পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ዓ 8 আমি এমন বোবার স্থায় হইয়াছি, যে মুখ খুলে না। ১৪ আমি এমন ব্যক্তির তুল্য, যে শুনিতে পায় না, যাহার মুখে প্রতীবাদ পাওয়া যায় না। ১৫ কারণ, সদাপ্রভু, আমি তোমারই অপেক্ষা করিতেছি ; হে প্রভু আমার ঈশ্বর, তুমিই উত্তর দিবে। ১৬ কেনন। আমি কহিলাম, পাছে উহার আমার বিষয়ে আনন্দ করে, আমার চরণ টলিলেই আমার বিপক্ষে দুপ করে । ১৭ আমি ত পড়িতে উদ্যত : আমার ব্যথা সতত আমার গোচরে রহিয়াছে। ১৮ আমি আপন অপরাধ স্বীকার করিব, আমার পাপের নিমিত্তে খেদ করিব । ১৯ কিন্তু আমার শক্রগণ সতেজ ও বলবান, অনেকেই অকারণে তামাকে ঘৃণা করে । ২• আর তাহার। উপকারের পরিবর্তে অপকার করে, তাহারা অামার বিপক্ষ, কারণ যাহ। ভাল, আমি তাহারই অনুগামী । ২১ সদাপ্রভু, আমাকে পরিত্যাগ করিও না ; আমার ঈশ্বর, আমা হইতে দূরে থাকিও না। ২২ হে প্রভু, আমার পরিত্রাণ, তুমি আমার সাহায্য করিতে সত্বর হও । ○ প্রধান বাদ্যকরের জন্য, যিদুগুনের জন্য । > দ্বায়ুদের সঙ্গীত।" ১ আমি কহিলাম, ‘আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহব। দ্বারা পাপ না করি : যাবৎ আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমি মুখে জাল্তি বাধিয়া রাখিব।” ২ আমি নীরবে বোব হইয়। রহিলাম, সৎকথা হইতেও বিরত থাকিলাম, আর আমার ব্যথা বাড়িয়া উঠিল। ৩ তামার অন্তরে হৃদয় সন্তপ্ত হইল : ভাবিতে ভাবিতে অগ্নি জ্বলিয়৷ উঠিল : আমি জিহাতে কথা কহিলাম, ৪ সদাপ্রভু, আমার অন্তকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি, জানাও, আমি জানিতে চাহি, তামি কেমন ক্ষণিক । ও দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ ; সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্ত আসার । সেলা । ও সত্য, মনুষ্য ছায়ার স্থায় গমনাগমন করে, সত্য, তাহার। অসারের জষ্ঠ ব্যতিব্যস্ত ; সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহ সংগ্ৰহ করিবে, জনে না । ৭ এখন, হে প্রভু, আমি কিসের অপেক্ষ করি ? তোমাতেই আমার প্রত্যাশ । গীতসংহিতা । [ Оъ- ; 58 — 8 о ; * 1 ৮ আমার সমস্ত অধৰ্ম্ম হইতে আমাকে নিস্তার কর, তামাকে মূঢ়ের ধিক্কারাস্পদ করিও না । ৯ তামি বোবা হইলাম, মুখ খুলিলাম না, কেননা তুমিই ইহা করিয়াছ । ১• আম৷ হইতে তোমার আঘাত অন্তর কর, তোমার হস্তের প্রহারে আমি ক্ষীণ হইলাম। ১১ তুমি যখন অপরাধ প্রযুক্ত মনুষ্যকে ভৎসনা দ্বার শাসন কর, তখন কীটের দ্যায় তাহার সৌন্দৰ্য্য বিলীন করিয়া থাক ; সত্য, প্রত্যেক মনুষ্য অসীরমাত্র। সেলা । ১২ হে সদাপ্রভু, আমার প্রাথন শ্রবণ কর, আমার অর্তি নাদে কর্ণ দেও, আমার অশ্রুপাতে নীরব থাকিও না : কেননা আমি তোমার কাছে বিদেশী, আমার সমস্ত পিতৃলোকের স্থায় প্রবাসী। ১৩ আম৷ হইতে দৃষ্টি ফিরাও, যেন প্রফুল্ল হই, যাবৎ প্রয়াণ না করি, ও আর না থাকি । 86 প্রধান বাদ্যকরের জন্য । দ্বায়ুদের সঙ্গীত । ১ আমি ধৈর্য্যসহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন । ২ তিনি বিনাশের গৰ্ত্ত হইতে, পঙ্কময় ভূমি হইতে, আমাকে তুলিলেন, তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পদসঞ্চার দৃঢ় করিলেন। ৩ তিনি আমার মুখে নুতন গীত, আমাদের ঈশ্বরের স্তব, Tদলেন ; অনেকে ইহ দেখিবে, ভীত হইবে, ও সদাপ্রভুতে বিশ্বাস করবে। ৪ ধষ্ঠ সেই জন, যে সদাপ্রভুকে আপন বিশ্বাসভূমি করে, এবং তাহদের দিকে না ফিরে, যাহার। অহঙ্কারী ও . মিথ্যাপথে ভ্রমণ করে । ৫ সদাপ্রভু, তামার ঈশ্বর, তুমিই বাহুল্যরূপে সাধন করিয়াছ আমাদের পক্ষে তোমার আশ্চৰ্য্য কাৰ্য্য সকল ও তোমার সঙ্কল্প সকল : তোমার তুল্য কেহ নাই ; আমি সে সকল বলিতাম ও বর্ণনা করিতাম, কিন্তু সে সকল গণনা করা যায় না । ৬ বলিদানে ও নৈবেদে তুমি প্রীত নহ, তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ ; তুমি হোম ও পাপানমিত্তক বলিদান চাহ নাই ; ৭ তখন আমি কহিলাম, দেখ, আমি আসিয়াছি ; গ্ৰন্থখানিতে আমার বিষয় লিখিত আছে*।

  • ( বা ) গ্ৰন্থখানিতে আমাকে আদেশ করা হইয়াছে।

474