পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ や ৩ ছিলেন । অহীয়েবর প্রধান, পরে যোয়শি, ইহঁরা গিলিয়াতীয় শমায়ের পুত্র ; আর অস্মারতের পুত্ৰ যিষীয়েল ও পেলট ; এবং বরাখা ও তানাখাতীয় ৪ যেহু ; এবং গিবিয়োনীয় যিখুয়িয়, ইনি ত্রিশ জনের মধ্য এক জন বীর ও ত্রিশের উপরে নিযুক্ত ছিলেন ; আর বিরমিয়, যহদীয়েল, যেtহানন, গদেরথীয় যোষা৫ বদ, ইলিয়ুষয়, যিরীমোৎ, বালিয়, শমরিয়, আর হর৬ ফীয় শফটয় ইল্কান, যিশিয়, অসরেল, যোয়েষর ৭ ও যাশবিয়াম, এই কোরহীয়গণ ; আর গদোর-নিবাসী যিরোইমের পুত্ৰ যোয়েল ও সবদিয় । ৮ আর গাদারদের মধ্যে কতকগুলি বলবান বীর পৃথক্ হইয়া প্রান্তরস্থিত দুর্গম স্থানে দাযুদের নিকটে আলিয়ছিলেন : তাহারা ঢাল ও বড়শাধরী, যুদ্ধে দীক্ষিত পুরুষ ; সিংহ-মুখের ন্যায় তাহদের মুখ ছিল, ও তাহার। পৰ্ব্বতস্থ হরিণের স্থায় দ্রুতগামী ছিলেন । ৯.১০ প্রধান এযর, দ্বিতীয় ওবাদয়, তৃতীয় ইলয়াব, চতুর্থ ১১ মিখুন্না, পঞ্চম ফিরমিয়, ষষ্ঠ অত্তয়, সপ্তম ইলীয়েল, অষ্টম ১২.১৩ যোহনেন, নবম হলুদাবাদ, দশম বিরমিয়, একাদশ ১৪ মগবন্নয় । গাদ-সন্তানদের এই লোকের সৈন্তদলের সেনাপতি ছিলেন : ইহঁদের মধ্যে যিনি ক্ষুদ্র তিনি শত জনের, ও যিনি মহান তিনি সহস্ৰ জনের সমকক্ষ ১৫ ছিলেন । প্রথম মাস যে সময়ে যদনের জল সমস্ত তীরের উপরে উঠিয়ছিল, সেই সময়ে ইহার নদী পার হইয়া পুৰ্ব্বদিকে ও পশ্চিমদিকে তলভূমিস্থ সকলকে তাড়াইয়া দিয়াছিলেন। আর বিদ্যমীনের ও ফিত্নদীর সন্তানগণের মধ্যে কতকগুলি লোক দায়ুদের নিকটে দুর্গম স্থানে আদিয়া১৭ ছিল । তার দায়ুদ তাহদের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইয় তাহাদিগকে কহিলন, যদি তোমরা আমার সাহায্য করিতে শান্তি ভাবে আমার কাছে আসিয়া থাক, তবে আমার চিত্ত তোমাদের সঙ্গে এক হইয়া যা হবে । কিন্তু আমার হস্তে কোন দৌরাত্ম্য না থাকিলেও যদি আমাকে ঠক হয়৷ বিপক্ষদের হস্তগত করিবার জন্ত আসিয়া থাক, তবে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তাহ দেখুন ও অনুযোগ করুন । ১৮ তখন আত্ম। সেনলীবগের অধ্যক্ষ তামাসয়ের উপরে আসিলন, [ আর তিনি কহিলেন ] হে দায়ুদ, আমরা তোমারই, হে বিশয়ের পুত্র, আমরা তোমারই পক্ষ ; মঙ্গল হউক, তোমার মঙ্গল হউক, ও তোমার সাহায্যকারীদের মঙ্গল ইউক, কেননা তোমার ঈশ্বর তোমার সাহায্য করেন। তখন দায়ুদ তাহাদিগকে গ্রহণ করিয়া সৈন্তদলের সেনাপতি করলেন। ১৯ তার দায়ু যখন শেলের বিরুদ্ধে যুদ্ধ করণার্থে গলে 3য় দর সহিত আসিয়াছিলেন, তখন মনঃশিরও কতকগুলি লোক তাহার পক্ষ হইল ; কিন্তু তাহার উহাদের সাহায্য করেন নাই ; কেননা পলেঠীয়দের ভুপালের মন্ত্রণা করিয়া তাইকে বিদায় করিলেন, কহিলেন, সেই ব্যক্তি আমাদের মুণ্ড লইয়া