পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や* や ১৩ পাত করিতেছ না। এই জন্ত তোমাদের পিতৃপুরুষের ও তোমরা যে দেশ জান নাই, এমন এক দেশে আমি এই দেশ হইতে তোমাদিগকে নিক্ষেপ করিব ; সেই স্থানে তোমরা দিবারাত্র অন্ত দেবগণের সেবা করিবে, কেননা আমি তোমাদিগকে দয়া করিব না । এই জন্ত, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে লোকের। আর বলিবে না, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েল-সন্তানগণকে মিসর ১৫ দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন ; কিন্তু [তাহার বলিবে ] সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, যিনি ইস্রায়েলসন্তানগণকে উত্তর দেশ হইতে, এবং আর ষে সকল দেশে তিনি তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছিলেন, সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন, ফলতঃ আমি তাঁহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছিলাম, তাহদের সেই দেশে তাহাদিগকে ১৬ ফিরাইয়া আনিব। সদাপ্রভু কহেন, দেখ, আমি অনেক ধীবর অনাইব, তাহার। মৎস্তের দ্যায় তাহাদিগকে ধরিবে ; পরে আমি অনেক ব্যাধ আনাইব, তাহারা মৃগয়া করিয়া প্রত্যেক পৰ্ব্বত হইতে, প্রত্যেক উপপৰ্ব্বত হইতে ও শৈলের ছিদ্র সকল হইতে তাহাদিগকে ১৭ আনিবে । কেননা তাহীদের সমস্ত পথে আমার দৃষ্টি আছে, তাহারা আমার সম্মুখ হইতে লুক্কায়িত নহে, এবং তাঁহাদের অপরাধও আমার দৃষ্টি হইতে গুপ্ত ১৮ নহে । আমি অগ্ৰে তাহীদের অপরাধের ও তাহদের পাপের দ্বিগুণ ফল দিব ; কেনন। তাহারা আপনাদের জঘন্ত পদার্থরূপ শবে আমার দেশ অপবিত্র করিয়াছে, এবং আপনাদের ঘৃণাৰ্ছ বস্তুসমূহে আমার অধিকার পরিপূর্ণ করিয়াছে। হে সদাপ্রভু, আমার বল ও আমার দুর্গ, এবং সঙ্কটকালে আমার আশ্রয়, পৃথিবীর প্রান্ত সকল হইতে জাতিগণ তোমার নিকটে আসিয়া বলিবে, "কেবল মিথ্য বিষয়ে ও অসার বস্তুতে আমাদের পিতৃপুরুষদের অধিকার ছিল, তাহার মধ্যে একটাও উপকারী নয়। ২• মনুষ্য কি আপনার নিমিত্তে দেবতা নিৰ্ম্মাণ করিবে ? ২১ তাহার' ত ঈশ্বর নয়।’ এই জন্ত দেখ, আমি তাহাদিগকে জ্ঞাত করিব, একটী বার তাহাদিগকে আমার হস্ত ও পরাক্রম জ্ঞাত করিব, তাহাতে তাহারা জানিবে যে, আমার নাম সদাপ্রভু ! Sማ যিহুদার পাপ লৌহলেখনী ও হীরকের কাটা দিয়া লিখিত হইয়াছে, তাহদের চিত্তফলকে ও তাহাঁদের যজ্ঞবেদির শৃঙ্গে তাহা ক্ষোদিত হইয়াছে। ২ আর তাহদের বালকের হরিৎপর্ণ বৃক্ষের কাছে উচ্চ গিরির উপরে তাহদের যজ্ঞবেদি ও অশের-মুৰ্ত্তি ৩ সকল স্মরণ করে । হে ক্ষেত্রস্থ আমার পর্ববত, আমি তোমার ঐশ্বৰ্য্য, তোমার সমস্ত ধনকোষ লুটদ্রব্য করিয়৷ বিতরণ করিব ; পাপ প্রযুক্ত তোমার সীমার সববত্র ৪ তোমার উচ্চস্থলী সকলও । বতরণ করিব । আমি তোমাকে যে আধকার দেয়ছিলাম, তুমি নিজেই সেই 38 33 যিরমিয় । [ ১ ৬ ; ১৩– ১৭ ; ১৮। অধিকার হইতে চু্যত হইবে, এবং আমি তোমার অজ্ঞাত সেই দেশে তোমাকে দিয়া শক্রগণের সেবা করাইব ; কারণ তোমরা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত করিয়াছ, তাহ চিরকাল জ্বলিবে। ও সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে, ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্ৰস্ত । ৬ সে মরুভূমিস্থ ঝাউ গাছের*সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ৭ ও নিবাসহীন লবণ-ভূমিতে বাস করবে। ধন্ত সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি ৮ সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের স্তায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে ; অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্তু থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না। ৯ অন্তঃকরণ সৰ্ব্বাপেক্ষ বঞ্চক, তাহার রোগ অপ্রতী১• কাৰ্য্য, কে তাহ জানিতে পারে । আমি সদাপ্ৰভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মৰ্ম্মের পরীক্ষা করি ; আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণানুসারে আপন আপন কৰ্ম্মের ফল দিয়া থাকি । ১১ প্রসব না করিলেও যেমন তিত্তির পক্ষী শাবকদিগকে সংগ্রহ করে, তেমনি সেই ব্যক্তি, যে অন্তয়ে ধন সঞ্চয় করে, সেই ধন অৰ্দ্ধ বয়সে তাহাক্ষে ছাড়িয়া যাইবে, এবং শেষকালে সে মূঢ় হইয় পড়িবে। ১২ আদিকাল হইতে উচ্চে অবস্থিত প্রতাপ-সিংহাসন ১৩ আমাদের ধৰ্ম্মধামের স্থান। হে সদাপ্রভু, ইস্রায়েলের প্রত্যাশাভূমি, যত লোক তোমাকে পরিত্যাগ করে, সকলেই লজ্জিত হইবে। যাহারা অামা হইতে সরিয়া যায়, তাহদের নাম ধূলিতে লিখিত হইবে ; কারণ তাহারা জীবন্ত জলের উনুই সদাপ্রভুকে ত্যাগ ১৪ করিয়াছে।’ হে সদাপ্রভু, আমাকে স্বস্থ কর, তাহাতে আমি সুস্থ হইব ; আমাকে পরিত্রাণ কর, তাহাতে আমি পরিত্রাণ পাইব, কেননা তুমি আমার প্রশংসা১৫ ভূমি। দেখ, উহারা আমাকে বলিতেছে, সদাপ্রভুর বাক্য কোথায় ? তাহা একবার উপস্থিত হউক । ১৬ আমি ত তোমার পশ্চাদবত্তী পালরক্ষকের কার্য্য হইতে বিমুখ হুই নাই, এবং অপ্রতীকাৰ্য্য বিপদের দিন আকাঙ্ক্ষা করি নাই, তাহা তুমি জ্ঞাত আছ ; আমার ওgাধর হইতে যাই। নির্গত হইত, তাহ তোমার ১৭ সন্মুখে ছিল । আমার ত্রাসজনক হইও না ; বিপৎ১৮ কালে তুমিই আমার আশ্রয়। যাহারা আমাকে তাড়না করে, তাহারা লজ্জিত হউক, কিন্তু আমি যেন লজ্জিত ন হই ; তাহার নিরাশ হউক, কিন্তু আমি যেন নিরাশ ন হই । তুমি তাহদের উপরে অমঙ্গলের দ্বিন উপস্থিত কর, ও দ্বিগুণ ভঙ্গে তাহাদিগকে ভগ্ন কর ।

  • ( दा ) मीनदीन cनां८कब ॥

62Ꮾ