বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ ; ২৩– ১ ৯ ; ২ ৷ ] কেবল এক। আমিই, সদাপ্রভুর ভাববাদী অবশিষ্ট আছি ; কিন্তু বালের ভাববাদিগণ চারি শত পঞ্চাশ ২৩ জন আছে । আমাদিগকে দুইটী বৃষ দত্ত হউক , উহার আপনাদের জন্য একটী বৃষ মনোনীত করুক, ও খণ্ড থও করিয়া কাষ্ঠের উপরে রাখুক, কিন্তু তাহাতে আগুন না দিউক : পরে আমি অন্ত বুধট প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব, কিন্তু তাহাতে আগুন ২৪ দিব না। পরে তোমরা আপনাদের দেবতার নামে ডাকিও, এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব ; আর ষে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন, তিনিই ঈশ্বর ২৫ হউন । সকল লোক উত্তর করিল, এ বেশ কথা । পরে এলিয় বালের ভাববাদিগণকে কহিলেন, তোমরা ত অনেকে তাছ, অগ্ৰে তোমরাই আপনাদের জন্ত একটা বৃষ মনোনীত করিয়া প্রস্তুত কর, এবং আপনাদের দেবতার নামে ডাক, কিন্তু আগুন দিও না । ২৬ পরে তাহাদিগকে যে বৃয দত্ত হইল, তাহ লইয়া তাহারা প্রস্তুত করিল, এবং প্রাতঃকাল হইতে মধ্যাহকাল পর্য্যন্ত এই বলিয়া বালের নামে ডাকিতে লাগিল, হে বাল, আমাদিগকে উত্তর দেও। কিন্তু কোন বাণী হইল না, এবং কেহই উত্তর দিল না। আর তাহার। নিৰ্ম্মিত যজ্ঞবেদির কাছে খোড়ার দ্যায় নাচিতে ২৭ লাগিল। পরে মধ্যাহ্নকালে এলিয় তাহাদিগকে বিদ্রুপ করিয়া কহিলেন, উচ্চৈঃস্বরে ডাক ; কেননা সে দেবতা ; সে ধ্যান করিতেছে, বা কোথাও গিয়াছে, বা পথে চলিতেছে, কিম্ব হয় ত নিদ্র। গিয়াছে, তাহাকে ২৮ জাগান চাই । তখন তাহারা উচ্চৈঃস্বরে ডাকিল, এবং আপনাদের ব্যবহারানুসারে গাত্রে রক্তের ধারা বহন পৰ্য্যন্ত ছুরিক ও শলাকা দ্বারা আপনাদিগকে ক্ষত২৯ বিক্ষত করিল। তার মধ্যাহ্নকাল অতীত হইলে তাহারা বৈকালের] বলিদানের সময় পয্যন্ত ভাবোঁক্তি প্রচার করিল, তথাপি কোন বাণীও হইল না, কেহ উত্তরও দিল না, কেহ মনোযোগও করিল না । পরে এলিয় সমস্ত লোককে কহিলেন, আমার নিকটে আইস , তাহাতে সমস্ত লোক তাহার নিকটে আসিল । আর তিনি সদাপ্রভুর ভগ্ন যজ্ঞবেদি সারাই৩১ লেন । ফলতঃ * তোমার নাম ইস্রায়েল হইবে, " ইহা বলিয়। সদাপ্রভুর বাক্য যে যাকোবের কাছে উপস্থিত হইয়াছিল, তাহার সন্তানদের বংশ-সংখ্যানুসারে এলিয় ৩২ বারখানি প্রস্তর গ্রহণ করিলেন । আর তিনি সেই প্রস্তরগুলি দিয়া সদাপ্রভুর নামে এক যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিলেন, এবং বেদির চারিদিকে দুই কাঠা বীজ ৩৩ ধরিতে পারে, এমন এক প্রণালী খুদিলেন । পরে তিনি কান্ত সাজাইয়। বৃষট খণ্ড খণ্ড করিয়া কষ্ঠের উপরে রাখিলেন । আর কহিলেন, চারি জাল জল ভরিয়৷ এই হোমীয় বলির উপরে ও কাঠের উপরে ৩৪ চলিয়া দেও। পরে তিনি কহিলেন, দ্বিতীয় বার উহ কর । তাহার। দ্বিতীয় বার তাহা