বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩০ নিমিত্ত নয় ; ইহা বাবিল-রাজের হস্তগত হইবে, এবং সে ইহা আগুনে পোড়াইয়া দিবে। ১১ আর যিহুদার রাজকুলের বিষয় তোমরা সদাপ্রভুর ১২ বাক্য শুন ; হে দায়ুদের কুল, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা প্রাতঃকালে বিচার নিম্পত্তি কর, এবং লুণ্ঠিত ব্যক্তিকে উপদ্রবীর হস্ত হইতে উদ্ধার কর, নতুবা তোমাদের আচরণের দুষ্টত প্রযুক্ত আমার ক্রোধ অগ্নির স্থায় বহির্গত হইবে, এবং এমন দাহ করিবে ১৩ যে, কেহ তাহ নিৰ্ব্বাণ করিবে না। হে তলভূমিনিবাসিনি, সমস্থলীর শৈলবাসিনি, সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ ; তোমরা কহিতেছ, আমাদের বিপরীতে কে নামিয়। আসিবে ? আমাদের ১৪ নিবাসে কে প্রবেশ করিবে ? সদাপ্রভু কহেন, আমি তোমাদের কৰ্ম্মের ফলানুসারে তোমাদিগকে সমুচিত দণ্ড দিব ; আমি তাহার বনে অগ্নি জ্বালাইব, উহ। তাহার চারিদিকে সকলই গ্রাস করিবে । যিহুদীয় রাজকুলের প্রতি অনুযোগ । रै९ সদাপ্রভু এই কথা কহিলেন, তুমি যিহুদার রাজবাটীতে গিয়৷ সেই স্থানে এই কথা বল। ২ তুমি বল, হে দায়ুদের সিংহাসনে উপবিষ্ট যিহুদীরাজ, তুমি, তোমার দাসগণ ও এই সকল দ্বার দিয়৷ প্রবেশকারী তোমার প্রজাগণ, সদাপ্রভুর বাক্য শুন । ও সদাপ্রভু এই কথা কহেন, তোমরা দ্যায়বিচার ও ধা স্মকতার অনুষ্ঠান কর, এবং লুণ্ঠিত ব্যক্তিকে উপদ্রবীর হস্ত হইতে উদ্ধার কর ; বিদেশী, পিতৃহীন ও বিধবাদের প্রতি অন্তায় অত্যাচার করিও না, এবং এই ৪ স্থানে নির্দোষের রক্তপাত কারও না । কেননা তোমর। যদি এই কথা যত্বপূর্বক পালন কর, তবে দায়ুদের সিংহাসনে উপবিষ্ট রাজগণ আপন দাসগণের ও প্রজাগণের সহিত রথে ও অশ্বে চড়িয়৷ এই বাটীর দ্বার দিয়। এ প্রবেশ করিবে । কিন্তু, তোমরা যদি এই সকল বাক্য ন। শুন, তবে, সদাপ্রভু কহেন, আমি আমারই নামে শপথ করিতেছি যে, এই বাটী উৎসন্ন স্থান হইবে । ৬ কেননা সদাপ্রভু যিহুদার রাজকুলের বিষয়ে এই কথা কছেন, তুমি আমার কাছে গিলিয়দ ও লিবানোনশৃঙ্গ ; কিন্তু অবস্ত আমি তোমাকে প্রান্তর ও নিবাসি৭ বিহীন নগরসমূহের সমান করিব। আর তোমার বিপরীতে বিনাশক পুরুষগণকে প্রত্যেকের অস্ত্রসহ প্রস্তুত করিব ; তাহার তোমার উৎকৃষ্ট এরসবৃক্ষ সকল ৮ ছেদন করিয়৷ অগ্নিতে নিক্ষেপ করবে। আর অনেক জাতীয় লোক এই নগরের নিকট দিয়া যাইবে, এবং তাহার প্রত্যেক জন তাপন আপন সঙ্গীকে বলিবে, সদাপ্রভু কি জন্য এই মহানগরের প্রতি এমন ব্যবহার ৯ করিয়াছেন ? তখন তাহার। উত্তর করবে, কারণ এই লোকেরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম ত্যাগ করিয়া অন্ত দেবগণের কাছে প্ৰণিপাত করিত, ও তাহীদের সেবা করিত । ফিরমিয় । [* > ; >>ー*、*、お ২৩ ] ১• তোমরা মৃত ব্যক্তির জন্ত রোদন করিও না, তাহার জন্ত বিলাপ করিও না ; যে ব্যক্তি প্রস্থান করিতেছে, বরং তাহীরই জন্ত আতিশয় রোদন কর ; কেনন। সে আর ফিরিয়৷ আসিবে না, আপন জল্পদেশ আর দেখিবে না। বস্তুতঃ যোশিয়ের পুত্র যিহুদা-রাজ যে শঙ্কুম আপন পিতা যোশিয়ের পদে রাজত্ব করিয়াছিল ও এই স্থান হইতে চলিয়া গিয়াছে, তাহার বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, সে এই স্থানে আর ফিরিয়৷ আসিবে না ; ১২ কিন্তু যে স্থানে বন্দিরূপে নীত হইয়াছে, সেই স্থানে মরিবে, এ দেশ আর দেখিবে না । ১৩ ধিক্ তাহাকে, যে অধৰ্ম্ম দ্বারা আপন বাটী, ও অন্তায় দ্বারা আপন উচ্চ কুঠরী নিৰ্ম্মাণ করে, যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খটায়, এবং তাহার ১৪ শ্রমের ফল তাহীকে দেয় না ; যে বলে, “আমি আপনার নিমিত্তে এক বৃহৎ বাট ও প্রশস্ত উচ্চ কুঠরী নিৰ্ম্মাণ করিব, এবং সে আপনার নিমিত্তে বাতায়নদ্বার কাটে ; আর এরস কন্ঠ দিয়া ঘর মুড়ান হয়, ১৪ এবং সিন্দুরবর্ণ রঙ্গ লেপন করা যায়। এরস কাঠের বিষয়ে শ্রেষ্ঠ হইবার জন্ত চেষ্টা করাতে তোমার রাজত্ব কি থাকিবে ? তোমার পিত। কি ভোজন পান করিত নী, বিচার ও ধাৰ্ম্মিকতার অনুষ্ঠান কি করিত না ? ১৬ তাই তাহীর মঙ্গল হইল । সে দুঃখী দীনহীনের বিচার করিত, তাই মঙ্গল হইল। সদাপ্রভু কহেন, আমাকে ১৭ জ্ঞাত হওয়া কি তাহাই নয় ? কিন্তু তোমার চক্ষু ও তোমার অন্তঃকরণ কেবল তোমারই লাভ ও নির্দোষের রক্তপাত এবং উপদ্রবের ও দেীরাত্ম্যের অনুষ্ঠান ব্যতি১৮ রেকে আর কিছুই লক্ষ্য করে না । অতএব যোশিয়ের পুত্ৰ যিহুদী-রাজ যিহোয়কীমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহার বিষয়ে লোকের ‘হায় আমার ভ্রাতা, কিম্বা “ হায় ভগিনী’ বলিয়। বিলাপ করিবে না, এবং ‘হায় প্রভু, কিম্ব হয় তাহার গৌরব’ ১৯ বলিয়াও বিলাপ করিবে না। গর্দভের কবরের স্থায় তাহার কবর হইবে ; লোকে তাহীকে টানিয়া ঘিরাশালেমের দ্বারের বাহিরে ফোলয় দিবে। তুমি লিবানেনে উঠ, ক্ৰন্দন কর ; বাশনে উচ্চৈঃ স্বর কর ; এবং আবারীম হইতে ক্ৰন্দন কর ; কেননা ২১ তোমার প্রেমিকের সকলে বিনষ্ট হইল। তোমার শান্তির সময়ে আমি তোমার কাছে কথা বলিয়ছিলাম, কিন্তু তুমি বলিয়াছিলে, আমি শুনিব না ; তোমার বাল্যকালাবধি এই রীতি দাড়াইয়াছে, তুমি আমার ২২ রবে অবধান কর নাই। বায়ু তোমার সমস্ত পালককে ভক্ষণ করিবে ; তোমার প্রেমিকের বন্দিত্বস্থানে গমন করিবে ; বস্তুতঃ তখন তুমি আপনার সমস্ত দুষ্কৰ্ম্ম প্রযুক্ত লজ্জিত ও বিষম হইবে। হে লিবানোন-বাসিনি। এরস বনে বাসাকারিণি । যখন তুমি প্রসবঘন্ত্রণার স্তায় যন্ত্রণ পাইবে, তখন কেমন কাতরোক্তি করিবে ! Y > ২s ఇతి 630