8 ० : २१ -8 * ; २8 1] য়াছে ? তিনি বাহিনীর ন্তীয় সংখ্যানুসারে তাহাদিগকে বাহির করিয়া আনেন ; সকলের নাম ধরিয়া তাহাদিগকে আহবান করেন : তাহার সামর্থ্যের আধিক্য ও শক্তির প্রাবল্য প্রযুক্ত তাহদের একটাও অনুপস্থিত থাকে না । হে যাকোব, তুমি কেন কহিতেছ, হে ইস্রায়েল, তুমি কেন বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া ২৮ গিয়াছে ? তুমি কি জ্ঞাত হও নাই ? তুমি কি শুন নাই ? অনাদি অনন্ত ঈশ্বর, সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের স্বষ্টিকৰ্ত্তা, ক্লান্ত হন না, শ্রান্ত হন না ; তাহার ২৯ বুদ্ধির অনুসন্ধান করা যায় না। তিনি ক্লান্তকে শক্তি ৩০ দেন, ও শক্তিহীনের বল বুদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত ৩১ ও শ্রান্ত হয়, যুবকের স্থলিত, স্থলিত হয় ; কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহার উত্তর উত্তর নূতন শক্তি পাইবে ; তাহার ঈগল পৃক্ষীর স্থায় পক্ষসহকারে উদ্ধে উঠবে ; তাহার দৌড়িলে শ্রান্ত হইবে ন, তাহার। গমন করিলে ক্লান্ত হুইবে না। 3S হে উপকূল সকল, আমার সাক্ষাতে নীরব হও ; লোকবৃন্দ নুতন বল প্রাপ্ত হউক ; তাহার নিকটে আহস্থক, পরে কথা বলুক ; আমরা একত্র ২ হইয়া বিচার করিব। কে পূর্ব দিক্ হইতে এক জনকে উত্তেজিত করিল ? তিনি ধৰ্ম্মশীলতায় তাহাকে ডাকিয়া আপনার অনুগামী করেন ; তিনি জাতিগণকে তাহার সম্মুখে দিবেন, রাজগণের উপরে তাহাকে কর্তৃত্ব করাইবেন, তিনি তাহাদিগকে ধুলির দ্যায় তাহার খড়েগর সম্মুখে দিবেন, চালিত নাড়ার স্থায় তাহার ৩ ধনুকের সম্মুখে দিবেন। সে তাহদের পশ্চাৎ ধাবমান হইবে, নিরাপদে অগ্রসর হইবে ; যে পথে কখনও ৪ পদার্পণ করে নাই, সেই পথে যাইবে । এ সকল কাহার কৃত, কাহার সাধিত ? কে পুরুষাবলিকে আদি অবধি আহবান করেন ? আমি সদাপ্রভু আদি, এবং সেই ও আমি শেষকালীন লোকদের সহবত্তা। উপকূল সকল দৃষ্টিপাত করিয়া ভীত হইল, পৃথিবীর প্রান্ত সকল ত্ৰাসযুক্ত হইল ; তাহার নিকটবৰ্ত্তী হইয়া আসিল । ৬ তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সাহায্য করিল, অপেন আপন ভ্রাতাকে কহিল, সাহস কর । ৭ শিল্পকর স্বর্ণকারকে আশ্বাস দিল, এবং হাতুড়িতে সমানকারী লোক নেহাইর উপরে আঘাতকারীকে যোড়ের বিষয়ে কহিল, উত্তম হুইয়াছে ; এবং প্রেক দিয়৷ [প্রতিমাটা] দৃঢ় করিল, যেন তাহ ন নড়ে। ৮ কিন্তু হে আমার দাস ইস্রায়েল, আমার মনোনীত ৯ যাকোব, আমার বন্ধু অব্রাহামের বংশ, আমি তোমাকে ধরিয়৷ পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, পৃথিবীর সীম৷ হইতে আহবান করিয়া বলিয়াছি, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করিয়াছি, দূর করি নাই। ১• ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর : ২৭ যিশাইয় । " G -) - আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব ; আমি আপন ধৰ্ম্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা ১১ তোমাকে ধরিয়া রাখিব । দেখ, যাহারা তোমার প্রতি কুপিত, তাহার। সকলে লজ্জিত ও বিষন্ন হইবে: যাহার তোমার সহিত বিবাদ করে, তাহারা অবস্তু১২ বৎ হুইবে, বিনষ্ট হইবে। যাহার তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না ; যাহার তোমার সহিত যুদ্ধ করে, ১৩ তাহারা তাবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব ; তোমাকে বলিব, ভয় করিও না,আমি তোমার ১৪ সাহায্য করব । হে কীট যাকোব, হে ইস্রায়েলের নরগণ, ভয় করিও না ; সদাপ্রভু কহেন, আমি তোমার সাহায্য করিব : আর হস্রায়েলের পবিত্রতম তোমার ১৫ মুক্তিদাতা । দেখ, আমি তোমাকে তীক্ষ দন্তশ্রেণীবিশিষ্ট শস্তমড়া নুতন গুড়ির স্থায় করিব ; তুমি পৰ্ববতগণকে মাড়িয় চূর্ণ করিবে, উপপৰ্ব্বতগণকে ১৬ ভূষির সমান করবে। তুমি তাহাদিগকে ঝাড়িবে বায়ু তাহাদিগকে উড়াইয়া লইবে, ও ঘূর্ণবায়ু তাহা । দিগকে ছিন্নভিন্ন করবে ; আর তুমি সদাপ্রভুতে উল্লাস করিবে, ইস্রায়েলের পবিত্রতমের শ্লাঘা করিবে । ১৭ দুঃখী দরিদ্রগণ জল অন্বেষণ করে, কিন্তু জল নাই, তাহদের জিহবা তৃষ্ণতে শুষ্ক হইয়াছে ; আমি সদtপ্রভু তাহাদিগকে উত্তর দিব, আমি ইস্রায়েলের ঈশ্বর ১৮ তাহাদিগকে ত্যাগ করিব না। আমি বৃক্ষাদিশূন্ত গিরিশ্ৰেণীতে নদনদী, ও সমস্থলীর মধ্যে স্থানে স্থানে উলুই খুলিব ; আমি প্রান্তরকে জলাশয় ও শুষ্ক ১৯ ভূমিকে জলের প্রস্রবণ করিব। আমি প্রান্তরে এরস, বাবলা, গুলমেদি ও তৈলবৃক্ষ রোপণ করিব ; আমি মরুভূমিতে দেবদার, তিধর ও তাশূর বৃক্ষ একত্র ২০ লগাইব ; যেন তাহার। দেখিয়া, জানিয়া, বিবেচন। করিয়া একেবারে নিশ্চয় বুঝিতে পারে যে, সদাপ্রভুর হস্ত এই কাৰ্য্য করিয়াছে, ইস্রায়েলের পবিত্রতম ইহt স্বষ্টি করিয়াছেন। সদাপ্রভু কহেন, তোমরা আপনাদের বিবাদ উপস্থিত কর ; যাকোবের রাজ কহেন, তোমরা আপনf২২ দের দৃঢ় যুক্তি সকল নিকটে আন । উহার সে সমস্ত লইয়। নিকটে আইহক, যাহা যাহা ঘটিবে, আমাদিগকে জ্ঞাত করুক ; পূৰ্ব্বকার বিষয় কি কি, তাহ বল ; তাহা হইলে আমরা বিবেচনা করিয়। তাহার শেষ ফল জানিতে পারিব ; কিম্বা উহার। তাগামী ঘটনা ২৩ সকল আমাদের কর্ণগোচর করুক। উত্তরকালে কি কি ঘটিবে, তোমরা তাহা জ্ঞাত কর; তাহা করিলে তোমরা যে দেবতা, তাই বুঝিতে পারিব ; হুঁ, তোমরা মঙ্গল কর বা অমঙ্গল কর, তাহাতে আমরা বিক্সিত ২৪ হইয়। একত্র তাই নিরীক্ষণ করিব। দেখ, তোমরা অবস্তু ও তোমাদের কার্য্য অকিঞ্চন ; যে জন তোমাদিগকে মনোনীত করে, সে ঘৃণার পাত্র। ミ> 591
পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬০১
অবয়ব