করিল। পরে তিনি কহিলেন, তৃতীয় বার কর ; তাহারা তৃতীয় বার তাহ Ko e ১ রাজাবলি । ○ > > ৩৫ করিল। তখন বেদির চারিদিকে জল গেল, এবং তিনি ঐ প্রণালীও জলে পরিপূর্ণ করিলেন। পরে [ বৈকালের ] বলিদান সময়ে এলিয় ভাববাদী নিকটে আসিয়া কহিলেন, হে সদাপ্রভু, তাব্রাহামের, ইসহাকের ও ইস্রায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দেও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর, এবং তামি তোমার দাস, ও তোমার বাক্য অনুসারেই এই সকল ৩৭ কৰ্ম্ম করিলাম। হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, আমাকে উত্তর দেও ; যেন এই লোকের। জানিতে পারে যে, হে সদাপ্রভু, তুমিই ঈশ্বর, এবং তুমিই ইহা৩৮ দের হৃদয় ফিরাইয়৷ আনিয়াছ । তখন সদা প্রভুর অগ্নি পতিত হইল, এবং হোমীয় বলি, কাঠ, প্রস্তর ও ধূলি গ্রাস করিল, এবং প্রণালীস্থিত জলও চাটিয়া খাইল । ৩৯ তাহ দেখিয়া সমস্ত লোক উবুড় হইয় পড়িয়া কহিল, ৪৩ সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুষ্ট ঈশ্বর । তখন এলিয় তাহীদিগকে কহিলেন, তোমরা বালের ভাববাদিগণকে ধর, তাহীদের এক জনকেও পলাইয়। রক্ষা পাইতে দিও না। তখন তাহার। তাহাদিগকে ধরিল, আর এলিয় তাহাদিগকে লইয়া কীশেন স্রোতোমার্গে নামিয়া গেলেন, এবং সেখানে তাহাদিগকে বধ করিলেন । পরে এলিয় আহাবকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া ভোজন পান করুন, কেনন। ভারী বুষ্টির শব্দ ৪২ হইতেছে। তাহাতে আহিব ভোজন পান করিতে উঠিয়া গেলেন। আর এলিয় কৰ্ম্মিলের শৃঙ্গে উঠিলেন ; এবং ভূমির দিকে নত হইয় আপন মুখ দুই জানুর ৪৩ মধ্যে রাখিলেন । আর তিনি আপন চাকরকে কহিলেন, তুমি উঠিয়া যাও, সমুদ্রের দিকে দৃষ্টিপাত কর । তাহাতে সে গিয়া দৃষ্টিপাত করিয়া কহিল, কিছুই নাই। এলিয় কহিলেন, আবার যাও ; সাত ৪৪ বার । পরে সপ্তম বারে সে কহিল, দেখুন, মনুষ্যহস্তের স্যায় ক্ষুদ্র একখানি মেঘ সমুদ্র হইতে উঠিতেছে । তখন এলিয় কহিলেন, উঠিয়া গিয়া আহাবকে বল, [ রথে অশ্ব ] যুড়িয়া নামিয়া যাউন, পাছে বৃষ্টিতে ৪৫ আপনার গমনের ব্যাঘাত হয় । আর অমনি মেঘে ও বায়ুতে আকাশ ঘোর হইয়া উঠিল ও ভারী বৃষ্টি হইল : তাহাতে আহাব শকটারোহণে বিঘ্ৰিয়েলে গমন ৪৬ করিলেন । আর সদাপ্রভুর হস্ত এলিয়ের উপরে অবস্থিতি করিতেছিল, তাই তিনি কটি বন্ধন করিয়া যিন্ত্রিয়েলের প্রবেশ-স্থান পৰ্য্যন্ত আহাবের অগ্রে অগ্ৰে দেীড়িয়া গেলেন । এলিয়ের প্রান্তরে পলায়ন। ইলীশায়ের আহবান । SS আর এলিয় যাহা যাহা করিয়াছিলেন, কেমন করিয়া তিনি সমুদয় ভাববাদীকে খড়গ দ্বার বধ করিয়াছিলেন, এই সমস্ত বৃত্তান্ত আহাব ঈষেবলকে ২ জ্ঞাত করিলেন । তাহাতে ঈষেবল এলিয়ের নিকটে দূত পাঠাইয়া কহিল, কল্য এমন সময়ে যদি আমি Woo 83 311