পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8レや তাহার প্রশংসা গৌরবান্বিত কর । ৩ ঈশ্বরকে বল, তোমার কৰ্ম্ম সকল কি ভয়াবহ । তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার শক্রগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে। ৪ সমস্ত পৃথিবী তোমার কাছে প্ৰণিপাত করিবে, ও তোমার উদ্দেশে সঙ্গীত করবে: তাহার তোমার নাম কীৰ্ত্তন করিবে । ৫ চল, ঈশ্বরের ক্রিয় সকল দেখ ; মনুষ্য-সন্তানদের বিষয়ে তিনি স্বকৰ্ম্মে ভয়াবহ । ৬ তিনি সমুদ্রকে শুস্কভূমিতে পরিণত করিলেন ; লোকের নদীর মধ্য দিয়া পদব্রজ গমন করিল, সেই স্থানে আমরা তাহাতে আনন্দ করিলাম । ৭ তিনি নিজ পরাক্রমে অনন্তকাল কর্তৃত্ব করেন - তাহার চক্ষু জাতিগণকে নিরীক্ষণ করিতেছে ; বিদ্রোহীর। আপনাদিগকে উচ্চ ন করুক । ৮ হে জাতিগণ, আমাদের ঈশ্বরের ধন্তবাদ কর, তাহার প্রশংসাধবন শ্রবণ করাও । ৯ তিনিই আমাদের প্রাণ জীবদ্দশায় রাখেন, আমাদের চরণ টলিতে দেন না। ১০ কেননা, হে ঈশ্বর, তুমি আমাদের পরীক্ষা করিয়াছ, রৌপ্য পোড় দিবার স্থায় আমাদিগকে পোড় দিয়ছ ; ১১ তুমি আমাদিগকে জালে ফেলিয়াছ, আমাদের কটিদেশ ভারগ্রস্ত করিয়াছ । ১২ তুমি আমাদের মস্তকের উপর দিয়া অশ্বারোহী মনুষ্য দিগকে চালাইয়াছ : আমরা অগ্নি ও জলমধ্য দিয়া গমন করিয়াছি ; তথাপি তুমি আমাদিগকে সমৃদ্ধি স্থানে আনিয়াছ । ১৩ আমি হোমবলি লইয়া তোমার গৃহে প্রবেশ করিব, তোমার উদেশে আমার সেই মানত সকল পুর্ণ করিব, ১৪ যাহা আমার ওষ্ঠাধর উচ্চারণ করিয়াছে, যাহা সঙ্কটের সময়ে আমার মুখ বলিয়াছে। ১৫ অtiম তোমার উদ্দেশে মেদে।যুক্ত হোমবলি উৎসর্গ করিব, তাহার সহিত মেষরূপ ধূপদাহ করিব ; ছাগদের সহিত বৃষদগকেও বলিদান করিব । সেল। ১৬ হে ঈশ্বর ভীত সকলে, তোমরা আসিয়া শ্রবণ কর ; আমার প্রাণের জন্ত তিনি যাহা করিয়াছেন, তাহার বর্ণনা করি । ১৭ অামি নিজ মুখে তাহাকে ডাকিলাম, তাহার প্রতিষ্ঠ। আমার জিহবাগ্রে ছিল। ১৮ যদি চিত্তে অধৰ্ম্মের প্রতি তাকাহতাম, তবে প্রভু শুনিতেন না। ১৯ কিন্তু সত্যই ঈশ্বর শুনিয়াছেন : তিনি আমার প্রার্থনীর রবে অবধান করিয়ছেন। ২• ধষ্ঠ ঈশ্বর, যিনি আমার প্রার্থন, এবং আম৷ হইতে নিজ দয়, দূর করেন নাই । সেলা । সেলা । গীতসংহিতা । [ や や お、○ーやレー。ビ ] প্রধান বাদ্যকরের জন্য । তারযুক্ত যন্তে । সঙ্গীত । গীত । Wめ? ১ ঈশ্বর আমাদিগকে কৃপা করুন, ও আশীৰ্ব্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। সেল। ২ এইরূপে যেন পৃথিবীতে তোমার পথ, ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়। - ৩ হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাতি তোমার স্তব করুক । ৪ লোকবৃন্দ আহলাদিত হইয়া আনন্দগান করুক ; যেহেতুক তুমি স্তয়ে জাতিগণের বিচার করবে, পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে । সেলা । ৫ হে ঈশ্বর, জাতিগণ তোমার স্তব করুক, সমস্ত জাত তোমার স্তব করুক। ৬ পৃথিবী নিজ ফল দিয়াছে : ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদিগকে আশীৰ্ব্বাদ করিবেন। ৭ ঈশ্বর আমাদিগকে আশীৰ্ব্বাদ করবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্ত তাহাকে ভয় করবে। প্রধান বাদ্যকরের জন্য । Ꮤb← দ্বায়ুদের সঙ্গীত । গীত । ১ ঈশ্বর উঠন, তাহার শক্রগণ ছিন্নভিন্ন হউক, তাহার বিদ্বেষিগণ তাহার সম্মুখ হইতে পলায়ন করুক। ২ যেমন ধুম চালিত হয়, তেমনি তুমি তাহাদিগকে চালিত কর : যেমন অগ্নির সম্মুখে মোম গলিয়া যায়, তেমনি ঈশ্বরের সম্মুখে দুষ্টগণ বিনষ্ট হউক । ৩ কিন্তু ধাৰ্ম্মিকগণ আনন্দ করুক, ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক, তাহারা আনন্দে আহলাদিত হউক । ৪ তোমরা ঈশ্বরের উদেশে গীত গাও, তাহার নামের কীৰ্ত্তন কর; যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাহার জন্তু রাজপথ বাঁধ ; উtহার নাম ‘যাঃ’, তাহার সাক্ষাতে উল্লাস কর। ৫ ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্ড। ৬ ঈশ্বর সঙ্গিহীনদিগকে পরিবার মধ্যে বাস করান, তিনি বন্দিগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন : কিন্তু বিদ্রোহীর দগ্ধ ভূমিতে বাস করে। ৭ হে ঈশ্বর, তুমি যখন নিজ প্ৰজাগণের অগ্ৰে অগ্ৰে যাইতেছিলে, যখন শুষ্ক ভুমি দিয়া গমন করিতেছিলে, ৮ তখন পৃথিবী কম্পমান হইল, ঈশ্বরের সাক্ষাতে আকাশও জলবিন্দুময় হইল ; ঐ সৗনয় ঈশ্বরের সাক্ষাতে,ইম্রায়েলের ঈশ্বরের সাক্ষাতে [কঁপিয়া উঠিল] । মেলা । 486