পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○; ?ー> 8 ; 1] আমাকে কহিলেন, তুমি উঠ, ফরাতের নিকটে যাও, এবং আমার আজ্ঞায় তথায় যে পটুক লুকাইয়। রাখি৭ য়াছ, তাহ তথা হইতে তুলিয়া লও। তখন আমি ফরাতের নিকটে গেলাম, এবং খনন ফরিয়৷ ষে স্থানে পটুকাৰ্টী লুকাইয়া রাখিয়াছিলাম, তথা হইতে তাহ। ৮ তুলিয়া লইলাম ; আর দেখ, সে পটুক নষ্ট হইয়াছে, কোন কার্য্যের যোগ্য নাই। ৯ তখন সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যথা, সদাপ্রভু এই কথা কহেন, এইরূপে আমি যিহুদার দর্প ও যিরশালেমের মহাদর্প চূর্ণ করিয়া ১০ ফেলিব। এই যে দুষ্ট জাতি আমার কখ! শুনিতে অস্বীকার করে, আপন আপন হৃদয়ের কাঠিন্ত অনুসারে চলে, এবং অন্ত দেবগণের সেবা ও তাহীদের কাছে প্ৰণিপাত করিবার জন্ত তাহীদের অনুগামী হয়, তাহার এই পটুকার স্থায় হইবে, যাহা কোন কার্যের ১১ যোগ্য নয়। কেননা, সদাপ্রভু কহেন, মনুষ্যের কাটদেশে যেমন পটুক জড়ান থাকে, তদ্রুপ আমি সমস্ত ইস্রায়েল-কুলকে ও সমস্ত যিহুদ-কুলকে আপনাতে জড়াইয়াছিলাম, যেন তাহারা আমার উদ্দেশে প্রজাবৰ্গ, এবং কীৰ্ত্তি, প্রশংসা ও শোভাস্বরূপ হয় ; কিন্তু তাহার ১২ শুনিতে চাহিল না। অতএব তুমি তাহাদিগকে এই কথা বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, প্রত্যেক কলশ দ্রাক্ষরসে পূর্ণ করা যাইবে ; তাহীতে তাহার তোমাকে বলিবে, প্রত্যেক কলশ যে দ্রাক্ষরসে ১৩ পূর্ণ করা যাইবে, তাহ। আমরা কি জানি না ? তখন তুমি তাহাদিগকে বলিও, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই দেশনিবাসী সমস্ত লোককে, অর্থাৎ দায়ুদের সিংহাসনে উপবিষ্ট রাজগণকে এবং যাজকগণ, ভাববাদিবর্গ ও বিরূশালেম-নিবাসী সমস্ত লোককে ১৪ মত্ততায় পূর্ণ করিব। আর আমি এক জনকে অন্ত জনের বিরুদ্ধে, আর পিতাদিগকে ও পুত্রদিগকে একসঙ্গে আছড়াইব, ইহা সদাপ্রভু কহেন ; আমি মমতা করিব না, কৃপা করিব না, করুণ করিব না ; তাহাদিগকে বিনষ্ট করিব । ১৫ তোমরা শুন, কর্ণপাত কর, অহঙ্কার করিও না, ১৬ কেননা সদাপ্রভু কথা বলিয়াছেন। তোমরা সময় থাকিতে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার কর, নতুব। তিনি অন্ধকার উপস্থিত করবেন, আর তিমিরাচছন্ন পৰ্ব্বতমালায় তোমাদের চরণে উছোট লাগিবে, এবং তোমরা আলোর অপেক্ষা করিলে তিনি তাহ মৃতু্যচ্ছায়াতে পরিণত করবেন, ঘোর অন্ধকার১৭ স্বরূপ করিবেন। তোমরা যদি এ কথা ন শুন, তবে তোমাদের দপ প্রযুক্ত আমার প্রাণ নিরালীয় রোদন করিবে, এবং আমার চক্ষু অশ্রুপাত করিবে, অশ্রুধারা ১৮ বহিবে, কেননা সদাপ্রভুর পাল বন্দি হইল। তুমি রাজাকে ও মাতারাণীকে বল, তোমরা অবনত হও, বস, কেনন তোমাদের