পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ; Raーレ; >c l ] নিরাশ ব্যক্তির বাক্য ত বায়ুর তুল্য। ২৭ তোমরা ত অনাথের জন্ত গুলিবাট করিবে, তোমাদের বন্ধুকে বিক্রয় করিবে । ২৮ এখন অনুগ্রহ করিয়া আমার প্রতি দৃষ্টি কর, আমি তোমাদের সাক্ষাতে মিথ্য কহিব না । ২৯ তোমরা ফিরিয়া যাও, অষ্ঠায় না হউক ; আমি বলি, ফিরিয়া যাও, আমার পক্ষ হ্যাঘ্য । ৩• আমার জিহবাতে কি অন্তায় আছে ? আমার রসন কি বিপাকের স্বাদ বুঝে না ? 일 পৃথিবীতে কি মৰ্ত্তকে সৈন্তবৃত্তি করিতে হয় না ? তাহার দিনসমূহ কি বেতনজীবীর দিনের তুল্য নহে ? ২ দাস যেমন ছায়ার আকাঙক্ষ করে, বেতনজীবী যেমন আপন বেতনের অপেক্ষা করে; ৩ তেমনি অলীকতার মাসপর্য্যায় আমার দায়াংশ, কষ্টকর রাত্রি সকল আমার জন্ত নিরূপিত । ৪ শয়নকালে আমি বলি, কখন উঠিব? কিন্তু রাত্রি দীর্ঘ হইয় পড়ে, প্রভাত পৰ্য্যন্ত আমি কেবল ছট্‌ফট্‌ করিতে থাকি। ৫ কীট ও মাটীর ঢেলা আমার মাংসের অচিছাদন ; আমার চৰ্ম্ম ফাটিয়াছে ও গলিত হইয়াছে । ৬ তত্ত্ববায়ের মাকু অপেক্ষ। আমার আয়ু দ্রুতগামী, তাহ। আশাবিহীন হইয়া শেষ হয় । ৭ মরণ কর, আমার জীবন শ্বাস মাত্র, আমার চক্ষু আর মঙ্গল দেখিতে পাইবে না : ৮ আমার দর্শনকারীর চক্ষু আর আমাকে দেখিবে না : আমার প্রতি তোমার দৃষ্টি পড়িবে, কিন্তু আমি অনু দিষ্ট হইব । ৯ মেঘ যেমন ক্ষয় পাইয়া অন্তৰ্হিত হয়, তেমনি যে পাতালে নামে, সে তার উঠিলে না। ১০ সে আপনার গৃহে আর ফিরিয়া আসিবে না, তাহার স্থান আর তাহাকে চিনিবে না । ১১ অতএব আমি আর মুখ বুজিয়া থাকিব না ; আমি আত্মার উদ্বেগে কথা বলিব, প্রাণের তিক্ত তায় বিলাপ করিব । ২২ আমি কি সমুদ্র ন৷ তিমি যে, আমার উপরে তুমি প্রহরী রাখিতেছ ? ১৩ অামি যখন বলি, আমার গট্ট। আমাকে সন্তুনা করিবে, তামার শয্যা দুঃখের উপশম করিবে ; ১৪ তখন তুমি নানা স্বপ্নে আমাকে উদ্বিগ্ন কর, নান। দর্শনে আমাকে ত্ৰাসযুক্ত কর । ১৫ তাহাতে আমার প্রাণ শ্বাসরোধ চাহে, আমার এই অস্থিকঙ্কাল অপেক্ষ। মরণ চাহে । ১৬ আমার ঘৃণা হইয়াছে, আমি নিত্য বাচিয়া থাকিতে চাহি न' ; তামাকে ছাড়, কেননা আমার আয়ু নিশ্বাসবৎ। • ১৭ মর্ত্য কি যে, তুমি তাহাকে মহান জ্ঞান কর, যে, তাহার উপরে তোমার মন পড়ে, ১৮ যে, প্রতিপ্রভাতে তুমি তাহার তত্ত্ব কর, ইয়োব। 8 ❍ ☾ এবং নিমিষে নিমিষে তাহীর পরীক্ষা কর ? ১৯ তুমি কত কাল আমা হইতে আপন দৃষ্টি ফিরাইবে না ? আমার টোকগেলার মধ্যে কি আমাকে ছাড়িবে না ? ২০ হে মনুষ্যদর্শক, আমি যদি পাপ করিয়া থাকি, তবে আমার কৰ্ম্মে তোমার কি হয় ? তুমি কেন আমাকে তোমার শরলক্ষ্য করিয়াছ ? তামি ত আপনার ভার আপনি হইয়াছি । ২১ তুমি আমার অধৰ্ম্ম ক্ষম। কর না কেন ? আমার অপরাধ দূর কর না কেন ? আমি ত এক্ষণে ধূলিতে শয়ন করিব, তুমি সযত্নে আমার অন্বেষণ করবে, কিন্তু আমি অনুদিষ্ট হইব । বিলদদের প্রথম বক্তৃতা। bp : শূহীয় বিন্দ্রদ উত্তর করিয়া কহিলেন, তুমি কত ক্ষণ এই সকল কহিবে ? তোমার মুখের বাক্য প্রচণ্ড ঝটিকাবৎ বহিবে ? ৩ ঈশ্বর কি বিচারবিরুদ্ধ কৰ্ম্ম করেন ? সৰ্ব্বশক্তিমান কি ধৰ্ম্মবিপৰ্য্যয় করেন ? ৪ তোমার সন্তানগণ যদি তাহার বিরুদ্ধে পাপ করিয়া থাকে, আর তিনি তাহাদিগকে তাহীদের অধৰ্ম্মের হস্তে সমর্পণ করিয়া থাকেন, ৫ তুমিই যদি সযত্নে ঈশ্বরের অন্বেষণ কর, সববশক্তিমানের নিকটে যদি সাধ্যসাধন কর, ৬ যদি নিৰ্ম্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার নিমিত্ত জাগিবেন, ও তোমার ধৰ্ম্মনিবাস শান্তিযুক্ত করবেন। ৭ তাহাতে তব অগ্রিম অবস্থ ক্ষুদ্র বোধ হইবে, তোমার অন্তিম দশ। অতিশয় উন্নত হইবে । ৮ বিনয় করি, তুমি পূর্বকালীন লোককে জিজ্ঞাস কর, তাহদের পিতৃগণের অনুসন্ধান-ফলে মনযোগ কর। ৯ কেননা আমরা কল্যকার লোক, কিছুই জানি না ; পৃথিবীতে আমাদের আয়ু ছায়াস্বরূপ । ১• উহার কি তোমাকে শিক্ষা দিবে না, ও তোমাকে বলিবে না ? উহাদের অন্তঃকরণ হইতে কি এই বাক্য নিঃস্থত হইবে না ? ১১ “কর্দম বিন কি নল বৃদ্ধি পাইতে পারে ? খাগড় কি জল ব্যতিরেকে বাড়তে পারে ? ১২ যখন তাহা তেজস্ব থাকে, কাট। না যায়, তখন অন্ত সকল তৃণের পূবেব শুক হয়। ১৩ যাহারা ঈশ্বরকে ভুলিয়া যায়, সেই সকলের সেই গতি ; পমরের আশা বিনষ্ট হয়। ১৪ তাহার ভরসা উচ্ছিন্ন হয়, তাহার আশ্রয় মাকড়সার জলমাত্র। ১৫ সে আপন গুহে নির্ভর করবে, কিন্তু তাই স্থির থাকিবে না, 435