পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 や お R>ー89 ; >レ1] ২১ করিয়াছিলেন। বিদ্যমীনের পুত্র বেল, বেখর, অস্বেল, গের, নামন, এহী, রোশ, মুপ্ৰপীম, হুপ্ৰপীম ও অৰ্দ। ২২ এই চোঁদ প্রাণী যাকোব হইতে জাত রাহেলের সন্তান । ২৩,২৪ আর দানের পুত্ৰ হুশীম । নগুলির পুত্ৰ যহসিয়েল, ২৫ গুনি, যেৎসর ও শিল্পেম । ইহার সেই বিলুহার সন্তান, যাহাকে লাবন আপন কন্ত রাহেলকে দিয়াছিলেন। সে যাকোবের জন্য ইহাদিগকে প্রসব করিয়াছিল ; ইহারা সৰ্ব্বশুদ্ধ সাত প্রাণী । যাকোবের কটি হইতে উৎপন্ন যে প্রাণিগণ র্তাহার সঙ্গে মিসরে উপস্থিত হইল, যাকোবের পুত্রবধূরা ছাড়া ২৭ তাহারা সৰ্ব্বশুদ্ধ ছেষটি প্রাণী । মিসরে যোষেফের যে পুত্রেরা জন্মিয়াছিল, তাহারা দুই প্রাণী । যাকোবের ಕ್ಗ যাহার মিসরে গেল, তাহারা সৰ্ব্বশুদ্ধ সত্তর প্রাণী । পরে আগে আগে গোশনের পথ দেখাইবার নিমিত্তে যাকোব আপনার অগ্ৰে বিহদাকে যোৰেফের নিকটে পাঠাইলেন ; আর তাহারা গোশন প্রদেশে পহুছিলেন। ২৯ তখন যোষেফ আপন রথ সাজাইয়া গোশনে আপন পিতা ইস্রায়েলের সহিত সাক্ষাৎ করিতে গেলেন ; আর তাহাকে দেখা দিয়া তাহার গলা ধরিয়া অনেকক্ষণ ৩০ রোদন করিলেন। তখন ইস্রায়েল যোষেফকে কহিলেন, এখন স্বচ্ছন্দে মরিব, কেননা তোমার মুখ দেখিতে ৩১ পাইলাম, তুমি এখনও জীবিত আছ। পরে যোফে আপন ভ্রাতাদিগকে ও পিতার পরিজনকে কহিলেন, আমি গিয়া ফরেীণকে সংবাদ দিব, তাহাকে বলিব, আমার ভ্রাতার ও পিতার সমস্ত পরিজন কনান দেশ ৩২ হইতে আমার নিকটে আসিয়াছেন ; তাহারা মেষপালক, তাহারা পশুপাল রাখিয়া থাকেন ; আর তাহাদের গোমেষাদি পাল এবং সৰ্ব্বস্ব আনিয়া৩৩ ছেন । তাহীতে ফরেীণ তোমাদিগকে ডাকিয়া যখন ৩৪ জিজ্ঞাসা করিবেন, তোমাদের ব্যবসায় কি ? তখন তোমরা বলিবে, আপনকার এই দাসগণ পিতৃপুরুষানুক্রমে বাল্যাবধি অদ্য পৰ্য্যন্ত পশুপাল রাখিয়া আসিতেছে ; তাহাতে তোমরা গোশন প্রদেশে বাস করিতে পাইবে ; কেননা পশুপালক মাত্রেই মিস্ত্রীয়দের ঘূণাস্পদ । 8% পরে যোযেফ গিয়া ফরেীণকে সংবাদ দিলেন, বলিলেন, আমার পিতা ও ভ্রাতারা আপন আপন গোমেষাদির পাল এবং সৰ্ব্বস্ব কনান দেশ হইতে লইয়া আসিয়াছেন ; আর দেখুন, তাহার গোশন ২ প্রদেশে আছেন। আর তিনি আপন ভ্রাতাদের মধ্যে পাঁচ জনকে লইয়া ফরেণের সম্মুখে উপস্থিত করি৩ লেন। তাহাতে ফরেীণ যোষেফের ভ্রাতাদিগকে জিজ্ঞাস করিলেন, তোমাদের ব্যবসায় কি ? তাহারা ফরেীণকে কহিলেন, আপনকার এই দাসগণ পিতৃপুরুষানুক্রমে ৪ পশুপালক। তাহার ফরেীণকে আরও কহিলেন, আমরা এই দেশে প্রবাস করিতে আসিয়াছি, কারণ আপনকার এই দাসদের পশুপালের চরাণী হয় না, ২৬ ミb" আদিপুস্তক । 