বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 28 শক্ৰদের বিরোধ ও তাছার প্রতীকীর। 3 প্রাচীর গথিতেছি, তখন সে কুপিত ও অতিশয় বিরক্ত হইল, তার যিহুদীদিগকে বিদ্রুপ করিল। ২ আর সে আপন ভ্রাতৃগণের ও শমরীয় সৈন্যদলের সাক্ষাতে কহিল, এই নিস্তেজ যিহুদীরা কি করিতেছে ? ইহারা কি আপনাদিগকে দৃঢ় করিবে ? ইহার কি যজ্ঞ করিবে ? এক দিনে কি সমাপ্ত করিবে ? কথড়ার ঢিবি হইতে এই প্রস্তর সকল তুলিয়া কি সজীব ৩ করিবে ? এ সব যে পুড়িয়া গিয়াছে । তথন আন্মোনীয় টোবিয় তাহার পাশ্বে ছিল : সেও কহিল, উহার যে গাথনি করিতেছে, তাহীর উপরে যদি শিয়াল উঠে. তবে তাহীদের সেই পাথরের প্রাচীর ভঙ্গিয়া পড়িবে । ৪ – হে আমাদের ঈশ্বর, শ্রবণ কর, কেনন। আমরা छूछ्कृङ इईलाभ : उंश्लब क्लिष्ट्रदबि डैशष्मब्रड्रे মস্তকে বৰ্ত্তাও, এবং উহাদিগকে বন্দি হইয়া লুটিত ৫ বস্তুর দ্যায় বিদেশে থাকিতে দেও : উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, ও উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া যাইতে দিও না ; কেননা উহার গাথক৬ দিগের সম্মুখে তোমাকে ] অসন্তুষ্ট করিয়াছে। — এই রূপে আমরা প্রাচীর গাথিলাম, তাহাতে [উচ্চতার] অৰ্দ্ধ পর্যান্ত সমস্ত প্রাচীর সংযোজিত হইল, কারণ কার্য্য করতে লোকদের মন ছিল । ৭ আর সম্বরট ও টোবিয় এবং আরবীয়ের, অন্মোনীয়ের ও অসদোদীয়ের যখন শুনিতে পাইল, যিরূশালেমের প্রাচীরের মেরীমৎ সম্পন্ন হইতেছে, ও তাহার ছিদ্র সকল বদ্ধ করিতে আরস্ত করা হইয়াছে, তখন ৮ তাহার। অতিশয় ক্রুদ্ধ হইল ; আর তাহারা সকলে যিরূশীলেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবার জন্ত ও গোলযোগ ৯ উৎপন্ন করিলার জন্ত চক্রান্ত করিল। কিন্তু তাহীদের ভয়ে আমরা আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম, ও দিবীরত্র তাহদের বিরুদ্ধে প্রহরিগণকে ১• রাখিলাম। আর যিহুদীর লোকের কহিল, ভারবাহকের দুর্বল হইয়াছে, এবং কখড়া অনেক আছে, ১১ প্রাচীর গাখ। আমাদের অসাধ্য । আবার আমাদের বিপক্ষগণ কহিল, উহারা জানিবে না, দেখিবে না, অমনি আমরা উহাদের মধ্যে আসিয়া উহাদিগকে বধ ১২ করিয়৷ কাৰ্য্য বদ্ধ কfরব। আর তাহদের নিকটবাসী যিহুদীরা সৰ্ব্বস্থান হইতে আসিয়া দশ বার আমাদিগকে বলিল, তোমাদিগকে আমাদের কাছে ফিরিয়া ১৩ আদিতে হইবে । অতএব আমি প্রাচীরের পশ্চাদিকে নীচস্থ অনাবৃত স্থানে লোক নিযুক্ত করিলাম, স্ব স্ব গোষ্ঠী অনুসারে খড়গ, বড়শা ও ধনুক সমেত লোক ১৪ নিযুক্ত করিলাম। পরে আমি চাহিয়া দেখিলাম, এবং উঠিয় প্রধান লোকদিগকে, অধ্যক্ষগণকে ও অন্ত সকল লোককে কহিলাম, তোমরা