পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ ; ১৪ – ২ ১ ; ২৮ । ] ১৪ তথাপি তাহার অন্ন উদরে গিয়া বিকৃত হয়, তাহার অন্তরে কালসপের গরলস্বরূপ হয়। ১৫ সে ধন গ্রাস করিয়াছে, আবার তাহ বমন করিবে ; ঈশ্বর তাহার উদর হইতে তাহ বাহির করিবেন। ১৬ সে সৰ্পের গরল চুষিবে, বিষধরের জিহবা তাহাকে সংহার করিবে । ১৭ সে নদী সকলের প্রতি দৃষ্টি করিবে না, মধু ও দধিপ্রবাহী স্রোতঃ সকল দেখিবে না। ১৮ সে আপন পরিশ্রমের ফল ফিরিয়া দিবে,গ্ৰাস করিবে না ; সে নিজ লব্ধ সম্পত্তি অনুসারে আমোদ করিবে না। ১৯ কারণ সে দরিদ্রগণকে উৎপীড়ন ও ত্যাগ করিত, সে যাহা নিৰ্ম্মাণ করে নাই, এমন গৃহ কাড়িয়া লইত । ২• তাহার উদরের শান্তি হইত না, সে আপন অভীষ্ট বস্তুর কিছুই রক্ষা করিতে পরিবে না। ২১ তাহার গ্রাসে কিছু অবশিষ্ট থাকিত না, অতএব তাহার সুদশা থাকিবে না। ২২ সে পূর্ণ প্রাচুর্য্যের সময়ে কষ্টে পড়িবে, উপদ্রুত সকলের হস্ত তাহাকে আক্রমণ করিলে। ২৩ সে যখন নিজ উদর পূর্ণ করিতে উদ্যত হয়, [ঈশ্বর] তাহার উপরে আপন ক্রোধাগ্নি নিক্ষেপ করিবেন, তাহার ভোজনকালে তাহার উপরে তাহ বর্ষণ করিবেন। ২৪ সে লোহান্ত্র হইতে পলায়ন করিবে, কিন্তু পিত্তলের ধনুৰ্ব্বাণে বিদ্ধ হইবে। ২৫ সে বাণ টানিলে তাহ তাহার অঙ্গ হইতে বাহির হয়, তাহার পিত্ত হইতে চক্রমকে বাণগ্র নির্গত হয়, নানাবিধ ত্রাস তাহীকে আক্রমণ করে । ২৬ তাহার ধনরূপে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়, বিনা ব্যজনে অগ্নি তাহাকে গ্রাস করিবে, তাহার তাম্বুতে অবশিষ্ট সকলই ভস্ম করবে। ২৭ আকাশমণ্ডল তাহার অপরাধ ব্যক্ত করিবে, পৃথিবী তাহার প্রতিকূলে উঠিবে। ২৮ তাহার বাটীর সম্পত্তি উড়িয়। যাইবে, তহি। ঈশ্বরের ক্রোধের দিনে গলিয়। যাইবে । ২৯ ইহাই ঈশ্বর হইতে দুষ্ট মনুষ্যের লভ্য অংশ, ইহাই ঈশ্বর-নিরূপিত তাহার অধিকার। ইয়োবের উত্তর। ミS পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন, তোমরা মন দিয়া আমার কথা শুন, তাহাঁই তোমাদের সান্তন দান হইবে । ৩ আমার প্রতি সহিষ্ণুত কর, আমিই কথা কহি : আমার কথনের পরে তুমি বিদ্রুপ করিও। ৪ আমার কাতরোক্তি কি মনুষ্যের কাছে ? আমার মন অধৈৰ্য্য হইবে না কেন ? ৫ তোমরা আমার প্রতি নিরীক্ষণ কর, স্তব্ধ হও, তোমাদের মুখে হাত দেও। ৬ মনে পড়িলেই আমি বিহবল হই, আমার মাংস কম্পিত হয় । ইয়োব। 