পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎ ; 36-రి8 | ] করিলে, এবং আপন দাস মোশি দ্বারা তাহাদিগকে ১৫ আজ্ঞ, বিধি ও ব্যবস্থা দিলে ; আর তাঁহাদের ক্ষুধ। নিবারণার্থে স্বৰ্গ হইতে তাহাদিগকে ভক্ষ্য দিলে, ও তাহাঁদের পিপাস নিবারণার্থে শৈল হইতে জল বাহির করিলে ; আর তুমি তাহাদিগকে যে দেশ দিবার জন্য হস্ত উত্তোলন করিয়াছিলে, তাহ অধিকার করণার্থে তথায় প্রবেশ করিতে আজ্ঞা দিলে। তথাপি তাহার ও আমাদের পিতৃপুরুষেরা গৰ্ব্ব করিল, আপন আপন গ্রীবা শক্ত করিল, এবং তোমার ১৭ আজ্ঞায় কর্ণপাত করিল না ; আর তাহার কথা শুনিতে অস্বীকার করিল, এবং তুমি তাহদের মধ্যে যে সকল অদ্ভুত কাৰ্য্য করিয়াছিলে, তাহী স্মরণে রাখিল না, কিন্তু আপন আপন গ্রীব। শক্ত করিল, দাসত্বে ফিরিয়া যাইবার নিমিত্ত বিদ্রেীহভাবে এক সেনাপতিকে নিযুক্ত করিল ; কিন্তু তুমি ক্ষমাবান ঈশ্বর, কৃপাময় ও স্নেহশীল, ত্রেণধে ধীর ও দয়াতে ১৮ মহান, তাই তাহাদিগকে ত্যাগ করিলে না। এমন কি, তাহার। যখন আপনাদের জন্য ছাচে ঢাল এক গোবৎস নিৰ্ম্মাণ করিল, এবং বলিল, এই তোমার দেবতা, যিনি মিসর হইতে তোমাকে বাহির করিয়৷ অনিয়াছেন, এইরূপে যখন মহা-অসন্তোষকর কার্য্য ১৯ করিল, তখনও তুমি আপন প্রচুর করুণ প্রযুক্ত প্রান্তরে তাহাদিগকে ত্যাগ করিলে না ; দিবসে তাহদের পথ দেখাইবার মেযস্তম্ভ, এবং রাত্রিতে গন্তব্য পথে দীপ্তি দিবীর অগ্নিস্তস্ত তাহীদের উপর হইতে সরিয়া ২০ গেল না। আর তুমি শিক্ষা দিবার জন্য আপন মঙ্গলময় আত্মা তাহাদিগকে দান করিলে, এবং তাহদের মুখ হইতে তোমার মান্ন। নিবৃত্ত করিলে না, ও তাঁহা২১ দিগকে পিপাস নিবারণার্থে জল দিলে। আর চল্লিশ বৎসর পর্য্যন্ত প্রান্তরে তাহাদিগকে প্রতিপালন করিলে, তাহদের অভাব হইল না ; তাহদের বস্ত্র জীর্ণ হইল ২২ না, ও তাহদের প। ফুলিল না। পরে তুমি তাহtদিগকে নানা রাজ্য ও নানা জাতি প্রদান করিয়৷ সৰ্ব্বদিকে তাহদের অংশ নিরূপণ করিলে ; তাহতে তাহারা সাঁহোনের দেশ, অর্থাৎ হিন্থবোণের রাজার দেশ ও বাশন-রাজ ওগের দেশ অধিকার করিল। ২৩ আর তুমি তাহদের সন্তানদিগকে আকাশের তারার স্তায় বহুসংখ্যক করিলে, এবং সেই দেশে তাহাদিগকে আনিলে, যে দেশের বিষয়ে তুমি তাহদের পিতৃপুরুষদের কাছে বলিয়াছিলে যে, তাহার। তাই। ২৪ অধিকার করিবার জন্ত তথায় প্রবেশ করিবে। পরে সেই সন্তানগণ সেই দেশে প্রবেশ করিয়া তাহ অধিকার করিল, এবং তুমি সেই দেশনিবাসী কনানীয়দিগকে তাহীদের সম্মুখে নত করিলে, এবং উহাদিগকে ও উহাদের রাজগণকে ও দেশস্থ সকল জাতিকে তাহদের হস্তে সমর্পণ করিলে, উহাদের ২৫ প্রতি যাহা ইচছা তাহা করিতে দিলে । তাহতে তাহার প্রাচীরবেষ্টিত অনেক নগর ও উর্বর ভূমি 3 নহিমিয় । 