পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩ ; ২৩ – ৩ ৪ ; ২২ ৷ ] তিনিও তদ্রুপ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাঁহাই করিতেন ; ফলতঃ তাহার পিতা মনঃশি যে সকল ক্ষোদিত প্রতিম। নিৰ্ম্মাণ করিয়াছিলেন, আমোন তাহাদের উদ্দেশে যজ্ঞ করিতেন ও তাহীদের সেবা ২৩ করিতেন । কিন্তু তাহার পিতা মনঃশি যেমন আপনাকে অবনত করিয়াছিলেন, তিনি সদাপ্রভুর সাক্ষাতে আপনাকে তেমন অবনত করিলেন না ; কিন্তু এই ২৪ আমোন উত্তর উত্তর অধিক দোষ করিলেন । পরে তাহার দাসগণ তাহার বিরুদ্ধে চক্রান্ত করিল, আর ২৫ তাহার বাটীতে তাহাকে বধ করিল। কিন্তু দেশের লোকের আমোন রাজার বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে বধ করিল ; পরে দেশের লোকের তাহার পুত্র যোশিয়কে তাহার পদে রাজ করিল। যোশিয় রাজার বিবরণ । ల8 ষোশিয় আট বৎসর বয়সে রাজত্ব করিতে আরিস্ত করেন ; এবং একত্রিশ বৎসরকাল ২ ফিরশালেমে রাজত্ব করেন। সদাপ্রভুর সাক্ষাতে যাহ। হায্য, তিনি তাহাই করিতেন, ও আপন পিতৃপুরুষ দাযুদের পথে চলিতেন, তাহার দক্ষিণে কি বামে ৩ ফিরিতেন না । ফলতঃ তাহার রাজত্বের অষ্টম বৎসরে তিনি অল্পবয়স্ক হইলেও আপন পিতৃপুরুষ দায়ুদের ঈশ্বরের অন্বেষণ করিতে আরস্ত করিলেন, এবং দ্বাদশ বৎসরে উচ্চস্থলী ও আশের মূৰ্ত্তি, ক্ষোদিত প্রতিম ও ছাচে ঢালা প্রতিম হইতে যিহ্রদ ও যিরশালেমকে ৪ শুচি করিতে লাগিলেন। তাহার সাক্ষাতে লোকেরা বাল দেবগণের যজ্ঞবেদি সকল ভাঙ্গিয়া ফেলিল, এবং তিনি তদুপরি স্থাপিত সুৰ্য্যপ্রতিম। ছেদন করিলেন, আর আশের-মূৰ্ত্তি, ক্ষোদিত প্রতিম ও ছাচে ঢাল। প্রতিম। সকল ভাঙ্গিয়া ধূলিসাৎ করিয়া, যাহার। তাহাদের উদেশে যজ্ঞ করিয়াছিল, তাহদের কবরের ও উপরে সেই ধূলা ছড়াইয়া দিলেন। আর তাহাদের যজ্ঞবেদির উপরে যাজকদের অস্থি পোড়াইলেন, এবং ৬ যিহুদ ও ঘরশালেমকে শুচি করিলেন। আর মনঃশির, ইক্রয়মের ও শিমিয়োনের নগরে নগরে এবং নপ্তালি পয্যন্ত সৰ্ববত্র কথেড্রার মধ্যে এইরূপ করিলেন । ৭ আর তিনি যজ্ঞবেদ সকল ভাঙ্গিয় ফেলিলেন, এবং অশের মূৰ্ত্তি সকল ও ক্ষোদিত প্রতিম। সকল চূর্ণ করিলেন, হস্রায়েল দেশের সর্ববত্র সমস্ত স্বৰ্য্যপ্রতিম। কাটিয়া ফেলিলেন, পরে যিরশালেমে ফিরিয়৷ আসিলেন । ৮ তাহার রাজত্বের অষ্টাদশ বৎসরে দেশ ও গৃহ শুচি করিবার পর তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর গৃহ মেরামৎ কারবার জন্ত অৎসালয়ের পুত্র শাফনকে, মাসেয় নগর।