পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

11 c و 9 8 ة – من 3 o 8 لا তাহারা পথের পার্শ্বে জাল পাতিয়াছে, আমার জন্ত যন্ত্র বসাইয়াছে । ৬ আমি সদাপ্রভুকে কহিলাম, তুমি আমার ঈশ্বর ; হে সদাপ্রভু আমার বিনতির রবে কর্ণপাত কর। ৭ হে প্রভু সদাপ্রভু, আমার পরিত্রাণের বল, যুদ্ধের দিনে তুমি আমার মস্তক আচ্ছাদন করিয়াছ। ৮ হে সদাপ্রভু, দুষ্টের বাঞ্ছা পূর্ণ করিও না ; তাহার সঙ্কল্প সিদ্ধ করিও না, পাছে তাহারা গৰ্ব্বিত হয় । সেলা । ৯ যাহারা আমাকে ঘেরে, তাহদের মস্তক তাহীদের ওন্তাধরের দৌরাত্ম্যে আচ্ছাদিত হউক ; ১০ তাহদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, তাহার নিক্ষিপ্ত হউক অগ্নিতে, নিক্ষিপ্ত হউক গভীর খাতে, আর না উঠুক। ১১ পৃথিবীতে দুর্মুখ স্থির থাকিতে পরিবে না ; অমঙ্গল দুজনকে নিপাত করিবার জন্য মৃগয়া করিবে । ১২ আমি জানি, সদাপ্রভু দুঃখীর বিবাদ, ও দরিদ্রবর্গের বিচার নিপন্ন করবেন । ১৩ ধাৰ্ম্মিকের অবগু তোমার নামের স্তব করিবে ; সরলগণ তোমার সাক্ষাতে বাস করিবে । সেলা । ২৪২ ফুল সঙ্গীত। ১ হে সদাপ্রভু, আমি তোমাকে ডাকিয়াছি, আমার পক্ষে ত্বর কর : আমি তোমাকে ডাকিলে আমার রবে কর্ণপাত কর । ২ আমার প্রার্থন তোমার সম্মুখে সুগন্ধি ধূপরাপে, আমার তাঞ্জলি-প্রসারণ সান্ধ্য উপহাররূপে সাজান হউক । ৩ হে সদাপ্রভু, আমার মুখে প্রহরী নিযুক্ত কর, আমার ওষ্ঠাধরের কবাট রক্ষা কর । ৪ কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হইতেদিও না, আমি যেন অধৰ্ম্মচারী লোকদের সহিত ছুস্ক্রিয়ায় ব্যাপৃত ন হই, এবং উহাদের স্বস্বাদু ভক্ষ্য ভোজন না করি । ৫ ধাৰ্ম্মিক লোক আমাকে প্রহার করুক, সেটা দয়া ; সে আমাকে অনুযোগ করুক, তাহ মস্তকের তৈল : আমার মস্তক তাহ অগ্রাহ না করুক, উহাদের দুষ্টতাসমূহের মধ্যেও* আমি প্রার্থনা করিব। ৬ উহাদের বিচারকত্ত্বারা শৈলপার্থে নিক্ষিপ্ত হইল : লোকের আমার বাক্য শুনিবে, কেননা তাহ মধুর। ৭ ভূমির কর্ষক ও খননকারী যেমন করে, তেমনি পাতালের মুখে আমাদের অস্থি সকল ছড়াইয় পড়িয়াছে। ৮ বাস্তবিক, হে প্রভু সদাপ্রভু, আমার চক্ষু তোমার দিকে আছে ;

  • (ব।) বিরুদ্ধেও ।

গীতসংহিতা । 6 ९ (* অlfম তোমারই শরণাগত, আমার প্রাণ ঢালিয়। ফেলিও না । ৯ আমার জন্ত পাতিত ফাদ হইতে, অধৰ্ম্মাচারীদের যন্ত্র হইতে, আমাকে রক্ষা কর। ১৪ দুষ্টগণ আপনাদেরই জালে পতিত হউক : সেই অবসরে আমি উত্তীর্ণ হইব । দ্বায়ুদের মন্ধীল, গুহ্যমধ্যে উপহার অবস্থিতিS8ર কালীন ; প্রার্থন । ১ অামি নিজ রবে সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করি, নিজ রবে সদাপ্রভুর কাছে বিনতি করি। ২ আমি তাহার কাছে আমার খেদের কথা ভাঙ্গিয় বলি, তাহাকে আমার সঙ্কট জানাই । ৩ আমার আত্ম যখন আমার মধ্যে অবসন্ন হুইয়াছিল, তখন তুমিই আমার মার্গ জ্ঞাত ছিলে ; যে পথে আমি চলি, লোকের গোপনে আমার জন্ত ফাদ পাতিয়াছে । ৪ [আমার) দক্ষিণে নিরীক্ষণ করিয়া দেখ, আমাকে চিনে এমন কেহই নাই, আমার আশ্রয় বিনষ্ট হইল ; কেহই আমার প্রাণের তত্ত্ব করে না । ও আমি তোমার কাছে কাদিলাম, হে সদাপ্রভু, আমি কহিলাম, তুমিই আমার আশ্রয়, তুমি জীবিত লোকদের দেশে আমার অধিকার । ৬ আমার কাকুক্তিতে অবধান কর, কেননা আমি আতি শয় ক্ষীণ হইয়াছি : আমার তাড়নাকারিগণ হইতে আমাকে উদ্ধার কর ; কেননা আম অপেক্ষ তাহারা বলবান। ৭ কারাগার হইতে আমার প্রাণ উদ্ধার কর, যেন আমি তোমার নামের স্তব করি ; ধাৰ্ম্মিকের আমাকে বেষ্টন করিবে, কেননা তুমি আমার মঙ্গল করিবে। S8ළං দায়ুদের সঙ্গীত । ১ সদাপ্রভু, আমার প্রার্থন। শুন ; আমার বিনতিতে কর্ণপাত কর : তোমার বিশ্বস্ততায় ও তোমার ধৰ্ম্মশীলতায় আমাকে উত্তর দেও। ২ তোমার দাসকে বিচারে আনিও না, তোমার সাক্ষাতে ত কোন প্রাণী ধৰ্ম্মিক নয় । ৩ শক্র আমার প্রাণকে তাড়না করিয়াছে : সে আমার জীবন ভূমিতে চূর্ণ করিয়াছে ; সে আমাকে অন্ধকারে বাস করাইয়াছে, চিরকালের মৃতগণের সদৃশ করিয়াছে। ৪ ইহাতে আমার আত্মা অন্তরে অবসন্ন হইয়াছে, আমার অন্তরে চিত্ত অসাড় হইয়াছে। ৫ আমি পুৰ্ব্বকালের দিন সকল স্মরণ করিতেছি, 525