পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ২ ; ৪০ – ১ 8 ; ১৬ । ] কেননা তাহদের ভ্রাতৃগণ তাহদের জন্য আয়োজন ৪• করিয়াছিল। অধিকন্তু ইষাথর, সবুলুন ও নপ্তালি প্রদেশ পর্য্যন্ত তাহদের প্রতিবাসীরা, গর্দভ, উঃ, অশ্বতর ও বলদের পৃষ্ঠে খাদ্য দ্রব্য, স্বজীতে প্রস্তুত দ্রব্য, ডুমুরের চাপ, শুষ্ক দ্রাক্ষর থলুয়া, দ্রাক্ষারস ও তেল এবং বলদ ও মেষ অপৰ্য্যাপ্ত আনিল, কেননা ইস্রায়েলের মধ্যে আনন্দ হইয়াছিল। যিরূশালেমে নিয়ম-সিন্দুক আনয়ন। পলেষ্ট্রীয়দের পরাজয়, ইত্যাদি । S পরে দায়ুদ সহস্রপতিগণের ও শতপতিগণের সহিত, সমস্ত অধক্ষের সহিত, মন্ত্রণা করিলেন । ২ আর দায়ুদ সমস্ত ইস্রায়েল-সমাজকে কহিলেন, যদি তোমাদের বিহিত বোধ হয়, ও আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে এ কার্য্য হইয় থাকে, তবে তাইস, তামরা ইস্রায়েলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভ্রাতৃগণের কাছে লোক পঠাই, তাহদের নিকটে যাজকগণ ও লেবীয়েরা আপন আপন পরিসর-বিশিষ্ট নগরে বাস করে, তাহারা যেন আমাদের নিকটে একত্র হয় ; ৩ আর আইস, আমাদের ঈশ্বরের সিন্দুক আমাদের কাছে ফিরাইয়। অtiন, কেননা শেলের সময়ে আমরা ৪ তাহার অন্বষণ করি নাই। তখন সমস্ত সমাজ কহিল, আমরা তাহা করিব ; কেননা সকল লোকের দৃষ্টি.ত ৫ এই কথা স্থায্য বোধ হইল। পরে কিরিয়ৎ ধিয়ারীম হইতে ঈশ্বরের সিন্দুক আনিবার জন্য দায়ুদ মিসরের সীহের নদী অবধি হমতের প্রবেশ-স্থান পর্য্যন্ত সমস্ত ৬ ইস্রায়েলকে একত্র করিলেন। আর ঈশ্বরের সিন্দুক, করূবদ্বয়ে আসীন সদাপ্রভুর সিন্দুক, যাহার উপরে সেই নাম কীৰ্ত্তিত, তাহ৷ যিহুদার তাধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ৎ যিয়ারীম হইতে আনিবার জন্য দাযুদ ৭ ও সমস্ত ইস্রায়েল সেই স্থানে গেলেন। পরে তাহার ঈশ্বরের সিন্দুক এক নূতন শকটে উঠাইয়। তাবীনাদবের বট হইতে বাহির করিলেন, এবং উষঃ ও ৮ আহিয়ে ঐ শকট চালাইল। আর দায়ুদ ও সমস্ত ইস্রায়েল সমস্ত শক্তিতে ঈশ্বরের সম্মুখে গীত সহকারে বীণ, নেবল, তবল, করতাল ও তুরী বাজাইলেন। ৯ পরে তাহার কীদোনের খামার পর্য্যন্ত গেলে উষঃ ঐ সিন্দুক ধরিবার জন্ত হস্ত বিস্তার করিল, কেনন। ১০ বলদযুগল পিছলিয়। পড়িয়ছিল। তথন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল ও সিন্দুকের প্রতি তাহার হস্ত বিস্তার করণ প্রযুক্ত তিনি তাঁহাকে আঘাত করিলেন ; তাহাতে সে তথায় ঈশ্বরের সম্মুখে ১১ মরিল । সদাপ্রভু উষকে আক্রমণ করায় দার্বুদ অসন্তুষ্ট হইলেন, তার সেই স্থানের নাম পেরস-উধঃ [উষঃ-আক্রমণ] রাখিলেন ; অদ্যপি সেই নাম চলিত ১২ আছে। আর দায়ুদ সেই দিন ঈশ্বর হইতে ভীত হইয়া কহিলেন ; ঈশ্বরের