পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○bィ; やー○> ; b 1] ৬ বৎসর বৃদ্ধি করিব, এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার কfরল ; আমি এই ৭ নগরের ঢালস্বরূপ হইব । আর সদাপ্রভু যে কথ বলিয়াছেন, তাহ যে সফল করিবেন, তাহার এই চিহ্ন ৮ সদাপ্রভু হইতে আপনাকে দেওয়া যাইবে । দেখ, আহসের সোপানে ছায় সূর্ষ্যের সহিত ধাপগুলিতে যত ধাপ নামিয়া গিয়াছে, আমি তাহার দশ ধাপ পিছে ফিরাইয়া দিব। পরে স্বৰ্য্য যত ধাপ নামিয়া গিয়াছিল, তাহার দশ ধাপ ফিরিয়া গেল । ৯ যিহুদার রাজ হিস্কিয়ের লিপি ; তিনি পীড়িত হইয়। যখন পীড়া হইতে আরোগ্য লাভ করেন, তখনকার লেখা । ১• আমি বলিলাম, আমার আয়ুর মধ্যাহ্নে আমি পাতা লের পুরদ্বারে প্রবেশ করিল, আমার বৎসরশ্রেণীর তাবশিষ্টাংশে বঞ্চিত হইলাম। ১১ আমি বলিলাম, আমি সদাপ্রভুকে, জীবিতদের দেশে সদাপ্রভুকে, আর দেখিব না, জগন্নিবাসীদের সঙ্গে মনুষ্যকেও তার দেখিব না । ১২ মেবপালকের তাম্বর দ্যায় আমার আবাস উঠাইয়া আমা হইতে স্থানান্তর করা গেল : আমি তত্ত্বলায়ের ন্তায় আপন আয়ু জড়াইলাম : তিনি তাত হইতে আমাকে কাটিয়া ফেলিবেন : তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করবে। ১৩ আমি প্রাতঃকাল পর্য্যন্ত নীরব থাকিলাম : তিনি সিংহের ন্যায় আমার অস্থি সকল চূর্ণ করেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে । ১৪ তালচোচের দ্যায়, সারসের ছায় আমি চিচি শব্দ করিতেছিলাম, ঘুঘুর ন্তায় কাতরোক্তি করিতেছিলাম ; উৰ্দ্ধদিকে দৃষ্টি করিতে করিতে তামার চক্ষু ক্ষীণ হইল : হে সদাপ্রভু, আমি উপদ্রুত, তুমি আমার প্রতিভূ হও। ১৫ আমি কি বলিব ? তিনি আমাকে কহিলেন, এবং নিজেই সাধন করিলেন : আমার প্রাণের তিক্ততা প্রযুক্ত তাবশিষ্ট বৎসর সকল আমি ধীরে ধীরে গমন করিল। ১৬ হে প্রভু, এই সকলের দ্বারা লোকের জীবিত থাকে, কেবল ইহাতেই আমার আত্মার জীবন : আমাকে সুস্থ কর, আমাকে সঞ্জীবিত কর। ১৭ দেখ, আমার শান্তির নিমিত্তেই আমার তিক্ততা, তিক্ততা উপস্থিত হইল ; কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশ-কুপ হইতে উদ্ধার করিলে, তুমি ত আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। ১৮ পাতাল ত তোমার স্তবগান করে না ; মৃত্যু তোমার প্রশংসা করে না ; বিশাইয় । G HP ఎ গর্তগামীর তেমীর সতোর অপেক্ষ করে না । ১৯ জীবিত, জীবিত লোকই তোমার স্তবগান করিলে, আমি যেমন তদ্য করিতেছি ; পিতা সন্তানগণকে তোমার সত্য জ্ঞাত করিলে । ২০ সদাপ্রভু আমার পরিত্রাণ করিতে। সম্মত]; অতএব আমার সঙ্গীত মাল। আমরা তারযুক্ত যন্ত্রে গান করিব, যত দিন জীবিত থাকি, সদাপ্রভুর গৃহে গাইব । ২১ যিশাইয় বলিয়াছিলেন, ডুমুরফলের চাপ লইয়। ছে চর। স্ফোটকের উপরে দেওয়া হউক, তাহাতে তিনি ২২ বাচিবেন। আর হিন্ধিয় বলিয়াছিলেন, আমি যে সদা প্রভুর গৃহে উঠিব, ইহার চিহ্ন কি ? বাবিলীয় রাজদূতগণের আগমন । చి) সময়ে বলদনের পুত্ৰ বাবিল-রাজ সরোদকবলদন হিঞ্চিয়ের নিকটে পত্র ও উপটৌকন দ্রব্য পঠাইলেন, কারণ তিনি শুনিয়ছিলেন যে, হিন্ধিয় পীড়িত হইয়াছিলেন, ও অরোগ্য লাভ করিয়াছেন। ২ তাহাতে হিঞ্চিয় দূতদের আগমন) আনন্দিত হইলেন, এবং আপনার কোষাগার, রৌপ্য, স্বর্ণ, সুগন্ধি দ্রব্য, ও বহুমূল্য তৈল এবং সমুদয় অস্ত্রাগার ও ধনাগার সমূহের সমস্ত বস্তু তাহাদিগকে দেখাইলেন । হিস্কিয় তাহাদিগকে না দেখাইলেন, এমন কোন সমগ্রী তাহার বাটীতে বা তাহার সমস্ত রাজ্যে ছিল না। ৩ পরে যিশাইয় ভাববাদী হিন্ধিয় রাজার নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, ঐ লোকের কি কহিল ? আর উহার কোথা হইতে আপনকার নিকটে আসিল ? হিন্ধিয় কহিলেন, উহার দূরদেশ হইতে, বাবিল হইতে আমার কাছে আসিয়াছে। ৪ তিনি জিজ্ঞাসা করিলেন, উহার। আপনকার বাটীতে কি কি দেখিয়াছে ? হিঞ্চিয় কহিলেন, তামার বাটতে যাহা যাহ। আছে, সকলই দেখিয়াছে ; তাহাদিগকে ন। দেখাইয়াছি, আমার ধনাগার সমূহের মধ্যে এমন e কেন দ্রব্য নাই । যিশাইয় হিঞ্চিয়কে কহিলেন, ৬ বাহিনীগণের সদাপ্রভুর বাক্য শ্রবণ করুন। দেখ, এমন সময় তালিতেছে, যখন তোমার বাটীতে যে কিছু আছে, এবং তোমার পিতৃপুরুষদের সঞ্চিত যাহ। যাহ। অদ্য পৰ্য্যন্ত রহিয়াছে, সকলই বাবিলে নীত হইবে ; কিছুই অবশিষ্ট থাকিবে না, ইহ সদা৭ প্রভু কহেন। আর যাহার তেম৷ হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কএক জন নীত হইবে: এবং তাহারা বধিল রাজের প্রাসাদে নপুংসক হইবে । ৮ তখন ভিঞ্চিয় যিশাইয়কে কহিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন, তাহ উত্তম। তিনি তারও কহিলেন, কারণ আমার সময়ে শান্তি ও সত্য থাকিবে । S9