উহাদের হইতে ভীত হইও না ; মহান ও ভয়ঙ্কর প্রভুকে স্মরণ কর, নহিমিয় । সনবল্লট যখন শুনিতে পাইল যে, আমরা | [ 8 ; S – 3 ; c. 1 এবং আপন আপন ভ্রাতৃগণের, পুত্র ও কস্তাগণের. স্ত্রীদিগের ও গৃহের জন্ত যুদ্ধ কর। আর যখন আমাদের শত্রুগণ শুনিতে পাইল যে, আমরা জানিতে পারিয়াছি, আর ঈশ্বর তাহীদের মন্ত্রণ। বিফল করিয়াছেন, তখন আমরা সকলে প্রাচীরে আপন আপন কাৰ্য্য করিতে পুনৰ্ব্বার গমন করিলাম। ১৬ আর সেই দিন অবধি আমার যুবকদের অৰ্দ্ধেক লোক কৰ্ম্ম করিত, অন্ত অৰ্দ্ধেক লোক বড়শী, ঢাল, ধনু ও বৰ্ম্ম ধরিয়া থাকিত, এবং সমস্ত যিহুদী কুলের পশ্চাৎ ১৭ অধ্যক্ষগণ থাকিতেন । যাহার প্রাচীর গাথিত, আর যাহারা ভার বহিত, তাহারা ভার তুলিয়া দিত, সকলে এক হস্তে কৰ্ম্ম করিত, তাম্ব হন্তে অস্ত্র ধরিত ; ১৮ আর গাথকেরা প্রত্যেক জন কটিদেশে খড়গ বাধিয়া ১৯ গtiখত, এবং তুরীবাদক আমার পাশ্বে থাকিত। আর আমি প্রধান লোকদিগকে, অধ্যক্ষগণকে ও অন্ত সকল লোককে কহিলাম, এই কৰ্ম্ম ভারী ও বিস্তীর্ণ, এবং আমরা প্রাচীরের উপরে পৃথক পৃথক হইয়া এক জন ২• হইতে অন্ত জন দূরে অছি ; তোমরা যে কোন স্থানে তুরীর শব্দ শুনিবে, সেই স্থানে আমাদের নিকটে একত্র হইবে ; আমাদের ঈশ্বর আমাদের নিমিত্তে যুদ্ধ করবেন । এইরূপে অমর কৰ্ম্ম করিতাম, এবং অরুণোদয় কাল অবধি তীরদর্শন কাল পর্য্যন্ত আমাদের অৰ্দ্ধেক ২২ লোক বড়শা ধরিয়া থাকিত । সেই সময়ে আমি লোকদিগকে আরও কহিলাম, প্রত্যেক পুরুষ আপন আপন চাকরের সহিত রাত্রিকালে যিরশালেমের মধ্যে থাকুক ; তাহার রীত্রিকালে আমাদের রক্ষক হইবে, ২৩ ও দিবসে কৰ্ম্ম করিবে । অতএব আমি, আমার ভ্রাতৃগণ, যুবকের ও আমার অনুবত্তা রক্ষকের কেহ বস্ত্র খুলিতাম না, প্রত্যেকে নিজ নিজ অস্ত্রসহ জলের নিকটে যাইতাম ।

  • @

ミ> দরিদ্রদের উপরে দৌরাত্ম্য নিবারণ । (g পরে আপনাদের ভ্রাতা যিহুদীদের বিরুদ্ধে প্রজাগণের ও তাহীদের স্ত্রীদিগের মহাক্ৰন্দন ২ উত্থিত হইল। কেহ কেহ কহিল, আমরা পুত্র কম্বাশুদ্ধ অনেক প্রাণী, অহার করিয়া জীবন ধারণের নিমিত্তে ৩ শস্ত লইব । আর কেহ কেহ কহিল, আমরা আপন ভূমি, দ্রাক্ষাক্ষেত্র ও গৃহ বন্ধক দিতেছি, দুর্ভিক্ষের ৪ সময়ে শস্ত লইব । আর কেহ কেহ কহিল, রাজ করের নিমিত্তে আমরা আপন আপন ভূমি ও দ্রাক্ষাক্ষেত্র ৫ বন্ধক রাখিয় রৌপ্য লইয়াছি। কিন্তু আমাদের মাংস আমাদের ভ্রাতাদের মাংসের সমান, আমাদের সন্তানগণ তাহীদের সন্তানদের সমান ; তথাপি দেখুন, আমরা আপন আপন পুত্ৰ কস্তাগণকে দাসত্বে আনিতেছি, আমাদের কন্তদের মধ্যে কেহ কেহ ত দাসীর অবস্থায় পড়িয়াছে ; আমাদের কিছু সঙ্গতি নাই ; এবং 414