8 SX কারণ কনান দেশে অতি ভারী ছুর্ভিক্ষ হইয়াছে : অতএব বিনয় করি, আপনকার এই দাসদিগকে গোশন ৫ প্রদেশে বাস করিতে দিউন। ফরেীণ যোষেফকে কহিলেন, তোমার পিতা ও ভ্রাতার তোমার কাছে আসি৬ য়াছে ; মিসর দেশ তোমার সম্মুখে রহিয়াছে ; দেশের উত্তম স্থানে আপন পিতা ও ভ্রাতাদিগকে বাস করাও ; তাহার গোশন প্রদেশে বাস করুক ; আর যদি তাহদের মধ্যে কাহাকেও কাহাকেও কাৰ্য্যদক্ষ লোক বলিয়া জান, তবে তাহাদিগকে আমার পশুপালের অধ্যক্ষ পদে ৭ নিযুক্ত কর। পরে যোষেফ আপন পিতা যাকোবকে আনাইয় ফরেণের সম্মুখে উপস্থিত করিলেন, ৮ আর যাকোব ফরেীণকে আশীৰ্ব্বাদ করিলেন। তখন ফরেীণ যাকোবকে জিজ্ঞাসিলেন, আপনার কত বৎসর ৯ বয়স হইয়াছে ? যাকোব ফরেীণকে কহিলেন, আমার প্রবাসকালের এক শত ত্রিশ বৎসর হইয়াছে ; আমার আয়ুর দিন অল্প ও কষ্টকর হইয়াছে, এবং আমার পিতৃপুরুষদের প্রবাসকালের আয়ুর তুল্য হয় নাই। ১০ পরে যাকোব ফরেীণকে আশীৰ্ব্বাদ করিয়া তাহার ১১ সন্মুখ হইতে বিদায় হইলেন। তখন যোষেফ ফরেণের আজ্ঞানুসারে মিসর দেশের উত্তম অঞ্চলে, রামিষেষ প্রদেশে, অধিকার দিয়া আপন পিতা, ও ভ্রাতাদিগকে ১২ বসাইয়া দিলেন। আর যোষেফ আপন পিতা ও ভ্রাতাদিগকে এবং পিতার সমস্ত পরিজনকে তাহদের পরিবারানুসারে ভক্ষ্য দ্রব্য দিয়া প্রতিপালন করিলেন। যোষেফের মিসর দেশ শাসন । ১৩ তৎকালে সমগ্র দেশে ভক্ষ্য দ্রব্য ছিল না, কারণ অতি ভারী দুর্ভিক্ষ হইয়াছিল, তাহাতে মিসর দেশ ও ১৪ কনান দেশ দুর্ভিক্ষপ্রযুক্ত অবসন্ন হইয়া পড়িল । আর মিসর দেশে ও কনান দেশে যত রৌপ্য ছিল, লোকে তাহা দিয়া শস্ত ক্রয় করাতে যোষেফ সেই সমস্ত রৌপ্য ১৫ সংগ্ৰহ করিয়া ফরেীণের ভাণ্ডারে আনিলেন। মিসর দেশে ও কনান দেশে রৌপ্য ব্যয় হইয় গেলে মিশ্ৰীয়েরা সকলে যোষেফের নিকটে আসিয়া কহিল, আমাদিগকে খাদ্য দ্রব্য দিউন, আমাদের রৌপ্য শেষ হইয়া গিয়াছে বলিয়। আমরা কি আপনকার সম্মুখে মরিব ? ১৬ যোষেফ কহিলেন, তোমাদের পশু দেও ; যদি রৌপ্য শেষ হইয়া থাকে, তবে তোমাদের পশুর পরিবর্তে ১৭ তোমাদিগকে ভক্ষ্য দিব । তখন তাহারা যোষেফের কাছে আপন আপন পশু আনিলে যোষেফ অশ্ব, মেষপাল, গোপাল ও গর্দভদিগকে পরিবর্ত লইয়া তাহাদিগকে ভক্ষ্য দিতে লাগিলেন ; এইরূপে যোষেফ তাহীদের সমস্ত পশু লইয়া সেই বৎসর ভক্ষ্য দিয়া তাহদের চালাইয়া দিলেন। ১৮ আর সেই বৎসর অতীত হইলে দ্বিতীয় বৎসরে তাহারা তাহার নিকটে আসিয়া কহিল, আমরা প্ৰভু হইতে কিছু গোপন করিব না ; আমাদের সমস্ত রৌপ্য শেষ হইয়া গিয়াছে, এবং পশুধনও প্রভুরই 43