পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

صی خ53 ৯ বুঝাইয়া দিল। আর শাসনকৰ্ত্ত লহিমিয়, অধ্যাপক ইষ যাজক ও লোকদের শিক্ষক লেবীয়ের সমস্ত লোককে কহিলেন, আদ্যকার দিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদেশে পবিত্র, তোমর শোক করিও না, রোদন করিও না । কেননা ব্যবস্থা-পুস্তকের বাক্য ১০ শ্রবণে সমস্ত লোক রোদন করিতেছিল। আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন কর, মিষ্ট রস পান কর, এবং যাহার জন্ত কিছু প্রস্তুত নাই, তাহাকে অংশ পাঠাইয় দেও ; কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশে পবিত্র, তোমরা বিষঃ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই ১১ তোমাদের শক্তি। লেবীয়েরাও লোক সকলকে শান্ত করিয়া কহিল, নীরব হও, কেনন। অদ্য পবিত্র দিন, ১২ তোমরা বিষঃ হইও না। তখন সমস্ত লোক ভোজন পান, অংশ প্রেরণ ও অতিশয় আনন্দ করিতে গেল, কেননা যে সকল কথা তাহীদের কাছে বলা গিয়াছিল, তাহার সে সকল বুঝিতে পারিয়াছিল। আর দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতির, যাজকের ও লেবীয়ের ব্যবস্থার বাক্যে মনোনিবেশ করিবার জন্ত অধ্যাপক ইষার কাছে একত্র হইল। ১৪ আর তাহার। দেখিতে পাহল, ব্যবস্থায় এই কথা লেখা আছে যে, সদাপ্রভু মোশি দ্বারা এই আজ্ঞা দিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ সপ্তম মাসের উৎসব১৫ কালে কুটীরে বাস করিবে ; এবং আপনাদের সকল নগরে ও যিরশালেমে এই কথা ঘোষণা ও প্রচার করিবে, যেরূপ লেখা আছে, তদনুসারে কুটীর নিৰ্ম্মীশীর্থে পৰ্ব্বতে গিয়া জিত বৃক্ষের শাখ, বস্ত জিত বৃক্ষের শাখা, গুলমেদির শাখা, খর্জর বৃক্ষের শাখা ও ঝোপাল ১৬ বৃক্ষের শাখা আন । তাঁহাতে লোকের বাহিরে গেল, ও সেই সকল আনিয়া প্রত্যেক জন আপন আপন গৃহের ছাদে ও প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে, জল-দ্বারের চকে ও ইক্রয়িম-দ্বারের চকে ১৭ আপনাদের জন্ত কুটীর নিৰ্ম্মাণ করিল। বন্দিদশ৷ হইতে প্রত্যাগত লোকদের সমস্ত সমাজ কুটীর নিৰ্ম্মাণ করিয়া তাহার মধ্যে বাস করিল ; বস্তুতঃ নুনের পুত্ৰ যিহোশূয়ের সময় হইতে সেই দিন পর্যন্ত ইস্রায়েল-সন্তানগণ সেরূপ করে নাই ; তাহাতে আতি বড় ১৮ আনন্দ হইল। আর ইষা প্রথম দিন হইতে শেষ দিন পৰ্য্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থা-পুস্তক পাঠ করিলেন । আর লোকের সাত দিন পৰ্ব্ব পালন করিল, এবং বিধি অনুসারে অষ্টম দিনে উৎসব-সভ! হুইল । > ○ যিহুদীদের উপবাস, পাপ স্বীকার ও নিয়মস্থাপন । > ol. lo চতুৰ্বিংশ দিলে ইস্রায়েলসন্তানগণ উপবাস, চটপরিধান ও মস্তকে মৃত্তিক ২ অৰ্পণপূর্বক একত্র হইল। আর ইস্রায়েল-বংশ সমস্ত নহিমিয় । [ b' ; సె - ఎ ; $8 | বিজাতীয় লোক হইতে আপনাদিগকে পৃথক্ করিল, এবং দাড়াইয় আপনাদের পপ ও আপনাদের পিতৃ৩ পুরুষদের অপরাধ স্বীকার করিল। আর তাহার আপন আপন স্থানে দাড়াইল ও দিনের চতুর্থাংশ পৰ্য্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থী-পুস্তক পাঠ করিল, পরে দিনের আর এক] চতুর্থাংশ পৰ্য্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাপ স্বীকার ও ৪ প্ৰণিপাত করিল। আর যেশুয় ও বানি, কদমায়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি, কনানী, ইহার লেবীয়দের সোপানে দাড়াইয় আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে উচ্চৈঃস্বরে ক্ৰন্দন করিল। পরে যেসূয় ও কদৰ্মীয়েল, বানি, হশবৃনিয়, শেরেবিয়, হেদিয়, শবনিয়, পথাহিয়, এই কয়েক জন লেৰীয় এই কথ। কহিল, উঠ ; তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্তবাদ কর, যিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্য্যন্ত [ধষ্ঠ] । তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হউক, যাহা যাবতীয় ধন্ত৬ বাদ ও প্রশংসার অতীত। কেবলমাত্ৰ তুমিই সদাপ্রভু ; তুমি স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং তাহার সমস্ত বাহিনী, পৃথিবী ও তথাকার সমস্ত এবং সমুদ্র ও তন্মধ্যস্থ সমস্ত নিৰ্ম্মাণ করিয়াছ, আর তুমি তাহদের সকলের স্থিতি করিতেছ, এবং স্বর্গের বাহিনী তোমার কাছে প্ৰণিপাত ৭ করে। তুমিই সদাপ্রভু ঈশ্বর ; তুমি অব্রামকে মনোনীত করিয়াছিলে, কল্দীয় দেশের উর হইতে বাহির করিয়া আনিয়াছিলে, ও তাহার নাম অব্রাহাম রাখিয়া৮ ছিলে ; এবং আপনার সাক্ষাতে তাহার অন্তঃকরণ বিশ্বস্ত দেখিয়া কনানীয়, হিৰ্ত্তীয়, ইমোরীয়, পরিষীয়, যিবুৰীয় ও গিগাশীয়ের দেশ দিবার জন্ত, তাহার বংশকে দিবার জন্ত, তাহুর সহিত নিয়ম করিয়াছিলে, আর তুমি আপনার বাক্য অটল রাখিয়াছ, কেননা তুমি ধৰ্ম্মময়। ৯ আর তুমি মিসরে আমাদের পিতৃপুরুষদের দুঃখ দেখিয়ছিলে, ও সুফসাগরের তীরে তাহদের ক্ৰন্দন ১০ শুনিয়াছিলে ; এবং ফরোণে, তাহার সমস্ত দাসগণে ও তাহার দেশের প্রজা সকলে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইয়াছিলে ; কেননা তুমি জানিতে যে, মিশ্ৰীয়ের তাহাঁদের বিরুদ্ধে গৰ্ব্ব করিত ; ইহাতে তুমি আপনার নাম প্রতিষ্ঠিত করিলে, যেমন অদ্য রহিয়াছে। ১১ আর তুমি তাঁহাদের সম্মুখে সমুদ্রকে দ্বিভাগ করিলে, তাহাতে তাহার। সমুদ্রের মধ্যস্থলে শুষ্ক পথ দিয়া অগ্রসর হইল ; কিন্তু প্রবল জলে যেমন প্রস্তর, তেমনি তুমি তাহদের পশ্চাদ্ধাবনকারী লোকদিগকে অগাধ ১২ জলে নিক্ষেপ করিলে । আর তুমি দিবসে মেঘস্তম্ভ দ্বার, ও রাত্রিতে তাহীদের গন্তব্য পথে দীপ্তি দিবার ১৩ অগ্নিস্তম্ভ দ্বারা তাহাদিগকে গমন করাইতে । তুমি সীনয় পৰ্ব্বতের উপরে নামির আসিলে, স্বর্গ হইতে তাহদের সহিত কথা বলিলে, আর যথার্থ শাসন, সত্য ব্যবস্থা, উত্তম বিধি ও আজ্ঞা তাহাদিগকে দিলে : ১৪ এবং আপনার পবিত্র বিশ্রামবার তাহাদিগকে জ্ঞাত 418