পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిఎ ; ఇ – 8 a ; : 0 ! ] র্তাহাকে ক্রয় করিলেন ; ইনি রক্ষক-সেনাপতি, এক ২ জন মিস্ত্রীয় লোক। আর সদাপ্রভু যোষেফের সহবৰ্ত্তা ছিলেন, এবং তিনি সফলকৰ্ম্ম৷ হইলেন, ও আপন ৩ মিস্ত্রীয় প্রভুর গৃহে রহিলেন। আর সদাপ্রভু তাহার সহবত্তী আছেন, এবং তিনি যে কিছু করেন, সদাপ্রভু তাহার হস্তে তাহ সফল করিতেছেন, ইহা ৪ তাহার প্রভু দেখিলেন। অতএব যোযেফ তাহার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন, ও তাহার পরিচারক হইলেন, এবং তিনি যোষেফকে আপন বাটীর অধ্যক্ষ করিয়৷ তাহার হস্তে আপনার সর্বস্ব ও সমর্পণ করিলেন। যে অবধি তিনি যোষেফকে আপন বাটীর ও সৰ্ব্বস্বের অধ্যক্ষ করিলেন, সেই অবধি সদাপ্রভু যোষেফের অনুরোধে সেই মিশ্ৰীয় ব্যক্তির বাটীর প্রতি আশীৰ্ব্বাদ করিলেন ; বাটীতে ও ক্ষেত্রে স্থিত তাহার সমস্ত সম্পদের প্রতি সদাপ্রভুর ও আশীৰ্ব্বাদ বৰ্ত্তিল। অতএব তিনি যোষেফের হস্তে আপনার সর্বশ্বের ভার দিলেন, আপনি নিজ আহারীয় দ্রব্য ব্যতীত আর কিছুরই তত্ত্ব লইতেন না। যোষেফ রূপবান ও স্বন্দর ছিলেন। ৭ এই সকল ঘটনার পর তাহার প্রভুর স্ত্রী যোষেফের প্রতি দৃষ্টিপাত করিল ; আর তাহাকে কহিল, আমার ৮ সহিত শয়ন কর । কিন্তু তিনি অস্বীকার করতঃ আপন প্রভুর স্ত্রীকে কহিলেন, দেখুন, এই বাটতে আমার হস্তে কি কি আছে, আমার প্রভু তাহ জানেন না ; আমারই হস্তে সৰ্ব্বস্ব রাখিয়াছেন ; ৯ এই বাটীতে আমা অপেক্ষ বড় কেহই নাই ; তিনি সমুদয়ের মধ্যে কেবল আপনাকেই আমার অধীন করেন নাই, কারণ আপনি তাহার ভার্য্য। অতএব আমি কিরূপে এই মহা দুষ্কৰ্ম্ম করিতে ও ১০ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি ? সে দিন দিন যোষেফকে সেই কথা কহিলেও তিনি তাহার সহিত শয়ন করিতে কিম্বা সঙ্গে থাকিতে তাহার কথায় ১১ সন্মত হইতেন না। পরে এক দিন যোষেফ কাৰ্য্য করিবার জন্ত গৃহমধ্যে গেলেন, বাটীর লোকদের মধ্যে অন্ত কেহ তথায় ছিল না, তখন সে যোষেফের বস্ত্র ১২ ধরিয়া বলিল, আমার সহিত শয়ন কর ; কিন্তু যোষেফ তাহার হস্তে আপন বস্ত্র ফেলিয়া বাহিরে ১৩ পলাইয়া গেলেন। তখন যোষেফ তাহার হস্তে বস্ত্র ফেলিয়া বাহিরে পলাইলেন দেখিয়া, সে নিজ ঘরের ১৪ লোকদিগকে ডাকিয়া কহিল, দেখ, তিনি আমাদের সহিত ঠাট্টা করিতে এক জন ইব্রীয় পুরুষকে অনিয়া* ছেন ; সে আমার সঙ্গে শয়ন করিবার জন্ত আমার নিকটে আসিয়াছিল, তাহাতে আমি চীৎকার করিয়া ১৫ উঠিলাম ; আমার চীৎকার শুনিয়া সে আমার নিকটে নিজ বস্ত্রখানি ফেলিয়া বাহিরে পলাইয়া গেল। ১৬ আর যে পৰ্য্যন্ত তাহার কৰ্ত্ত ঘরে না আসিলেন, সে পর্য্যন্ত সেই স্ত্রীলোক তাহার বস্ত্র আপনার কাছে ১৭ রাখিয়া