পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 ; २ २१ । ] পলেষ্টীয়দের পরাজয় । শৌলের শপথ । $8 ... দিবস এই ঘটনা হইল, শৌলের পুত্র যোনাখন আপন অস্ত্রবাহক যুবককে কহিলেন, চল, তামরা ঐ দিকে পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলের নিকটে যাই ; কিন্তু তিনি এ কথা আপন পিতাকে ২ জ্ঞাত করিলেন না। তখন শৌল গিবিয়ার প্রান্তভাগে মিগ্রোণস্থ দাড়িম্ব বৃক্ষের তলে অবস্থিতি করিতেছিলেন, এবং তাহার সঙ্গে অনুমান ছয় শত লোক ছিল। ও তার এলি, যিনি শীলোতে সদাপ্রভুর যাজক ছিলেন, তাহার সন্তান পীনহসের সন্তান ঈখাবোদের ভ্রাত। অহাঁটুবের পুত্র যে আহিয়, তিনি এফোদ বস্ত্ৰধারী ছিলেন। আর যোনাথন যে বাহির হইয়া গিয়াছেন, সে কথা লোকের জনিত না । ৪ যোনাথন যে গিরিপথ দিয়৷ পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলের নিকটে যাইতে চেষ্টা করিলেন, সেই ঘাটের মধ্যস্থলে এক পার্শ্বে দন্তাকার এক শৈল, এবং অন্ত পাশ্বে দন্তাকার আর এক শৈল ছিল ; তাহার একটর নাম বোৎসেস ও আর একটীর নাম সেনি। ৫ তাহার মধ্যে একটী শৈল উত্তরদিকে মিকমসের অভিমুখে, আর একটা দক্ষিণদিকে গেবার অভিমুখে ভ ছিল। আর যোনাথন আপন অস্ত্রবাহক যুবককে কহিলেন, চল, আমরা ঐ দিকে অচিছন্নত্বকদের প্রহরিদলের নিকটে যাই ; হয় ত সদাপ্রভু আমাদের জন্ত কৰ্ম্ম করিবেন ; কেননা অনেকের দ্বারা হউক বা অল্পের দ্বারা হউক, নিস্তার করিতে সদাপ্রভুর কোন ৭ প্রতিবন্ধক নাই । তখন তাহার অস্ত্রবাহক কহিল, আপনার যাহ। মনে লয়, তাহাই করুন ; সেই দিকে ফিরুন, দেখুন, আপনার মনের বাঞ্ছানুসারে আমি ৮ আপনার সঙ্গে সঙ্গে আছি । যোনাথন কহিলেন, দেখ, আমরা ঐ লোকদের দিকে অগ্রসর হইব, উহাদের ৯ কাছে দেখা দিব। যদি তাহার। আমাদিগকে এই কথা বলে, থাক, আমরা তোমাদের নিকটে আসিব, তবে আমরা আপনাদের স্থানে দাড়াইয়া থাকিব, তাহদের ১• কাছে উঠিয়া যাইব না। কিন্তু যদি এই কথা বলে, আমাদের নিকটে উঠিয়া আইস, তবে আমরা উঠিয়৷ যাইব, কেননা সদাপ্রভু আমাদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিয়াছেন ; ইহাই আমাদের চিহ্ন হইবে । ১১ পরে তাহার। দুই জন পলেষ্টীয়দের প্রহরিদলের নিকটে দেখ দিলে পলেষ্টয়ের কহিল, দেখ, ইব্রীয়গণ যে সকল গৰ্ত্তে লুকাইয় ছিল, তাহা হইতে এখন বাহির ১২ হইয়া আসিতেছে । পরে সেই প্রহরিদলের লোকের যোনাথনকে ও তাহার অস্ত্রবাহককে কহিল, আমাদের নিকটে উঠিয়া আইস, আমরা তোমাদিগকে কিছু দেখাইব । যোনাথন আপন অস্ত্রবাহককে কহিলেন, আমার পশ্চাৎ আইস, কারণ সদাপ্রভু উহাদিগকে ১৩ ইস্রায়েলের হস্তগত করিয়াছেন। পরে যোনাথন হামাগুড়ি দিয়া উঠিয় গেলেন, এবং তাহার অস্ত্রবাহক ১ শমুয়েল । रै 8 ॐ) তাহার