পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩ ৫ – ৬৬ ; ২ । ] ৫ আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ ও মজ্জাতে হয়, আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে। ৬ আমি শষ্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি। ৭ কেননা তুমি আমার সহায় হইয়। আসিতেছ, তোমার পক্ষযুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করিব । ৮ আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী : তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়ী রাখে । ৯ কিন্তু উহার বিনাশার্থে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা পৃথিবীর অধঃস্থানে যাইবে। ১০ তাহারা খড়েগর হস্তে সমৰ্পিত হইবে, তাহারী শৃগালের খাদ্য হইবে। ১১ কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করিবেন : যে কেহ তাহাতে শপথ করে, সে শ্লাঘা করিবে: কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হুইবে । প্রধান বাদ্যকরের জন্য। \ს,8 দ্বায়ুদের সঙ্গীত। ১ হে ঈশ্বর, আমার কাতরোক্তির রব শুন, শত্ৰুভয় হইতে আমার জীবন রক্ষা কর । ২ জুরাচারদের গুঢ় মন্ত্রণ হইতে, অধৰ্ম্মচারীদের জনতা হইতে, আমাকে সঙ্গোপন কর । ৩ তাহার খড়েগর দ্যায় আপন আপন জিহ্বা শাণিত করিয়াছে : তাহার কটুবাক্যরূপ তীর যোজনা করিয়াছে, ৪ ফেন গোপনে সিদ্ধ লোকের প্রতি তাহ নিক্ষেপ করে : তাহার। অকস্মাৎ তাহীকে বাণ মারে, তয় করে না। ৫ তাহার কুমন্ত্রণায় আপনাদিগকে সবল করে, গোপনে ফাদ পাতিবার বিষয়ে কথাবার্তা কহে ; তাহারা বলে, কে আমাদিগকে দেখিবে ? ৬ তাহারা অপরাধের সন্ধান করিয়া লয়, [বলে, আমরা সন্ধানের চূড়ান্ত করিয়াছি, প্রত্যেকের অন্তর্ভাব ও হৃদয় গভীর। ৭ কিন্তু ঈশ্বর তাহাদিগকে বাণ মারিবেন, অকস্মাৎ তাহারা বাণে আহত হইবে। ৮ এইরূপে তাহারা উছোট খাইবে ; তাহদের জিহব | তাহাদের বিপক্ষ হইবে ; যত লোক তাহাদিগকে দেখিবে,সকলে মাথা নাড়িবে। ৯ আর মনুষ্যমাত্র ভীত হইবে, তাহারা ঈশ্বরের কৰ্ম্ম প্রচার করিবে, আর তাহার কার্য্য বিবেচনা করিবে । ১০ ধাৰ্ম্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে, ও তাহার শরণাগত থাকিবে, আর সরলচিত্ত সকলে শ্লাঘা করিবে । গীতসংহিত । 8レ雪 Wり(。 প্রধান বাদ্যক্তরের জন্য। সঙ্গীত। দ্বায়ুদের গীত । ১ হে ঈশ্বর, সিয়োনে প্রশংসা তোমার অপেক্ষ করে, তোমার উদ্দেশে মানত পূর্ণ করা যাইবে । ২ হে প্রার্থনা-শ্রবণকারিন, তোমারই কাছে মর্ত্যমাত্র আসিবে। ও অপরাধসমূহ আম৷ হইতে প্রবল : তুমি আমাদের অধৰ্ম্ম সকল মার্জনা করিবে। ৪ ধষ্ঠ সেই, যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করিবে: আমরা পরিতৃপ্ত হইব, তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমার পবিত্র মন্দিরের উত্তম দ্রব্যে । ৫ হে আমাদের ত্ৰাণেশ্বর, তুমি ধাৰ্ম্মিকতায় ভয়ানক ক্রিয়া দ্বারা আমাদিগকে উত্তর দিবে : তুমি পৃথিবীর সমস্ত প্রান্তের, এবং দূরবত্তী সমুদ্রবাসীদের বিশ্বাস-ভূমি। ৬ তুমি নিজ শক্তিতে পৰ্ব্বতগণের স্থাপনকৰ্ত্ত : তুমি পরাক্রমে বদ্ধকটি । ৭ তুমি সমুদ্রের গর্জন, তাহার তরঙ্গের গর্জন, ও জাতিগণের কোলাহল শান্ত করিয়া থাক। ৮ আর প্রান্তনিবাসীরা তোমার চিহ্ন সকল দেখিয়া ভয় পায় ; তুমি প্রত্যুষের ও সন্ধ্যাকালের উদগম-স্থানকে আনন্দ গানময় করিয়া থাক । ৯ তুমি পৃথিবীর তত্ত্বাবধান করিতেছ, উহাতে জলসেচন করিতেছ, 3 (N○ উহ! আতিশয় ধনাঢ্য করিতেছ : ঈশ্বরের নদী জলে পরিপূর্ণ; এইরূপে ভূমি প্রস্তুত করতঃ তুমি মনুষ্যদের শস্ত প্রস্তুত করিয়া থাক । ১. তুমি তাহার সীতা সকল জলসিক্ত করিয়া থাক, তাহার আলি সকল সমান করিয়া থাক, তুমি বৃষ্টি দ্বারা তাহ কোমল করিয়া থাক, তাহার অঙ্কুরকে আশীৰ্ব্বাদ করিয়া থাক । ১১ তুমি আপন মঙ্গলভাবের বৎসরকে মুকুট পরাইয়। খাক, তোমার চক্ৰচিহ্ন দিয়া পুষ্টিকর দ্রব্য ক্ষরে। ১২ তাহ প্রান্তরস্থ চরাণি-স্থান সকলেতে ক্ষরে : এবং উপপৰ্ব্বতগণ হর্ষরূপ কটিবন্ধন পায় । ১৩ মাঠ সকল মেষপালে ভুষিত হয়, তলভূমি সকল শস্তে পরিচ্ছন্ন হয় ; তাহার আনন্দধ্বনি করে, তাহারা গান করে। প্রধান বাদ্যকল্পের জন্য । গীত । সঙ্গীত । Wo ১ সমস্ত পৃথিবি ! ঈশ্বরের উদেশে আনন্দধ্বনি কর। ২ তাহার নামের গৌরব কীৰ্ত্তন কর, 485