দিল। পরে সেই বাক্যানুসারে তাহাকে কহিল, আদিপুস্তক । ←❍ ☾ তুমি যে ইব্রীয় দাসকে আমাদের কাছে আনিয়াছ, সে আমার সহিত ঠাট্ট করিতে আমার কাছে ১৮ আসিয়ছিল ; পরে আমি চীৎকার করিয়া উঠিলে সে আমার নিকটে তাহার বস্ত্রখানি ফেলিয়া বাহিরে পলাইয় গেল । তাহার প্রভু যখন আপন স্ত্রীর এই কথা শুনিলেন যে, “তোমার দাস আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছে, তখন ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন । ২• অতএব যোষেফের প্রভু তাহকে লইয়। কারাগারে রাখিলেন, যে স্থানে রাজার বন্দিগণ বদ্ধ থাকিত : তাহাতে তিনি সেখানে, সেই কারাগারে থাকিলেন । ২১ কিন্তু সদাপ্রভু যোষেফের সহবৰ্ত্তী ছিলেন, এবং তাহার প্রতি দয়া করিলেন ; ও তাহকে কারারক্ষকের ২২ দৃষ্টিতে অনুগ্রহ-পাত্র করিলেন। তাহাতে কারারক্ষক কারাস্থিত সমস্ত বন্দির ভার যোষেফের হস্তে সমর্পণ করিলেন, এবং তথাকার লোকদের সমস্ত কৰ্ম্ম ২৩ যোষেফের আজ্ঞানুসারে চলিতে লাগিল। কারারক্ষক তাহার হস্তগত কোন বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তাহার সহবৰ্ত্তী ছিলেন, এবং তিনি যাহা কিছু করিতেন, সদাপ্রভু তাহ সফল করিতেন। 3o ঐ সকল ঘটনার পরে মিসর-রাজের পানপাত্রবাহক ও মোদক আপনাদের প্রভু মিসর২ রাজের বিরুদ্ধে দোষ করিল। তাহাতে ফরেীণ আপনার সেই দুই কৰ্ম্মচারীর প্রতি, ঐ প্রধান পানপত্রবাহ৩ কের ও প্রধান মোদকের প্রতি, ক্রুদ্ধ হইলেন, এবং তাহাদিগকে বন্দি করিয়া রক্ষক-সেনাপতির বাটীতে, কারাগারে, যোষেফ যে স্থানে বদ্ধ ছিলেন, সেই ৪ স্থানে রাখিলেন। তাহীতে রক্ষক-সেনাপতি তাহাদের কাছে যোষেফকে নিযুক্ত করিলেন, আর তিনি তাহীদের পরিচর্য্যা করিতে লাগিলেন । এইরূপে তাহারী কিছু দিন কারাগারে রহিল। ৫ পরে মিসর-রাজের পানপত্রিবাহক ও মোদক, যাহার কারাবদ্ধ হইয়াছিল, সেই দুই জনে এক রাত্রিতে দুই প্রকার অর্থবিশিষ্ট দুই স্বপ্ন দেখিল । ৬ আর যোষেফ প্রত্যুষে তাহদের নিকটে আসিয়৷ তাহাদিগকে দেখিলেন, আর দেখ, তাহার বিষন্ন । ৭ তখন তাহার সঙ্গে ফরেীণের ঐ যে দুই কৰ্ম্মচারী তাহার প্রভুর বাটতে কারাবদ্ধ ছিল, তাহাদিগকে তিনি জিজ্ঞাসা করিলেন, অদ্য আপনাদের মুখ বিবঃ ৮ কেন ? তাহার। উত্তর করিল, আমর! স্বপ্ন দেখিয়াছি, কিন্তু অর্থকারক কেহ নাই। যোষেফ তাহাদিগকে কহিলেন, অর্থ করিবার শক্তি কি ঈশ্বর হইতে হয় না ? বিনয় করি, স্বপ্নবৃত্তান্ত আমাকে বলুন। ৯ তখন প্রধান পানপত্রিবাহক যোবেফকে আপন স্বপ্নবৃত্তান্ত জানাইল, তাহকে কহিল, আমার স্বপ্নে, দেখ, ১• আমার সম্মুখে এক দ্রাক্ষালতা। সেই দ্রাক্ষালতার তিনটী শাখা ; তাহ যেন পল্লবিত হইল ও তাহাতে পুষ্প হইল, এবং স্তবকে স্তবকে তাহার ফল হইয়। 3 35