বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●レ; oーやo ; c l] ৩ দুষ্টগণ গৰ্ত্ত হইতেই বিপথগামী, তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কহিতে ভ্রমপথে বেড়ায় । ৪ তাহীদের বিষ সৰ্পবিষের মত ; তাহারা বধির কালসৰ্পের সদৃশ, যে কৰ্ণ রোধ করে, ৫ যে সাপুড়েদের স্বর শুনে নী, নিপুণ মন্ত্রপাঠকের স্বর শুনে না । ৬ হে ঈশ্বর, তাহদের মুখে দন্ত ভাঙ্গিয়া দেও; সদাপ্রভু, যুবসিংহদের কদের দন্ত উৎপাটন কর। ৭ তাহার প্রবহমাণ জলের দ্যায় বিলীন হউক, সে বাণ যোজনা করিলে তাহ ছিন্নের মত হউক । ৮ দ্রবীভূত শস্তুকের স্থায় তাহারা গলিয়া যাউক, স্বৰ্য্য দেখে নাই, অবলার এমন গৰ্ত্তস্রাবের ন্তায় হউক । ৯ তোমাদের স্থালী কণ্টক টের না পাইতে, তিনি কাচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন। ১০ ধাৰ্ম্মিক লোক প্রতিফল দেখিয়৷ আনন্দিত হইবে, সে দুর্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে ; ১১ তাহাতে মনুষ্যগণ কহিবে, ধাৰ্ম্মিক সত্যই ফল পায়, সত্যই পৃথিবীতে বিচারসাধক ঈশ্বর আছেন। প্রধান বাদ্যফরের জন্য স্বর, নাশ করিও না । (Q দায়দের । মিকতাব। যৎকালে শোলের প্রেরিত লোকের দায়ুদকে বধ করশার্থে তাহার গৃহের নিকটে ঘাটি বসাইল, তৎকালীন । ১ হে আমার ঈশ্বর, আমার শক্রগণ হইতে আমাকে উদ্ধার কর, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন কর । ২ অধৰ্ম্মাচারীদের হইতে আমাকে উদ্ধার কর, রক্তপাতী মনুষ্যদের হইতে আমাকে রক্ষা কর । ৩ কারণ দেখ,তাহার। আমার প্রাণের জন্ত লুকাইয়া আছে, বলবানের। আমার বিরুদ্ধে একত্র হইতেছে, হে সদাপ্রভু, আমার অধৰ্ম্মের জন্ত নয়, আমার পাপের জই নয় । ৪ আমার বিনা অপরাধে তাহার দৌড়িয়া আসিয়া প্রস্তুত হইতেছে ; তুমি আমাকে দেখা দিবার জন্য জাগ্রত হও, দৃষ্টিপাত কর । ৫ হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্ত উঠ, তুমি কোন অধৰ্ম্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও ন । সেলা । ৬ তাহারা সন্ধ্যাকালে ফিরিয়া আইসে, কুকুরের স্থায় শব্দ করে, নগরের চারিদিকে ভ্রমণ করে। ৭ দেখ, তাহারা মুখে বক বক করিতেছে, তাহদের ওষ্ঠের মধ্যে খড়গ আছে ; কেননা [তাহার বলে,] কে শুনিতে পায় ? গীতসংহিত । 8ヶヘ○ ৮ কিন্তু, সদাপ্রভু ! তুমি তাহাদিগকে পরিহাস করিবে, তুমি সমস্ত জাতিকে বিদ্রুপ করিবে। ৯ হে আমার বল, আমি তোমার অপেক্ষা করিব ; কেননা ঈশ্বর আমার উচ্চজুৰ্গ । • আমার দয়াবান ঈশ্বর আমার সম্মুখবত্তী হইবেন, ঈশ্বর আমার গুপ্ত শক্রদের দশ। আমাকে দেখাইবেন। ১১ তুমি তাহাদিগকে বধ করিও না, পাছে আমার লোকের ভুলিয়া যায় ; হে প্রভু, আমাদের ঢাল, তোমার শক্তিতে তাহাদিগকে ছড়াইয়া নীচে ফেল। ১২ তাহদের ওষ্ঠাধরের বাক্য মুখের পাপমাত্র : তাহাদের অভিশাপ ও মিথ্যা কথা হেতু তাহারা আপনাদের অহঙ্কারে ধরা পড়ুক, ১৩ তুমি সংহার কর তাহাদিগকে, ক্রোধে সংহার কর, যেন তাহার। আর না থাকে ; তাহারা জালুক, ঈশ্বর যাকোবের মধ্যে কর্তৃত্ব করেন, পৃথিবীর প্রান্ত পৰ্য্যন্ত করেন। সেলা ? ১৪ তাহারা সন্ধ্যাকালে ফিরিয়া আইমুক, কুকুরের দ্যায় শব্দ করুক, নগরের চারিদিকে ভ্রমণ করুক । ১৫ তাহারা খাদ্যের চেষ্টায় পৰ্য্যটন করিবে, তৃপ্ত না হইলে রাত্রি-যাপন করিবে । ১৬ কিন্তু আমি তোমার বল কীৰ্ত্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব ; কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চভুর্গ, আমার সঙ্কটের দিনে আশ্রয়। ১৭ হে আমার বল, আমি তোমার উদ্দেশে সঙ্গীত কারব, কেননা ঈশ্বর আমার উচ্চভুর্গ, তিনি আমার দয়াবান্‌ ঈশ্বর । W。 O প্রধান বাদ্যকরের জন্য । স্বর, শূষণ-এদুখ । দায়দের মিকতাম। শিক্ষার্থক। যৎকালে আরাম-নহৱয়িমের ও অরশম-সোবার সঙ্গে তাহার যুদ্ধ হয়, আর যোয়াব ফিরিয়া লবণেপতাকীয় ইদোমের দ্বাদশ সহস্ৰ লোককে নিহনন করেন, তৎকালীন । ১ হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, আমা দিগকে ভগ্ন করিয়াছ, তুমি ক্রুদ্ধ হইয়াছ ; ফিরিয়৷ আমাদিগকে স্বস্থ কর । ২ তুমি দেশ কম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ ; দেশের ভঙ্গের প্রতীকার কর, কেননা দেশ টলিতেছে । ৩ তুমি আপন প্রজাদিগকে কষ্ট দেখাইয়াছ, তুমি আমাদিগকে টলনমদ্য পান করাইয়াছ। ৪ যাহার তোমাকে ভয় করে, তুমি তাহাদিগকে এক পতাকা দিয়াছ, যেন তাহা সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। ৫ তোমার প্রিয়েরা যেন উদ্ধর পায়, সেলা । 483