38 হইয়াছে; এখন প্রভুর সাক্ষাতে আর কিছুই অবশিষ্ট নাই, কেবল আমাদের শরীর ও ভূমি রহিয়াছে। ১৯ আমরা আপন আপন ভূমির সহিত আপনকার চক্ষুগোচরে কেন মারা যাইব ? আপনি ভক্ষ্য দিয়া আমাদিগকে ও আমাদের ভূমি ক্রয় করিয়া লউন ; আমরা আপন আপন ভূমির সহিত ফরেণের দাস হইব ; আর আমাদিগকে বীজ দিউন, তাহ হইলে আমরা বাচিব, মারা পড়িব না, ভূমিও নষ্ট হইবে না। ২• তখন যোষেফ মিসরের সমস্ত ভূমি ফরোণের নিমিত্তে ক্রয় করিলেন, কেননা দুভিক্ষ তাহদের অসহ হওয়াতে মিশ্ৰীয়ের প্রত্যেকে আপন আপন ক্ষেত্র বিক্রয় করিল। ২১ অতএব মাটি ফরেীণের হইল। আর তিনি মিসরের এক সীমা অবধি অন্ত সীমা পর্য্যন্ত প্রজাদিগকে নগরে ২২ নগরে প্রবাস করাইলেন। তিনি কেবল যাজকদের ভূমি ক্রয় করিলেন না, কারণ ফরেীণ যাজকদিগকে বৃত্তি দিতেন, এবং তাহারা ফরেণের দত্ত বৃত্তি ভোগ করিত ; এই জন্ত আপন আপন ভূমি বিক্রয় করিল না । পরে যোষেফ প্রজাগণকে কহিলেন, দেখ, আমি অদ্য তোমাদিগকে ও তোমাদের ভূমি ফরেণের নিমিত্তে ক্রয় করিলাম। দেখ, এই বীজ লইয়া ভূমিতে ২৪ বপন কর; তাহাতে যাহা যাহ উৎপন্ন হইবে, তাহার পঞ্চমাংশ ফরেীণকে দিও, অন্ত চারি অংশ ক্ষেত্রের বীজের নিমিত্তে এবং আপনাদের ও পরিজনদের ও শিশুগণের খাদ্যের নিমিত্তে তোমাদেরই থাকিবে । ২৫ তাহাতে তাহারা কহিল, আপনি আমাদের প্রাণ রক্ষা করিলেন ; আমাদের প্রতি আপনকার অনুগ্রহদৃষ্টি ২৬ হউক, আমরা ফরেীণের দাস হইব । মিসরের ভূমির সম্বন্ধে যোষেফ এই ব্যবস্থা স্থাপন করেন, আর ইহা অদ্যাবধি চলিতেছে যে, পঞ্চমাংশ ফরেীণ পাইবেন ; কেবল যাজকদের ভূমি ফরেণের হয় নাই। আর ইস্রায়েল মিসর দেশে, গোশন অঞ্চলে, বাস করিল, তাহার। তথায় অধিকার পাইয়া ফলবন্ত ও আতি বহুবংশ হইয়া উঠিল । যাকোব যোষেফের দুই পুত্রকে আশীৰ্ব্বাদ করেন । মিসর দেশে যাকোব সতের বৎসর জীবিত রহিলেন ; যাকোবের আয়ুর পরিমাণ এক শত সাতচল্লিশ ২৯ বৎসর হইল। পরে ইস্রায়েলের মরণ দিন সন্নিকট হইল। তখন তিনি আপন পুত্র যোষেফকে ডাকাইয়া কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি, তুমি আমার জঙ্ঘার নীচে হস্ত দেও, এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার কর ; মিসরে আমাকে কবর দিও না । ৩• আমি যখন আপন পিতৃপুরুষদের নিকটে শয়ন করিব, তখন তুমি আমাকে মিসর হইতে লইয়৷ গিয় তাহীদের কবরস্থানে কবরশায়ী করিও । - చి -Rbア আদিপুস্তক। [ 8 ৭ ; ১৯ – ৪৮ ; ১৪ । ঘোষেফ কহিলেন, আপনি যাহা বলিলেন, তাঁহাই ৩১ করিব। আর যাকোব তাহাকে দিব্য করিতে কহিলে তিনি তাহার নিকটে দিব্য করিলেন। তখন ইস্রায়েল শয্যার শিয়রের দিকে প্ৰণিপাত করিলেন । 