পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 : aー* や ; c t} ৭ লোকই অবশিষ্ট আছে। নূতন দ্রাক্ষারস শোকৰ্ত্ত হইয়াছে, দ্রীক্ষালত স্নান হইয়াছে, প্রফুল্লচিত্ত সকলে ৮ দীর্ঘ নিশ্বাস ত্যাগ করিতেছে । ডম্ফের আমোদ নিবৃত্ত হইল, উল্লাসকারীদের কোলাহল শেষ হইল, বীণার ৯ আমোদ নিবৃত্ত হইল। লোকে তার গান সহকারে দ্রাক্ষারস পান করে না ; স্বরাপীয়দের মুখে সুরা ১• তিক্ত লাগে। উৎসান্নতার নগর ভগ্ন হুইয়া পড়িল, ১১ সমস্ত গৃহ রুদ্ধ হইল, ভিতরে যাওয়া যায় না। দ্রাক্ষীরসের বিষয়ে সড়কে চীৎকার হয় ; সমস্ত আমোদ অন্ধ১২ কার হইল, দেশের বিলাস নিৰ্ব্বাসিত হইল । নগরে ধবংস অবশিষ্ট রহিল, পুরদ্বার খণ্ড খণ্ড হইয়। ভাঙ্গিয়৷ ১৩ পড়িতেছে। বস্তুতঃ পৃথিবীতে জাতিগণের মধ্যে এইরূপ ঘটনা হইবে ; জিত বৃক্ষ ঝড়িবার দ্যtয়, ফলসংগ্রহ সমাপ্তির পরে দ্রাক্ষফল চয়নের দ্যার ঘটিব । ১৪ ইহার উচচরব করিবে, আনন্দগান করিবে, সদাপ্রভুর মহিমা প্রযুক্ত ইহার সমুদ্র হইতে উচ্চধ্বনি শুনাইবে । ১৫ অতএব তোমরা দীপ্তিদেশে সদাপ্রভুর গৌরব কর, সমুদ্রের উপকুল সমূহে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নাম কীৰ্ত্তন] কর । আমরা পৃথিবীর প্রান্ত হইতে সঙ্গীত শুনিয়াছি, ধৰ্ম্মিকেরই নিমিত্ত শোভা । কিন্তু আমি কহিলাম, আমি ক্ষীণ হইতেছি, আমি ক্ষীণ হইতেছি, আমাকে ধিক । বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতা করিয়াছে, ই, বিশ্বাসঘাতকের অতিশয় বিশ্বাসঘাতকতা করিয়াছে। ১৭ হে পৃথিবী-নিবাসিন, ত্রাস, খাত ও ফাদ তোমার উপরে ১৮ আসিয়াছে। যে কেহ ত্রাসের জনশ্রুতিতে পলাইয়া বাচিবে, সে খাতে পড়িবে ; যে খাত হইতে উঠিয়৷ আসিবে, সে ফাদে ধরা পড়িবে ; কারণ উৰ্দ্ধস্থ বাতায়ন সকল মুক্ত হইল, ও পৃথিবীর মূল সকল কম্পমান ১৯ হইল। পৃথিবী বিদীর্ণ হইল, বিদীর্ণ হইল : পৃথিবী ফাটিয়া গেল, ফটিয় গেল ; পৃথিবী বিচলিত হইল, ২০ বিচলিত হইল । পৃথিবী মত্ত লোকের স্থায় টলটলায়মন হইবে, টোঙ্গের দ্যায় দুলিবে ; তাiপন অধৰ্ম্মভারে ভারগ্রস্ত হইবে, পতিত হইবে, আর উঠিতে পরিবে না। সেই দিন সদাপ্রভু উদ্ধলোকে উদ্ধলোকীয় সৈন্তসমস্তকে ও পৃথিবীতে পার্থিব স্লাজগণকে প্রতিফল ২২ দিবেন। তাহতে তাহার কূপে একত্রীকৃত বন্দিগণের দ্যার একত্রীকৃত হইবে, ও কারাগারে বদ্ধ হইবে, পরে অনেক দিন গত হইলে তাহদের তত্ত্ব লওয়া যাইবে । ২৩ অীর চন্দ্র মলিন ও স্থৰ্য্য লজ্জিত হইবে, কেননা বাহিনীগণের সদাপ্রভু দিয়েনি পৰ্ব্বতে ও যিক্কশালেমে রাজত্ব করিবেন ; এবং তাহার প্রাচীনবর্গের সম্মুখে প্রতাপ থাকিবে । ミ& 。