88 ○ ৭ দুর্জনেরা কেন জীবিত থাকে, কেন বুদ্ধ হয়, আবার ঐশ্বৰ্য্যে বীৰ্য্যবান হয় ? ৮ তাহদের বংশ তাহীদের সম্মুখে, তাহদের সঙ্গে, তাহদের সন্তান-সন্ততি তাহদের দৃষ্টিতে স্থিরীকৃত হয়, ৯ তাহীদের বাটী শান্তিযুক্ত, ভয়রহিত, তাহাদের উপরে ঈশ্বরের দণ্ড নাই । ১০ তাহদের বুষ সঙ্গম করিলে তাহ ব্যর্থ হয় না : গাভী গাভীন হইলে তাহার গৰ্ত্তপাত হয় না। ১১ তাহার। আপন আপন শিশুদিগকে মেষপালের দ্যার বাহিরে চালায়, তাহাঁদের সন্তানগণ নৃত্য করে। ১২ তাহারা তবল ও বীণ বাদ্য করে, বংশীর ধ্বনি শুনিলে আমোদ করে। ১৩ তাহার সুখে আপনাদের আয়ু যাপন করে, পরে এক নিমিষের মধ্যে পাতালে নামে । ১৪ তথাপি তাহার ঈশ্বরকে বলে, “ তুমি আমাদের নিকট হইতে দূর হও, কারণ আমরা তোমার পথ জানিতে চাহি না । ১৫ সৰ্ব্বশক্তিমান কে যে, আমরা তাহার সেবা করিব ? তাহার কাছে প্রার্থনা করিলে আমাদের কি লাভ ? * ১৬ দেখ, তাহদের সুদশা তাহীদের হস্তগত নয়, দুষ্টদের পরামর্শ আম হইতে দূরবত্তী । ১৭ কত বার দুষ্টদের প্রদীপ নিৰ্ব্বাণ হয় ? কত বার তাহদের প্রতি বিপদ ঘটে, এবং [ঈশ্বর] ক্রোধে এমন ক্লেশ বণ্টন করেন ১৮ যে, তাহারা বায়ুর সম্মুখস্থ শুষ্ক তৃণের দ্যায়, ও ঝটিক-বিতাড়িত তুষের ন্যায় হয় ? ১৯ [তোমরা বল,] ঈশ্বর তাহীর সন্তানগণের নিমিত্তে তাহার অধৰ্ম্ম সঞ্চয় করেন । তিনি তাহাকেই অধৰ্ম্মের ফল দিউন, তাহ হইলে সে তাহা জ্ঞাত হইবে, ২• তাহার নিজের চক্ষু তাহার বিনাশ দেখুক, সে সৰ্ব্বশক্তিমানের ক্রোধ পান করুক । ২১ কারণ যখন তাহার মাসপর্য্যায় শেষ হইবে, তখন নিজ ভাবী কুলে তাহার কি সন্তোৰ থাকিবে ? ২২ কেহ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিবে ? তিনি ত উৰ্দ্ধবাসীদেরও শাসন করেন। ২৩ কেহ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে, সৰ্ব্ববিধ বিশ্রাম ও শান্তি থাকিতে মরে । ২৪ তাহার ভাণ্ড সকল দুগ্ধে পরিপূর্ণ, তাহার অস্থির মজ্জা সতেজ থাকে। ২৫ আর কেহ বা প্রাণে তিক্ত হইয়। মরে, মঙ্গলের অস্বিাদ পায় না । ২৬ ইহার উভয়ে সমভাবে ধুলায় শয়ন করে, উভয়ে কীটে আচ্ছন্ন হয়। ২৭ দেখ, আমি তোমাদের চিন্তী সকল জানি, আমার বিরুদ্ধে তোমাদের অন্তায় সঙ্কল্প সকল জানি ২৮ তোমরা কহিতেছ, “সেই ভাগ্যবানের বাটী কোথায় ? 443