আপন > \s 3 ১ বংশাবলি । ( ; లి - రినా ! ২• প্ৰভু শৌলের পক্ষে সরিয়া যাইবে। পরে দাযুদ্ধ ক্লিগে যাইতেছেন, এমন সময়ে মনঃশি-সংক্রান্ত অদন, যোষবিদ, যিদায়েল, মাগায়েল, যোষাবদ, ইলাহ্র ও দিল্লথয়, মনঃশিবংশীয় এই সহস্রপতির ২১ তাহার পক্ষ হইলেন । তার তাহারা সৈন্তদলের বিপক্ষে দায়ুদের সাহায্য করিলেন, কারণ তাহারা সকলে বলবান বীর ছিলেন, এবং সৈদ্যদলের সেনাপতি ২২ হইলেন । বস্তুতঃ সেই সময়ে দায়ুদের সাহায্যার্থে দিন দিন লোক আসিত, তাহাতে ঈশ্বরের সৈন্তদলের হ্যায় মহাসৈন্ত হইল । যে লোকের সদাপ্রভুর বাক্যানুসারে শৌলের রাজ্য হস্তান্তর করিয়া দায়ুদকে দিবার জন্য যুদ্ধার্থে সসজ্জ হইয়া হিত্ৰোণে তাহার নিকটে গিয়াছিল, তাহীদের ২৪ সংগ্য। এই । যিহুদী-সন্তানগণ ঢাল ও বড়শীধারী, ২৫ যুদ্ধার্থে সসজ্জ ছয় সহস্র আট শত লোক । শিমিয়োনসন্তানদের মধ্যে যুদ্ধে বলবান বীর সাত সহস্ৰ এক ২৬ শত লোক । লেবি-সন্তানদের মধ্যে চারি সহস্র ছয় ২৭ শত লোক। আর যিহোয়াদ। হারোণবংশের অধ্যক্ষ, এবং তাঁহার সঙ্গে তিন সহস্ৰ সাত শত লোক ; ২৮ আর বীর্য্যবান্‌ যুবা সাদাক, ও তাহার পিতৃকুলের ২৯ বাইশ জন সেনাপতি । আর শৌলের জ্ঞাতি বিদ্যামীন-সন্তানদের মধ্যে তিন সহস্ৰ লোক : কারণ সেই সময় পর্য্যন্ত তাহীদের তাধিকাংশ লোক শেীলের ৩০ কুলের বশ্যত স্বীকার করিত। আর ইক্রয়ম-সন্তানদের মধ্যে বিংশতি সহস্র আট শত বলবানৃ বীর, তাহার ৩১ আপন আপন পিতৃকুলে বিখ্যাত ছিল । আর মনঃশির অৰ্দ্ধবংশের মধ্যে আঠার সহস্ৰ লোক, তাহারা আদিয়া যেন দীঘূদকে রাজ করে, তজ্জন্য আপন ৩২ অপেন নামে নির্দিষ্ট হইল। আর হষাগর-সন্তানদের মধ্যে দুই শত প্রধান লোক, তাহার কালজ্ঞ লোক, ইস্রায়েলের কি কৰ্ত্তব্য তাহ জানি ত, তার তাহীদের । ৩৩ ভ্রাতার সকলে তাহদের আজ্ঞাবহ ছিল। সবুলুনের মধ্যে সৈন্তদলে গমনযোগ্য, সকববিধ যুদ্ধাস্ত্র লইয়া সৈন্ত্যরচনা করিতে নিপুণ পঞ্চাশ সহস্ৰ লোক ছিল, ৩৪ তাহারা সংগ্রামে দ্বিমনা ছিল না । সপ্তালির মধ্যে এক সহস্র সেনাপতি ও তাহদের সহিত ঢল ও বড়শা৩৫ ধারী সাইব্ৰিশ সহস্ৰ লোক। দানীয়দের মধ্যে সৈন্তরচনা করিতে নিপুণ আটাইশ সহস্র ছয় শত লোক । ৩৬ অশেরের মধ্যে সৈন্তদলে গমনযোগ্য, সৈন্ত্যরচনা ৩৭ করিতে নিপুণ চল্লিশ সহস্ৰ লোক । আর যদিনের ওপারস্থ রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশর অৰ্দ্ধবংশের মধ্য যুদ্ধাথে সৰ্ব্বপ্রকার অস্ত্রধারী এক লক্ষ ৩৮ বিংশতি সহস্ৰ লোক। যুদ্ধে ও সৈন্ত্যরচনায় নিপুণ এই সকল লোক দায়ুদকে সমস্ত হস্রায়েলের উপরে রাজ করণার্থে একাগ্রচিত্তে হিত্ৰোণে আসিল, এবং ইস্রায়েলের অবশিষ্ট সকল লোকও দায়ুদকে রাজা ৩৯ করণার্থে একচিত্ত হইল। তাহারা তিন দিবস সেখানে দাযুদের সহিত থাকিয়া ভোজন পান করিল 있3 6