পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8* ১• হস্তে দিয়াছে। পরে শাফন লেখক রাজীকে কহিলেন, হিন্ধিয় যাজক আমাকে একখানি পুস্তক দিয়াছেন । তার শাফন রাজার সাক্ষাতে তাহ পাঠ করিতে ১১ লাগিলেন । তখন রাজ। সেই ব্যবস্থাপুস্তকের বাক্য ১২ সকল শুনিয়া আপনার বস্ত্র চিরিলেন । তার রাজা হিন্ধিয় যাজককে, শাফনের পুত্র অহৗকামকে, মাখায়ের পুত্র অক্বোরকে, শাফন লেখককে ও রাজভৃত্যু ১৩ আসারকে এই আজ্ঞা করিলেন, তোমরা যাও, এই যে পুস্তকখানি পাওয়া গিয়াছে, এই পুস্তকের বাক্য সকলের বিষয়ে আমার ও প্রজালোকদের এবং সমস্ত যিহদার নিমিত্তে সদাপ্রভুকে জিজ্ঞাস কর ; কেনন। আমাদের পালনার্থে লিখিত সকল কথানুযায়ী কৰ্ম্ম করিবার জন্ত আমাদের পিতৃপুরুষের এই পুস্তকের কথায় কর্ণপাত করেন নাই, এই জন্য আমাদের বিরুদ্ধে সদাপ্রভুর অতিশয় ক্রোধ প্রজ্বলিত হইয়াছে। ১৪ তখন হিন্ধিয় যাজক, অহী কাম, অক্বোর, শাফন ও অসায়, ইহার বস্ত্রাগারের অধ্যক্ষ হহঁসের পৌত্র তিকবের পুত্ৰ শলুমের স্ত্রী হুলুদ ভাববাদিনীর নিকটে গেলেন ; তিনি বিরূশালেমের দ্বিতীয় বিভাগে বাস ১৫ করিতেছিলেন । পরে তাহার। তাহীর সহিত কথোপকথন করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি তোমাদিগকে আমার কাছে পঠাইয়াছে, তাহাকে ১৬ বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই স্থানের ও এখানকার নিবাসীদের উপরে অমঙ্গল আনিব, যিহুদা-রাজ যে পুস্তক পাঠ করিয়াছে, ১৭ তাহাতে লিখিত সকল বাক্য বৰ্ত্তাইব । কারণ তাহার। আমাকে ত্যাগ করিয়াছে, এবং অন্ত দেবগণের উদ্দেশে ধূপ জ্বালাইয়াছে, এইরূপে স্ব স্ব হস্তের কার্য্য দ্বার তামাকে অসন্তুষ্ট করিয়াছে, তজ্জন্ত এই স্থানের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, তাহ নিৰ্ব্বাণ হইবে ১৮ ন । কিন্তু যিহুদার রাজা, যিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিতে তোমাদিগকে পঠাইয়াছেন, তাহীকে এই কথা বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথ। ১৯ কহেন, তুমি যে সকল বাক্য শ্রবণ করিয়াছ, এই স্থানের ও এখানকার নিবাসীদের বিরুদ্ধে তামি যে সকল বাক্য কহিয়াছি, অর্থাৎ তাহার যে বিস্ময়ের ও শাপের আস্পদ হইবে, তাহ৷ শ্রবণমাত্র তোমার অন্তঃকরণ কোমল হইয়াছে, তুমি সদাপ্রভুর সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছ, এবং অপেন বস্ত্র চিরিয়৷ আমার সম্মুখে রোদন করিয়াছ, এই জন্য সদাপ্রভু কহেন, আমিও তোমার কথা শুনিলাম। অতএব দেখ, আমি তোমার পিতৃলোকদের কাছে তোমাকে সংগ্ৰহ করিব ; তুমি শান্তিতে আপন কবরে সংগৃহীত হইবে, এবং আমি এই স্থানের উপরে যে সকল অমঙ্গল আনিব, তোমার চক্ষু সে সমস্ত দেখিবে না । পরে তাহার। আবার রাজাকে এই কথার সমাচার দিলেন । ২ রাজাবলি । [ え* s >・ーペ○s >> ] ২৩ পরে রাজ লোক পাঠাইলে তাহীর যিহুদার ও বিরূশালেমের সমস্ত প্রাচীনবর্গকে তাহার ২ নিকটে একত্র করিল। পরে রাজ সদাপ্রভুর গৃহে গেলেন, এবং বিহুদার সমস্ত লোক, সমস্ত বিরূশালেমনিবাসী, যাজকগণ ও ভাববাদিগণ এবং ক্ষুদ্র ও মহান সমস্ত প্রজ। তাহার সহিত গমন করিল ; পরে তিনি সদাপ্রভুর গৃহে প্রাপ্ত নিয়মপুস্তকের সমস্ত কথ। তাহাদের কর্ণগোচরে পাঠ করিলেন । ৩ পরে রাজা মঞ্চের উপরে দাড়াইয়। সদাপ্রভুর অনুগামী হইবার, এবং সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহার আজ্ঞ, সাক্ষ্যকথা ও বিধি পালন করিবার জন্ত, এই পুস্তকে লিখিত এই নিয়মের বাক্য সকল অটল রাখিবর জন্য সদাপ্রভুর সাক্ষাতে নিয়ম স্থির করিলেন, এবং সমস্ত লোক সেই নিয়মে সায় ৪ দিল । আর রাজা বালের ও তাশেরীর নিমিত্তে এবং আকাশের সমস্ত বাহিনীর নিমিত্তে নিৰ্ম্মিত সমস্ত সামগ্ৰী সদাপ্রভুর মন্দির হইতে বাহির করিতে হিন্ধিয় মহাযাজককে, দ্বিতীয় শ্রেণীর যাজকগণকে ও দ্বারপালদিগকে আজ্ঞা করিলেন ; পরে তিনি যিরশালেমের বাহিরে কিন্দ্রোণের ক্ষেত্রে সে সকল পোড়াইয়। তাহাদের ভস্ম বৈথেলে লইয়া গেলেন । আর যিহদার রাজগণ কর্তৃক নিযুক্ত যে পুরোহিতেরা যিহ্রদ। দেশের নগরে নগরে উচ্চস্থলীতে, ও বিরশালেমের চারিদিকে নানা স্থানে ধূপ জ্বালাইত, এবং যাহার বালের, সুৰ্য্যের ও চন্দ্রের এবং গ্ৰহগণের ও আকাশের সমস্ত বাহিনীর উদ্দেশে ধূপ জ্বালাইত, তাহাদিগকে তিনি নিবৃত্ত ৬ করিলেন। আর তিনি সদাপ্রভুর গৃহ হইতে আশেরমূৰ্ত্তি বাহির করিয়া বিরূশালেমের বাহিরে কিন্দ্রোণ স্রোতের কাছে অনিয়া কিন্দ্রোণ স্রোতের ধারে পোড়াইয়া দিলেন, এবং তাহ পিষিয়া গুড়া করিয়া তাহার ধূলি সামান্ত লোকদের কবরের উপরে ফেলিয়া দিলেন। ৭ আর তিনি সদাপ্রভুর গৃহে স্থিত পুংগামীদের সেই কুঠর সকল ভাঙ্গিয় ফেললেন, যেখানে স্ত্রীলোকেরা ৮ অশেরার জন্য ঘর বুলিত। আর তিনি যিহদার নগর সকল হইতে সমস্ত যাজককে আনিলেন, এবং গেব। অবধি বের শেবা পৰ্য্যন্ত যে সকল উচ্চস্থলীতে যাজকের ধূপ জ্বালাইত, সেই সকল অশুচি করিলেন ; অীর নগর-দ্বারের যে সকল উচ্চস্থলী নগরাধ্যক্ষ যিহে।শুয়ের দ্বারপ্রবেশস্থানের নিকটে ছিল, নগর-দ্বারে প্রবেশকারীর বামদিকে থাকিত, সেই সকল ভাঙ্গিয়৷ ৯ ফেলিলেন। কিন্তু উচ্চস্থলীর যাজকগণ সদাপ্রভুর যিরশালেমস্থ যজ্ঞবেদিতে বলিদান করিতে গেল না, তাহার কেবল আপনাদের ভ্রাতৃগণের মধ্যে থাকিয়া তাড়ী১০ শুষ্ঠ রটা ভোজন করিত । আর কেহ যেন মোলকের উদ্দেশে আপন পুত্রকে কিম্বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন না করায়, এই নিমিত্তে তিনি হিন্নোমসন্তানগণের উপত্যকাস্থিত তোফৎ অশুচি করিলেন । ১১ আর যিহদার রাজার যে অস্বদিগকে সুয্যের উদ্দেশে 6. 342