ধ্যক্ষকে ও যোয়াহসের পুত্র যোয়াহ ইতিহাস৯ কৰ্ত্তকে পাঠাইলেন । তার তাহার। হিন্ধিয় মহাযাজকের নিকটে উপস্থিত হইলেন, এবং ঈশ্বরের গৃহে ২ বংশাবলি । ○○○ আনীত সমস্ত রৌপ্য, যাহা দ্বারপাল লেবীয়ের মনঃশি, ইফ্রয়িম ও ইস্রায়েলের সমস্ত অবশিষ্টাংশের নিকট হইতে, এবং সমস্ত যিহ্রদ ও বিদ্যমীনের নিকট হইতে, আর যিরশালেম-নিবাসীদের নিকট হইতে সংগ্ৰহ করিয়াছিল, সেই সকল রৌপ্য সমর্পণ করিলেন। ১০ তাহার। সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক কায্যকারীদের হস্তে তাহ সমৰ্পণ করিলেন, পরে যে কায্যকারীর সদাপ্রভুর গৃহে কৰ্ম্ম করিত, তাহারা সেই গৃহ সারিবার ১১ ও মেরামৎ করিবার জন্ত তাহ দিল, অথাৎ যিgদীর রাজগণ যে সকল গৃহ বিনষ্ট করিয়াছিলেন, সেই সকলের জন্ত ক্ষোদিত প্রস্তর, ও যোড়ের কাঠ ক্রয় করিতে ও কড়িকাষ্ঠ প্রস্তুত করিতে তাহার। সুত্রধর১২ দিগকে ও গথিকদিগকে তাহ দিল । আর সেই লোকের বিশ্বস্তরূপে কাৰ্য্য করিল, এবং মরারিসন্তানদের মধ্যে দুই জন লেবীয়, অর্থাৎ যহৎ ও ওবাদয়, তাহদের তত্ত্বাবধায়ক ছিল, এবং কহাৎসন্তানদের মধ্যে সথরিয় ও মশুল্লম, এবং অন্ত লেবীয়দের মধ্যে বাদ্য বাদনে নিপুণ লোকের কৰ্ম্ম চালাইবার ১৩ জন্ত নিযুক্ত ছিল। আর তাহারা ভারবাইকদের অধ্যক্ষ, আর কৰ্ম্ম চালাইবার জন্ত সৰ্ব্বপ্রকার সেবাকৰ্ম্মকারীদের উপরে নিযুক্ত ছিল, এবং লেবীয়দের মধ্যে কেহ কেহ লেখক, কৰ্ম্মচারী ও দ্বারপাল ছিল । তাহারা যখন সদাপ্রভুর গৃহে আনীত সকল রৌপ্য বাহির করিল, তখন হিন্ধিয় যাজক মোশি দ্বারা দত্ত ১৫ সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তকখানি পাইলেন। পরে হিন্ধিয় শাফন লেখককে কহিলেন, আমি সদাপ্রভুর গৃহে ব্যবস্থা-পুস্তকখানি পাইয়াছি ; পরে হিন্ধিয় শাফনকে ১৬ সেই পুস্তক দিলেন । আর শাফন সেই পুস্তক রাজার কাছে লহয়। গির রাজার কাছে এই নিবেদন করিলেন, আপনকার দাসদের প্রতি আদিষ্ট সমস্ত কৰ্ম্ম করা ১৭ যাইতেছে ; তাহারা সদাপ্রভুর গৃহে প্রাপ্ত সমস্ত টাকা একত্র করিয়া তত্ত্বাবধায়কদের ও কৰ্ম্মকারীদের হস্তে ১৮ দিয়াছেন । পরে শাফন লেখক রাজাকে এই কথা জ্ঞাত করিলেন, হিন্ধিয় যাজক আমাকে একখানি পুস্তক দিয়াছেন ; আর শাফন রাজার সাক্ষাতে তাহ ১৯ পাঠ করিতে লাগিলেন। তখন রাজা ব্যবস্থার বাক্য ২০ সকল শুনিয়া আপনার বস্ত্র চিরিলেন । আর রাজা হিন্ধিয়কে, শাফনের পুত্র অহী কামকে, মখায়ের পুত্র আবেদনকে, শাফন লেখককে ও রাজভূত্য অসায়কে ২১ এই অজ্ঞ করিলেন, তোমরা যাও, যে পুস্তকখানি পাওয়া গিয়াছে, সেই পুস্তকের বাক্য সকলের বিষয়ে আমার নিমিত্তে এবং ইস্রায়েলের ও যিহদার মধ্যে অবশিষ্ট লোকদের নিমিত্তে সদাপ্রভুকে জিজ্ঞাস কর : কেননা ঐ পুস্তকে লিখিত সকল কথানুযায়ী কৰ্ম্ম করিবার জন্য আমাদের পিতৃপুরুষের সদাপ্রভুর বাক্য পালন করেন নাই, এই জন্ত আমাদের উপরে সদা২২ প্রভুর অতিশয় ক্রোধাগ্নি বর্ষিত হইয়াছে। তখন হিন্ধয় ও রাজার নিযুক্ত] ঐ লোকের বস্ত্রাগারের S 8 399