উষ্ণাষ, তোমাদের চারু মুকুট ৯৯ খসিয়া পড়িল। দক্ষিণ প্রদেশীয় নগর সকল রুদ্ধ ফিরমিয় । ○ *、○ হইল ; তাহ খুলিয়া দেয়, এমন কেহ নাই , সমস্ত যিহ্ৰদ বন্দিরূপে নীত হইয়াছে, তাহার সমুদয় লোক বন্দিরূপে নীত হইয়াছে। তোমরা চক্ষু তুলিয়া দেখ, উহার উত্তর দিক হইতে আসিতেছে ; তোমাকে যে মেষপাল দত্ত হইয়াছিল, ২১ তোমার সেই চারু মেষপাল কোথায় ? তুমি বাহাদিগকে আত্মীয়রূপে আপনার উপরে [প্রভুত্ব করিতে] শিক্ষা দিয়াছ, যখন তিনি তাহাদিগকে মস্তকরূপে তোমার উপরে নিযুক্ত করিবেন, তৎকালে কি বলিবে? প্রসবকালে যেমন স্ত্রীলোক, তেমনি তুমি কি যন্ত্রণা২২ গ্রস্ত হইবে না ? আর যদি তুমি মনে মনে বল, আমার এমন দশ কেন ঘটিল ? তোমার অপরাধের বাহুল্যে তোমার পরিচ্ছদের অন্ত তুলিয়া দেওয়া হইল, তোমার ২৩ পাদমূলের প্রতি অত্যাচার করা হইল। কুশীয় কি আপন ত্বক, কিম্বা চিত। বাঘ কি আপন চিত্রবৈচিত্র্য পরিবর্তন করিতে পারে ? তাহা হইলে দুষ্কৰ্ম্ম অভ্যাস করিয়াছ যে তোমরা, তোমরাও সৎকৰ্ম্ম করিতে ২৪ পরিবে। আর আমি ইহাদিগকে উড়াইয়া দিব, যেমন প্রান্তরস্থ বায়ুর সম্মুখে নাড়া উড়িয়া যায়। ২৫ ইহাই তোমার নির্দিষ্ট অধিকার, অাম দ্বার নিরূপিত তোমার অংশ, এই কথা সদাপ্রভু কহেন ; যেহেতুক তুমি আমাকে ভুলিয়া গিয়াছ, এবং মিথ্যাতে বিশ্বাস ২৬ করিয়াছ । এই জন্ত আমিও তোমার পরিচ্ছদের অন্ত মুখের উদ্ধ পৰ্য্যন্ত তুলিয়া দিব, আর তোমার লজ্জা ২৭ দেখা যাইবে । আমি ক্ষেত্রস্থ পৰ্ব্বতগণের উপরে তোমার ঘৃণিত ব্যাপার সকল, তোমার ব্যভিচার, তোমার হ্ৰেষ, তোমার বেস্তাবৃত্তি সম্বন্ধীয় কুকৰ্ম্ম দেখিয়াছি। ধিক তোমাকে, বিরূশালেম । তুমি শুচি হইতে চাই না ; আর কত দিন এমন থাকিবে ? স্বজাতীয়দের জন্ত যিরমিয়ের অনুরোধ। 58 ভারী অনাবৃষ্টির বিষয়ে ফিরমিয়ের কাছে সদt প্রভুর এই বাক্য উপস্থিত হইল । ২ যিহদ। শোক করিতেছে, তাহার নগর-দ্বার সকল জীর্ণ হইতেছে, সে সকল মলিন বেশে ভূমিতে বসিয়৷ আছে ; আর যিরশালেমের তার্তরব উদ্ধে উঠিতেছে। ৩ তাহদের প্রধানের অপেন তাপন তাধীনদিগকে জলের জন্ত পাঠায় ; তাহারা গৰ্ত্ত সকলের নিকটে আসিয়া কিছুমাত্র জল পায় না, শূন্ত পাত্র হস্তে করিয়া ফিরিয়া যায় ; তাহার লজ্জিত ও বিষণ্ণ হইয়৷ ৪ মস্তক ঢাকিয়া রাখে। দেশে বৃষ্টি না হওয়াতে ভূমি নিরাশা হইয়াছে বলিয়া কৃষকের লজ্জা পাহয় আপন ৫ আপন মস্তক ঢাকিয় রাখে। এমন কি, তৃণ নাই বলিয়। হরিণীও মাঠে প্রসব করিয়া শিশু ত্যাগ করিয়া ৬ যায়। বনগর্দভ সকল বৃক্ষশূন্ত গিরিতে দাড়াইয়৷ শৃগালের ছায় বায়ুর জন্ত হাপায় ; তৃণাদি না থাকাতে তাহদের চক্ষু ক্ষীণ হইয়াছে। ৭ যদ্যপি আমাদের অপরাধ সকল আমাদের বিপক্ষে ૨૭ 623