সিন্দুক কি প্রকারে আমার ১ বংশাবলি । OA H ১৩ নিকটে তানিব ? তাই দায়দ সেই সিন্দুক দাযুদনগরে তাiপনার নিকট না তানিয়৷ [পথের ) পাশ্বস্থ গাতীয় ওবেদ-ইদোমের বাটীত লইয়। রাগিলেন। ১৪ তার ঈশ্বরের সিন্দুক ওবেদ-ইদোমের বাটীতে তাহার পরিবারের কাছে তিন মাস থাকিল ; তাহাতে সদাপ্রভু ওবেদ-ইদোমের বাট ও তাহার সববশ্বকে আশীববাদযুক্ত করিলেন। S8」蠶蠶 হীরম দায়ুদের জন্ত এক বাট নিৰ্ম্মাণার্থে তাহার নিকটে দূত এবং এরস২ কাঠ, ভাস্কর ও সূত্রধর পঠাইলেন। তথন দায়ুদ বুঝিলেন যে, সদাপ্রভু ইস্রায়েলের রাজপদে তাহাক সুস্থর করিয়াছেন, কেননা তাহার প্রজ। ইএttয়লের নিমিত্তে তাহার রাজ্য উন্নতিপ্রাপ্ত হইয়ছিল। ৩ আর দার্বুদ যেরূশালেমে আরও কতকগুলি স্ত্রী গ্রহণ করিলেন ; এবং দায়ুদ আরও পুত্রকষ্ঠার জন্ম ৪ দিলেন । যিরশালেমে তাহার যে সকল পুত্র জন্মিল, তাহদের নাম ; শৰ্ম্ময়, শোলব, নাথন, শলেমন, ৫.৬ যিভর, ইলীশূয়, ইল্পেলট, নোগহ, নেফগ, যাফিয়, ৭ ইলীশম, বীলিয়াদ ও ইলীফেলট । ৮ পলেষ্টয়ের যখন শুনিল যে, দায়ুদ সমস্ত ইস্ত্ৰীয়েলের উপরে রাজপদে অভিষিক্ত হইয়া ছন, তপন পলেষ্টীয় সমস্ত লোক দায়ুদের অন্বেষণে উঠিয়া আলি ; দায়ুদ ৯ তাহ শুনিয় তাহদের বিরুদ্ধে বাহির হইলেন। তার পলেষ্টয়ের আসিয়। রফায় মতলভূমিতে ব্যাপ্ত হইল। ১০ তখন দায়ুদ ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি পলেষ্টয়দের বিরুদ্ধে উঠিয়া যাইব ? তুমি কি আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিবে ? সদাপ্রভু তাহাকে কহিলন, যাও, আমি তাহাদিগকে তোমার ১১ হস্তে সমর্পণ করিব। পরে তাহার। বাল-পরাসীমে আসিল ; আর দায়ুদ সেই স্থানে তাহাদিগকে আঘাত করিলেন ; এবং দায়ুদ কহিলন, ঈশ্বর আমার হস্ত দ্বার। আমার শক্রগণকে সেতুভঙ্গের স্থায় ভগ্ন করেলেন, এই জন্ত সেই স্থানের নাম বালু-পরসীম [ভঙ্গ১২ স্থান] রাখা হইল। সেই স্থান তাহার। আপনাদের দেবগণকে ফেলিয়া গিয়াছিল ; তাহাতে দ্বায়ুদের আজ্ঞানুসারে সেগুলি আগুনে পোড়াইয় দেওয়া হইল । পরে পলেষ্টয়ের পুনর্বার অসিয়া সেই তলভূমিতে ১৪ ব্যাপ্ত হইল। তখন দায়ুদ পুনর্বার ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করিলেন : তাহতে ঈশ্বর তাহাকে কহিলেন, তুমি উহাদের পশ্চাতে যাইও না, উহাদের হইতে ফিরিয়৷ আসিয়৷ বাক। বৃক্ষরাজির সম্মুখে উহা১৫ দিগকে আক্রমণ কর। সেই সকল বাক। বুক্ষের শিখরে সৈন্তগমনের মত শব্দ শুনিলে তুমি যুদ্ধে অগ্রসর হইবে, কেনন। ঈশ্বর পলেষ্টীয়দের সৈন্তদলকে আঘাত করিবার জন্ত তোমার সম্মুথে অগ্রসর হইয়া১৬ ছেন। দায়ুদ ঈশ্বরের আজ্ঞানুসারে কথা করিলেন ; তখন তাহার লোকের গিবিয়োন অবধি গেষর পর্য্যন্ত > 2 357