諱 যদাপ্রভু, তুমি আমার ঈশ্বর ; আমি তোমার প্রতিষ্ঠা করিব, তোমার নামের প্রশংসা করিব : কেননা তুমি আশ্চৰ্য্য কাৰ্য্য করিয়াছ ; পুরাকালীন মন্ত্রণ সকল সাধন করিয়াছ, বিশ্বস্ততায় ও সত্যে। ২ কারণ তুমি নগরকে ঢিবিতে, দৃঢ় নগরকে কখড়ায় こ● ミ> যিশাইয়। С :) পরিণত করিয়াছ ; বিদেশীদের রাজপুরী আর নাই ; ৩ তাহা কখনও নিৰ্ম্মিত হইবে না। এই জন্ত বলবান্‌ লোকের তোমার গৌরব করিবে, দুর্দান্ত জাতিগণের ৪ নগর তোমাক ভয় করিবে । কেননা তুমি দরিদ্রের দৃঢ় দুর্গ, সঙ্কটে দীনহীনের দৃঢ় দুর্গ, ঝটিকানিবারক আশ্রয়, রৌদ্রনিবারক ছায়া হইয়াছ, যখন দুর্দান্তদের ৫ নিশ্বাস ভিত্তিতে বটিকার দ্যায় হয় । যেমন শুফ দেশে রৌদ্র, তেমনি তুমি বিদেশীদের কোলাহল খামাইবে ; যেমন মেঘের ছায়াতে রৌদ্র, তেমনি ৬ দুর্দান্তদের হর্ষগান ক্ষান্ত হইবে । তার বাহিনীগণের সদtপ্রভু এই পৰ্ব্বতে সৰ্ব্বজাতির নিমিত্তে উত্তম উত্তম খাদ্য দ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারলের, মেদে - যুক্ত উত্তম খাদ্য দ্রব্যের ও নিৰ্ম্মলীকৃত পুরাতন দ্রাক্ষী৭ রসের এক ভোজ প্রস্তুত করিবেন। আর সর্ববদেশীয় লোকের বে ঘোমটায় আচ্ছাদিত আছে, ও সৰ্ব্বজাতীয় লোকদের সম্মুখে যে আবরক বস্ত্র টাঙ্গন আছে, সদাপ্রভু এই পৰ্ব্বতে তাহ বিনষ্ট করিবেন। ৮ তিনি মৃত্যুকে অনন্তকালের জন্ত বিনষ্ট করিয়াছেন, ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন ; এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুনাম দুর করবেন ; কারণ সদাপ্রভুই এই কথা কহিয়াছেন। ৯ সেই দিন লোকে বলিবে, এই দেখ, ইনিই তামাদের ঈশ্বর : আমরা ইহঁরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রণ করবেন : ইনিই সদাপ্রভু ; আমরা ইহঁীরই অপেক্ষায় ছিলাম, আমরা ইহার কুত পরিত্রাণে ১• উল্লাসিত হুইব, আনন্দ করব । কেননা সদাপ্রভুর হস্ত এই পৰ্ব্বতে অধিষ্ঠিত থাকিবে ; আর যেমন পোয়াল সারকুড়ের জলে পদতলে দলিত হয়, তেমনি মোয়াব স্বস্থানে দলিত হইবে। আর সন্তরণকারী যেমন সন্তরণের জন্ত হস্ত বিস্তার করে, তেমনি সে তাহার মধ্যে হস্ত বিস্তার করিবে ; কিন্তু তিনি তাহার ১২ হস্তকৌশল শুদ্ধ তাঁহার গর্বব থৰ্ব্ব করিবেন। তিনি তোমার উচ্চ প্রাচীরযুক্ত দৃঢ় দুর্গ নিপাত করিয়াছেন, নত করিয়াছেন, ভূমিসাৎ করিয়াছেন, ধূলিশায়ী পর্য্যন্ত করিয়াছেন। ર૭ সেই দিন যিহ্ৰদ দেশে এই গীত গান করা হইবে ; আমাদের এক দৃঢ় নগর আছে ; তিনি পরিত্রাণকে প্রাচীর ও পরিখাস্বরূপ করিবেন। ২ তোমরা পুরদ্বার সকল মুক্ত কর, বিশ্বস্তত-পালনকারী ধাৰ্ম্মিক জাতি প্রবেশ করিবে। ৩ যাহার মন তোমাতে হস্থির, তুমি তাহীকে শাস্তিতে, শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর । ৪ তোমরা চিরকাল দাপ্রভুতে নির্ভর রাখ ; কেননা সদাপ্রভু যিহোবাতেই যুগসমূহের শৈল। ৫ কারণ তিনি উর্দ্ধলোক-নিবাসীfদগকে, উন্নত নগরকে, অবনত করিয়াছেন ; তিনি তাই অবনত করেন, S > 579