগত হইলে আমি অবৗমেলককে দূর করিয়া দিই। পরে সে অব মেলকের উদ্দেশে কহিল, তুমি দলবল বৃদ্ধি করিয়া বাহির হইয়৷ আইস দেখি । বিচারকর্তৃগণের বিবরণ। ९ ॐ ● এবদের পুত্র গালের সেই কথা নগরের কর্তা সবুলের কর্ণগোচর হইলে সে ক্রোধে প্রজ্বলিত হইয়। ৩১ উঠল ; আর সে কৌশলক্রমে আবী মলকের নিকটে দূত পঠাইয়। কহিল,দেখুন, এবদর পুত্র গাল ও তাহার ভাতৃগণ শিখিমে আসিয়াছে ; আর দেখুন, তাহার। ৩২ আপনার বিরুদ্ধে নগরে কুপ্রবৃত্তি দিতেছে । অতএব আপনি ও আপনার সঙ্গে যে সকল লোক আছে, আপনার রাত্রিতে উঠিয়া ক্ষেত্রে লুকাইয় থাকুন। ৩৩ পরে প্রাতঃকালে স্থয্যোদয় হইবামাত্র আপনি উঠিয়া নগর আক্রমণ করিবেন ; আর দেখুন, সে ও তাহার সঙ্গী লোকেরা আপনার বিরুদ্ধে নির্গত হইবে, তথন আপনার হস্ত যাহা করিতে পরিবে, তাহ। করিবেন। পরে অবৗমেলক ও তাহীর সঙ্গী সমস্ত লোক রীত্রিতে উঠয়। চারি দল হইয়া শিখিমর বিরুদ্ধে ৩৫ লুকাইয়া রহিল। তার এবদের পুত্র গাল বাহিরে গিয়া নগর-দ্বার-প্রবেশের স্থানে দাড়াইল ; পরে অবৗমেলক ও তাহার সঙ্গী লোকের গুপ্তস্থান হইতে ৩৬ উঠিল। আর গাল সেই লোকদিগকে দেখিয়া সবুলকে কহিল, দেখ, পৰ্ব্বতশৃঙ্গ হইতে লোকসমূহ নামিয়া আদিতেছে। সবুল তাহীকে কহিল, তুমি মনুষ্যভ্রমে ৩৭ পৰ্ব্বতের ছায়। দেখিতেছ। পরে গাল পুনকবার কহিল, দেখ, উচ্চ দেশ হইতে লোকসমূহ নামিয়া আসিতেছে, এবং গণকদের এলোন বৃক্ষের পথ দিয়া এক দল ৩৮ আদিতেছে। সবুল তাহীকে কহিল, কোথায় এখন তোমার সেই মুখ, যে মুখে বলিয়াছিলে, অবীমেলক কে যে আমরা তাহার দাসত্ব স্বীকার করি ? তুমি যে লোকদিগকে তুচ্ছ করিয়াছিলে, উহার কি সেই লোক নয় ? এখন যাও, বাহির হইয়। উহার সহিত ৩৯ যুদ্ধ কর। পরে গাল শিখিমের গৃহস্থদের অগ্রে অগ্ৰে ৪০ বাহিরে গিয়া অবীমেলকের সহিত যুদ্ধ করিল। তাহীতে অবীমেলক তাহাকে তাড়া করিল, ও সে তাহার সম্মুখ হইতে পলায়ন করিল, এবং দ্বার-প্রবেশ-স্থান ৪১ পর্য্যন্ত অনেক লোক আহত হইয় পড়িল। পরে অবৗমেলক অরূমায় রহিল, এবং সবুল গালকে ও তাহার ভ্রাতৃগণকে তাড়াইয় দিল, তাহারা আর ৪২ শিথিcম বাস করিত পারিল ন৷ ৷ পর দিন লোকের বাহির হইয় ক্ষেত্রে যাইতেছিল, আর অবীমেলক ৪৩ তাহার সংবাদ পাইল । সে লোকদিগকে লইয়া তিন দল করিয়া ক্ষেত্রমধ্যে লুকাইয়। রহিল ; পরে সে চাহিয়া দেখিল, আর দেখ, লোকের নগর হইতে বাহির হইয়া আসিতেছিল ; তখন সে তাহদের বিরুদ্ধে ৪৪ উঠয় তাহাদিগকে আঘাত করিল। পরে অবমেলক ও তাহার সঙ্গিদল সকল ত্বরায় অগ্রসর হইয়া নগরদ্বার-প্রবেশের স্থানে দাড়াইয়া রহিল, এবং দুই দল ক্ষেত্রস্থ সকল লোককে আক্রমণ করিয়া আঘাত ৪৫ করিল। আর অবীমেলক সেই সমস্ত দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করিল ; আর নগর হস্তগত কৰিয়া woe ○8 215