8b~ এই সকল ঘটনা হইলে পর কেহ যোধেফকে বলিল, দেখুন- আপনকার পিতা পীড়িত: তাহাতে তিনি আপনার দুই পুত্র মনঃশি ও ২ ইফ্লয়িমকে সঙ্গে লইয়া গেলেন। তখন কেহ যাকোবকে সংবাদ দিয়া কহিল, দেখুন, আপনার পুত্ৰ যোষেফ আসিয়াছেন ; তাহীতে ইস্রায়েল আপনাকে ও সবল করিয়া শয্যায় উঠিয়া বসিলেন । আর যাকোব যোষেফকে কহিলেন, কনান দেশে, লুস নামক স্থানে, সৰ্ব্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়া আশীৰ্ব্বাদ ৪ করিয়াছিলেন, ও বলিয়াছিলেন, দেখ, আমি তোমাকে ফলবান ও বহুবংশ করিব, আর তোম৷ হইতে জাতিসমাজ উৎপন্ন করিব, এবং তোমার ভাবী ৫ বংশকে চিরস্থায়ী অধিকারার্থে এই দেশ দিব । আর মিসরে তোমার কাছে আমার আসিবার পূৰ্ব্বে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মিয়াছে, তাহার আমারই ; রূবেণ ও শিমিয়োনের স্থায় ইক্রয়িম ও ৬ মনঃশিও আমারই হইবে । কিন্তু তুমি ইহাদের পরে যাহাঁদের জন্ম দিয়াছ, তোমার সেই সন্তানের তোমারই হইবে, এবং এই দুই ভ্রাতার নামে ইহাদেরই অধিকারে ৭ আখ্যাত হইবে । আর পদন হইতে আমার আসিবার সময়ে কনান দেশে রাহেল ইক্রাথে পহুছিবার অল্প পথ থাকিতে পথিমধ্যে আমার কাছে মরিলেন : তাহাতে আমি তথায়, ইফ্রাথের, অর্থাৎ বৈৎলেহমের, পথের পাশ্বে তাহার কবর দিলাম। ৮ পরে ইস্রায়েল যোষেফের দুই পুত্রকে দেখিয়া ৯ জিজ্ঞাসিলেন, ইহার কে ? যোষেদ্ধ পিতাকে কহিলেন, ইহারা আমার পুত্র, যাহাদিগকে ঈশ্বর এই দেশে আমাকে দিয়াছেন । তখন তিনি কহিলেন, বিনয় করি, ইহাদিগকে আমার কাছে আন, আমি ১০ ইহাদিগকে আশীৰ্ব্বাদ করিব । তখন ইস্রায়েল বাৰ্দ্ধক্য প্রযুক্ত ক্ষীণ-দৃষ্টি হওয়াতে দেখিতে পাইলেন না ; আর তাহার নিকটে আনীত হইলে তিনি ১১ তাহাদিগকে চুম্বন ও আলিঙ্গন করিলেন। পরে ইস্রায়েল যোষেফকে কহিলেন, আমি ভাবিয়াছিলাম, তোমার মুখ আর দেখিতে পাইব না ; কিন্তু দেখ, ১২ ঈশ্বর আমাকে তোমার বংশও দেখাইলেন । তখন যোষেফ দুই জানুর মধ্য হইতে তাহাদিগকে বাহির করিলেন, ও ভূমিতে মুখ দিয়া প্ৰণিপাত করিলেন। ১৩ পরে যোষেফ দুই জনকে লইয়। আপন দক্ষিণ হস্ত দ্বারা ইক্রয়িমকে ধরিয়া ইস্রায়েলের বামদিকে, ও বাম হস্ত দ্বারা মনঃশিকে ধরিয়া হস্রায়েলের দক্ষিণদিকে ১৪ তাহার নিকটে উপস্থিত করিলেন। তখন ইস্রায়েল দক্ষিণ হস্ত বাড়াইয়া কনিষ্ঠ ইফ্রয়িমের মস্তকে দিলেন, এবং বাম হস্ত মনঃশির মস্তকে রাখিলেন। এ 44
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৪
অবয়ব