8 ) ఎ লইল, এবং সমুদয় উত্তম দ্রব্যে পরিপূর্ণ গৃহ, খনিত কুপ, দ্রাক্ষাক্ষেত্র, জিতক্ষেত্র ও প্রচুর ফলৰ্বক্ষ অধিকার করিল, এবং ভোজন করিয়া তৃপ্ত ও পুষ্ট হইল, এবং তোমার কৃত মহামঙ্গলে আপ্যায়িত হইল । ২৬ তথাপি তাহারা অবাধ্য হইয়৷ তোমার বিরুদ্ধে বিদ্রোহচরণ করিল, তোমার ব্যবস্থা পশ্চাৎ দিকে ফেলিল, এবং তোমার যে ভাববাদিগণ তোমার প্রতি তাঁহাদিগকে ফিরাইবার জন্ত তাহদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেন, তাহাদিগকে বধ করিল, ও মহা-অসন্তোষ কর ২৭ কাৰ্য্য করিল। পরে তুমি তাহাদিগকে বিপক্ষদের হস্তে সমর্পণ করিলে তাহার। তাহাদিগকে কষ্ট দিল ; কিন্তু কষ্টের সময়ে যখন তাহার তোমার কাছে কাদিত, তখন তুমি স্বৰ্গ হইতে তাহ শুনিতে, এবং তোমার প্রচুর করুণ প্রযুক্ত তাহাদিগকে নিস্তারকত্ত্বগণ দিতে, যাহার বিপক্ষদের হস্ত হইতে তাহাদিগকে ২৮ নিস্তার করিতেন । তথাপি বিশ্রাম পাইলে পর তাহার। আবার তোমার সাক্ষাতে কদাচরণ করিত, তাহতে তুমি তাহাদিগকে শক্রহস্তে সমর্পণ করিতে, এবং সেই শত্ৰুগণ তাহদের উপরে কর্তৃত্ব করিত ; কিন্তু তাহার ফিরিলে ও তোমার কাছে ক্ৰন্দন করিলে তুমি স্বর্গ হইতে তাহ শুনিতে ; এবং আপন করুণ অনুসারে ২৯ অনেক বীর তাহাদিগকে উদ্ধার করিতে ; আর অপেন ব্যবস্থ-পথে তাহাদিগকে ফিরাইয়া আনিবার নিমিত্তে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ; তথাপি তাহার গৰ্ব্ব করিল, ও তোমার আজ্ঞায় কর্ণপাত করিত না, কিন্তু যাহা পালন করিলে মনুষ্য বাচে, তোমার সেই সকল শাসনের প্রতিকুলে পাপ করিত, ও স্কন্ধ সরাইত, ৩০ গ্রীবা শক্ত করিত, কথা শুনিত না। তথাপি তুমি বহু বৎসর তাহদের ব্যবহার সহ করিলে ও তোমার ভাববাদিগণের দ্বারা তোমার আত্মাকর্তৃক তাহদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে ; কিন্তু তাহার কর্ণপাত করিল ন, তজ্জন্ত তুমি তাহাদিগকে নানাদেশীয় জাতিগণের ৩১ হস্তে সমর্পণ করিলে। তথাপি তোমার প্রচুর করুণ। প্রযুক্ত তাহাদিগকে নিঃশেষ কর নাই ও ত্যাগ কর নাই, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর। অতএব, হে আমাদের ঈশ্বর, মহান, বিক্রান্ত ও ভয়ঙ্কর ঈশ্বর, তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাক , অশুর-রাজগণের সময়াবধি অদ্য পৰ্য্যন্ত আমাদের উপরে, আমাদের রাজাদের, অধ্যক্ষদের, যাজকদের, ভাববাদীদের, পিতৃপুরুষদের ও তোমার সকল প্রজার উপরে যে সমস্ত ক্লেশ ঘটিতেছে, সে সকল তোমার ৩৩ দৃষ্টিতে ক্ষুদ্র বোধ না হউক। আমাদের প্রতি এই সকল ঘটিলেও তুমি ধৰ্ম্মময় ; কেনন। তুমি সত্য ব্যবহার করিয়াছ, কিন্তু আমরা দুষ্কৰ্ম্ম করিয়াছি । ৩৪ আর আমাদের রাজগণ, অধ্যক্ষগণ, যাজকগণ ও পিতৃপুরুষের তোমার ব্যবস্থা পালন করেন নাই, এবং তোমার আজ্ঞায় ও যদ্বারা তুমি তাহদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে, তোমার সেই সাক্ষ্যকথায় কর্ণপাত כפי 419