পশ্চাৎ গেল ; তাহাতে সেই লোকের যেনেথনের সম্মুখে পতিত হইতে লাগিল, এবং তাহার অস্ত্রবাহক তাহার পশ্চাৎ পশ্চাৎ তাহাদিগকে বধ করিতে ১৪ লাগিল । যোনাথনের ও তাহার অস্ত্রবাহকের কুত এই প্রথম হত্যাকাণ্ডে এক বিঘার প্রায় অৰ্দ্ধ হালখাত ১৫ পরিমিত ভূমিতে কমবেশ বিশ জন হত হইল। আর শিবিরমধ্যে, ক্ষেত্রে, ও সমস্ত সৈন্তের মধ্যে কম্প উপস্থিত হইল, প্রহরী ও বিনাশক-দল সকলও কম্পান্বিত হইল ; আর ভূমিকম্প হইল ; এইরূপে ঈশ্বর হইতে মহাকল্প উপস্থিত হইল। তখন বিদ্যমীনের গিবিয়াতে স্থিত শৌলের প্রহরিগণ চাহিয়া দেখিল ; আর দেখ, লোকের ভিড় ভাঙ্গিয়৷ ১৭ গেল, তাহার ছিন্নভিন্ন হইয়া পড়িল। তখন শোল আপন সঙ্গীদিগকে কহিলেন, এক বার লোক গণনা করিয়া দেখ, আমাদের মধ্য হইতে কে গিয়াছে ? পরে তাহার লোকদিগকে গণনা করিল, আর দেখ, যোনাথন ও ১৮ তাহীর অস্ত্রবাহক তথায় নাই। তখন শেল আহিয়কে কহিলেন, ঈশ্বরের সিন্দুক এই স্থানে আন ; কেননা সেই দিনে ঈশ্বরের সিন্দুক ইস্রায়েল-সন্তানগণের মধ্যে ১৯ ছিল । পরে যখন শেীল যাজকের সহিত কথা কহিতেছিলেন, তখন পলেষ্টীয়দের সৈন্ত্যমধ্যে উত্তর উত্তর কোলাহল বৃদ্ধি পাইতে লাগিল। তাহাতে শেল যাজককে ২• কহিলেন, হাত টানিয়া লও। আর শেীল ও তাঁহার সঙ্গী সমস্ত লোক সমাগত হইয়া যুদ্ধে গমন করিলেন: আর দেখ, প্রত্যেক জনের খড়গ তাহার বন্ধুর প্রতিকূল ২১ হওয়াতে অতিশয় মহাকোলাহল হইতেছিল। আর যে ইব্রীয়গণ পূর্বে পলেষ্টীয়দের পক্ষ হইয়াছিল, যাহার চারিদিক্ হইতে তাহাদের সঙ্গে শিবিরের মধ্যে আসিয়াছিল, তাহারাও শৌলের ও যোনাথনের সঙ্গী ২২ ইস্রায়েলের পক্ষ হইল। আর ইস্রায়েলের যে সমস্ত লোক পৰ্ব্বতময় ইক্রয়িম প্রদেশে লুকাইয়া ছিল, তাহরাও পলেষ্টীয়দের পলায়ন সংবাদ শুনিয়া যুদ্ধে তাহাঁ২৩ দের পশ্চাৎ ধাবমান হইতে লাগিল। এই প্রকারে সদাপ্রভু ঐ দিবসে ইস্রায়েলকে নিস্তার করিলেন, এবং বৈৎ-আবনের পার পর্য্যন্ত যুদ্ধ ব্যাপিয়া গেল । ঐ দিবসে ইস্রায়েল লোকের দুর্দশাপন্ন হইয়াছিল, কিন্তু শেীল লোকদিগকে এই দিব্য করাইয়াছিলেন, সায়ংকালের পূৰ্ব্বে, আমি যে পর্য্যন্ত আমার শত্রুগণকে প্রতিফল না দিই, সে পৰ্য্যন্ত যে কেহ খাদ্য গ্রহণ করিবে, সে শাপগ্ৰস্ত হউক। এই জন্ত লোকদের ২৫ মধ্যে কেহই খাদ্য দ্রব্য স্পর্শও করিল না। পরে সকলে ২৬ বনমধ্যে গেল, সেখানে ভূমির উপরে মধু ছিল । আর লোকেরা যখন বনে উপস্থিত হইল, দেখ, মধু ক্ষরিতেছে, কিন্তু কেহ মুখে হস্ত তুলিল না, কারণ লোকেরা ২৭ ঐ দিব্যে ভীত হইয়াছিল ; কিন্তু যোনাথনের পিত। লোকদিগকে যে দিব্য করাইয়াছিলেন, যোনাথন তাহা শুনেন নাই, তাই তিনি আপন হস্তস্থিত দণ্ডের অগ্রভাগ বাড়াইয়া দিয়া এক মধুর চাকে ডুবা >○ ミ8 243