88文 ২১ সত্যই, অষ্ঠায়ীদের বসতি এই রূপ : যে ঈশ্বরকে জানে না, তাহার এই দশা । ইয়োবের উত্তর । Sఏ পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন - তোমরা কত ক্ষণ আমার প্রাণে ক্লেশ দিবে ? বাক্যের আঘাতে আমাকে চূর্ণ করিবে ? ৩ এই দশবার আমাকে তিরস্কার করিয়াছ : আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নাই। ৪ যাহা হউক, যদি আমি ভ্ৰম করিয়া থাকি, তবে সেই ভ্রমের ফল আমারই । ৫ তোমরা কি নিতান্তই আমার উপরে দপ করিবে ? আমার বিরুদ্ধে আমার গ্লানির দোহাই দিবে ? ৬ এখন জন, ঈশ্বর অামার প্রতি অন্তায় করিয়াছেন, আপন জালে আমাকে ঘেরিয়াছেন । ৭ দেখ, আমি অন্তায়প্রযুক্ত ক্ৰন্দন করি, উত্তর পাই না : আৰ্ত্তনাদ করি, কিন্তু বিচার হইতেছে না। ৮ তিনি অলঙ্ঘনীয় বেড়। দ্বারা আমার পথ রুদ্ধ, এবং আমার মার্গ অন্ধকারাবৃত করিয়াছেন। ৯ তিনি আমার গৌরব-বসন খুলিয়া লইয়াছেন, আমার মস্তকের মুকুট হরণ করিয়াছেন। ১• তিনি চারিদিকে আমাকে ভগ্ন করিয়াছেন, আমি গেলাম : তিনি বৃক্ষের স্থায় আমার আশ্বাস উন্মুলন করিয়াছেন। ১১ তিনি আমার বিরুদ্ধে ক্রোধ প্রজ্বলিত করিয়াছেন, আমাকে এক জন বিপক্ষের দ্যায় গণনা করিয়াছেন। ১২ তাহীর সৈন্ত সকল একসঙ্গে আসিতেছে, তাহারা আমার বিরুদ্ধে জঙ্গল বধিতেছে, আমার তাম্বুর চারিদিকে শিবির স্থাপন করিয়াছে। ১৩ তিনি মম জ্ঞাতিদিগকে আসা হইতে দূরে রাখিয়াছেন, আমার পরিচিতের অপরিচিতের ন্তায় হইয়াছে। ১৪ আমার কুটুম্বগণ আমাকে ত্যাগ করিয়াছে, আমার মিত্ৰগণ আমাকে ভুলিয়া গিয়াছে। ১৫ আমার গৃহের প্রবাসীর ও আমার দাসীগণ আমাকে অপরিচিতের দ্যtয় জ্ঞান করে, আমি তাহদের দৃষ্টিতে বিজাতীয় হইয়াছি। - ১৬ আমার দাসকে ডাকি, সে আমাকে উত্তর দেয় না, যদিও আমি নিজ মুখে তাহাকে বিনতি করি। ১৭ আমার নিশ্বাস আমার ভাৰ্য্যার ঘৃণিত, আমার আর্তস্বর আমার সহোদরগণের ঘৃণিত। ১৮ বালকেরাও আমাকে অবজ্ঞা করে, আমি উঠিলে তাহার। আমার বিরুদ্ধে কথা কহে । ১৯ আমার স্বহৃদ সকলে আমাকে ঘৃণা করে, আমার প্রিয় পাত্রেরা আমার প্রতি বিমুখ। ২০ আমার চৰ্ম্মে ও মাংসে অস্থি সংলগ্ন হইয়াছে, তামি দন্তের চৰ্ম্মাবশিষ্ট হইয়। বঁচিয়া আছি । ২১ হে মম বন্ধুগণ, আমাকে কৃপা কর, কৃপ কর, কেনন। ঈশ্বরের হস্ত আমাকে স্পর্শ করিয়াছে ৷ ইয়োব । [ >bアお ২১ – ২ o ; ১৩ । ২২ ঈশ্বরের স্থায় কেন আমাকে তাড়ন কর ? আমার মাংস ভক্ষণ করিতে কি ক্ষান্ত হইবে না ? ২৩ আহ, আমার কথা সকল যদি লিখিত হয় । সে সকল যদি পুস্তকে বিরচিত হয় ২৪ যদি লৌহ-লেখনী ও সীসা দ্বার পাষাণে তক্ষিত হইয়। অনন্ত কাল থাকে । ২৫ কিন্তু আমি জানি, আমার মুক্তিকৰ্ত্ত জীবৎ : তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাড়াইবেন। ২৬ আর আমার চৰ্ম্ম এইরূপে বিনষ্ট হইলে পর, তবু আমি মাংসবিহীন হইয়৷ * ঈশ্বরকে দেখিব । ২৭ অামি তাহকে আপনার সপক্ষ দেখিব, আমারই চক্ষু দেখিবে, অষ্ঠে নয়। বক্ষেlমধ্যে আমার হৃদয় ক্ষীণ হইতেছে। ২৮ তোমরা যদি বল, আমরা কেমন করিয়া উহাকে তাড়ন করিব ? আমার মধ্যে না কি মূলতত্ত্ব পাওয়া যায়, ২৯ তবে তোমরা খড়গ হইতে ভীত হও, কেননা খড়েগর দও ক্রোধময় ; বিচার আছে, ইহা তোমাদের জানা উচিত । সোফরের দ্বিতীয় বক্তৃতা । ミ? নামখীয় সেফির উত্তর করিয়া কহিলেন, আমার চিন্ত৷ উত্তর দিতে আমাকে উত্তেজনা করে, কারণ আমি অধৈর্য্য হইলাম । ৩ আমি নিজ অপমানসূচক উপদেশ শুনিলাম, আমার বুদ্ধি হইতে আত্মা আমাকে উত্তর যোগায় । ৪ তুমি কি ইহা জান না যে, কালের আরস্তাবধি, পৃথিবীতে মনুষ্যের স্থাপনাবধি, ৫ দুষ্টগণের আনন্দগান ক্ষণমাত্রস্থায়ী, পমরের হর্ষ নিমেষমত্রস্থায়ী ? ৬ তাহার মহত্ত্ব যদি আকাশ পর্য্যন্ত উঠে, তাহার মস্তক যদি মেঘ স্পর্শ করে, ৭ তথাপি সে আপন বিষ্ঠার দ্যায় চিরতরে বিনষ্ট হইবে : যাহার। তাহাকে দেখিত, তাহারা বলিবে, সে কোথায় ? ৮ সে স্বপ্লবৎ লুপ্ত হইবে, নিরুদেশ হইবে ; সে রাত্রিকালীন দর্শনের স্তায় দূরীকৃত হইবে । ৯ যে চক্ষু তাহাকে দেখিত, সে আর দেখিবে না, তাহার বাসস্থান আর তাহকে দেখিবে না । ১০ তাহার সন্তানগণ দরিদ্রদের কাছে দয়া চাহিবে, তাহার হস্ত তাহার সম্পত্তি ফিরাইয়া দিবে। ১১ তাহার অস্থি যৌবনের তেজ পরিপূর্ণ, কিন্তু তাহার সহিত তাহাও ধূলায় শয়ন করিবে । ১২ যদ্যপি দুষ্টত তাহার মুখে মিষ্ট লাগে, আর সে তাহ জিহবার নীচে লুকাইয়। রাখে, ১৩ যদ্যপি ভাল বাসিয়া তাহা ত্যাগ না করে, কিন্তু মুখের মধ্যে রাখিয় দেয় ;
- ( বা ) মাংসে থাকিয়া ।
442